জিৎ-এর হাত ধরে ‘বুমেরাং’ হয়ে সামনে আসছেন রুক্মিণী মৈত্র। ছবিতে রোবট হয়ে ধরা দেবেন 'নিশা' রুক্মিণী। ছবি মুক্তির আগে ‘বুমেরাং’-এর নিয়ে নানান কথা বলছেন রুক্মিণী মৈত্র। কথা বলেছেন নিজের বিয়ে নিয়েও। এদিকে কিছুদিন আগেই গুগল সার্চ করে দেব অনুরাগীরা চমকে যান। তাঁরা দেখেন, সেখানে লেখা দেব নাকি বিবাহিত! ২০২১-এর ৬ মে নাকি তিনি রুক্মিণী মৈত্রর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। এমনকি সেখানে লেখা ছিল, তাঁদের নাকি এক সন্তানও রয়েছে। এবার বিয়ে নিয়ে নিজেই মুখ খুলেছেন রুক্মণী।
বিয়ের খবরে অবাক রুক্মিণী সম্প্রতি সংবাদ প্রতিদিনকে বলেন, ‘ওহ গড! এটা যে কোথা থেকে আসছে! গুগলেও পৌঁছে গেল। শুধু তাই নয়। সেখানে একটা বচ্চার কথাও রয়েছে। যার কথা বলা হয়েছে, সেই আমাইরা আমার ভাইঝি। যেহেতু আমাইরার সঙ্গে আমার এত ছবি রয়েছে ওরা ওকে আমার বাচ্চা বানিয়ে দিয়েছে।’
তবে বাস্তবে অনুষ্ঠান করে রুক্মিণী বিয়েটা কবে করবেন? এবিষয়েও মুখ খুলেছেন অভিনেত্রী। রুক্মিণীর কথায়, ‘মিডিয়া যেদিন স্পেকুলেট করা বন্ধ করবে, আমি সেদিন বিয়েটা করে নেব। আমার মাও কিন্তু বিয়ের কথা জিগ্গেস করেন না। তাহলে তোমরা জিগ্গেস কেন করছো! যেদিন মনে হবে, আমি বিয়ের জন্য তৈরি, সেদিন বিয়েটা করে নেব। আমি বিয়েতে বিশ্বাসী, আর বিয়ে লুকিয়ে রাখতেও চাই না। এখন এত ব্যস্ততা রয়েছে, তাই বিয়ের প্ল্যান করা সম্ভব নয়। তবে আমার মনে হয় কমিটমেন্ট জরুরী। আজকাল দেখি বহু বিয়েই টিকে আছে, তবে সেই সম্পর্কে কোনও কমিটমেন্ট নেই। তাই আমাদের কমিটমেন্টটাই আগে থাকুক। বাকিটা ক্রমশ প্রকাশ্য।’
একথায় রুক্মিণীর কথায়, অভিনেত্রী হওয়াটাই তাঁর জীবনের সবথেকে বড় বুমেরাং। ভেবেছিলাম কোনওদিনই অভিনেত্রী হব না, তবে সেটাই ঘটেছে। এদিকে সম্প্রতি লোকসভা নির্বাচনে আরও একবার ঘাটাল থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন দেব। ভোটের আগে জোর কদমে প্রচার চালিয়েছেন অভিনেতা। তবে দেবের কোনও প্রচারেই কখনও রুক্মিণীকে দেখা যায়নি। এপ্রসঙ্গে রুক্মিণী বলেন, ‘এটা এক্কেবারেই ওর আলাদা কর্মক্ষেত্র। ওর একার জার্নি। ওই বিষয়টা ও একাই খুব পরিণত হাতে সামলাচ্ছে। প্রচারে ওর সঙ্গে না থাকলেও আমি ওর পাশে সবসময় আছি।’