সারেগামাপা-র সদ্য সমাপ্ত সহাপ্তেও কোনও এলিমিনেশন হয়নি! দেয়াশিনী আর সত্যজিৎকে ফের সুযোগ দিয়েছেন বিচারকরা। যা নিয়ে বিতর্কের শেষ হয়নি। এখনও সারেগামাপা-র মঞ্চ প্রতিযোগিতে ঠাসা। অতনু, অনীক, অঙ্কনা, ঐশী, সৃজিতার মতো খুদে প্রতিযোগিদের পাশাপাশি রয়েছেন আরাত্রিকা, সাঁই, আরিয়ান, দিবাকর,বনশ্রী, দেয়াশিনী, সত্যজিৎরা। আরও পড়ুন-‘আমার তখন ১৬, তাঁর ২৮…’, ১২ বছরের বড় মহিলার প্রেমে পড়েন রণজয়, শ্যামৌপ্তির সঙ্গে সম্পর্কে আছেন? এল জবাব
এবার সারেগামাপা-র স্টেজে ‘বিনোদিনী’ রুক্মিণী মৈত্র! মিউজিক রিয়ালিটি শো-এর সেটে পৌঁছে রুক্মিণীর কথা শুনে বড় কনফিউশন। নিজের আসন্ন ছবি ‘বিনোদিনী একটি নটির উপখ্যান’-এর প্রচারে সারেগামাপা-র সেটে গত শুক্রবার হাজির হয়েছিলেন রুক্মিণী। সেখানে দাঁড়িয়ে ফেসবুক লাইভে রুক্মিণী বলেন, ‘আমরা সারেগামাপা-র গ্র্যান্ড ফিনালে তে চলেছে এসেছি, তবে কে কী হচ্ছে সেটা কিন্তু জানি না’। তাহলে কি গ্র্যান্ড ফিনালের শ্যুটিং হয়ে গিয়েছে ইতিমধ্যেই? শুরু হয়েছে জল্পনা। রাঘব চট্টোপাধ্যায় যদিও জানিয়েছে, এখনও বাকি ফিনালের সফর।
লাল শাড়িতে সেজে পৌঁছেছিলেন রুক্মিণী। দেব-প্রিয়ার রূপে আর নাচে মুগ্ধ শান্তনু মৈত্র। ‘কানহা’র বিশেষ প্রশংসা করেন। রুক্মিণী জানান, এই গানের জন্য ৪ বছর ধরে কত্থকের প্রশিক্ষণ নিয়েছেন। সারেগামাপা-র মহিলা বিচারক মণ্ডলীর সঙ্গেও দেখা গেল রুক্মিণীকে। ইমনের কথায়, ‘যতটুকু রুক্মিণীকে চিনি, জানি ও নিজের কাজের প্রতি খুব ডেটিকেটেড। সবটা উজার করে দেয়’। রুক্মিণী জানান, তিনি সবার গানের ফ্যানের।
সারেগামাপা-র সেটেই রুক্মিণীর দেখা গেল তাঁর ‘সুইৎজারল্য়ান্ড’ নায়ক আবির চট্টোপাধ্য়ায়ের সঙ্গে। শিবুকে দেখে উত্তেজিত রুমি। বিনোদিনীর জন্য আবির শুভেচ্ছা জানাতেই মিষ্টি আবদার রুক্মিণীর। আবিরকে নায়িকা বলেন, ‘তুমি আমার গান (কানহা) দেখেছো?’ নেতিবাচক জবাব মেলার পর দেব-বান্ধবী বলেন, ‘দেখো, তুমি আমার গানে একটা রিল করবে, নাচবে আমার গানে?’ এমন আবদার শুনেই বিচলিত আবির। বললেন, ‘আমি একবারই নেচেছিলাম, সুইৎজারল্যান্ড বলে একটা ছবিতে, আর মনে হয় না তারপর আর সেটা রিপিট কর উচিত হবে’। এদিন আবিরকে ‘সুইটহার্ট’ বলে সম্বোধন করে রুক্মিণী। বোঝাই যাচ্ছে অনস্ক্রিনের পাশাপাশি অফস্ক্রিনেও শিবু-রুমির রসায়ন জমজমাট।
রুক্মিণী যখন এই লাইভ ভিডিয়ো করছিলেন, তখন অতনুকে হারমোনিয়াম হাতে গানের রিহার্সাল করতে দেখা গিয়েছে। সুতরাং এই খুদে প্রতিযোগী গ্র্যান্ড ফিনালের সফরে যে থাকছেন, তা নিশ্চিত।
ওদিকে ২৩শে জানুয়ারি মুক্তি পেতে চলেছে রুক্মিণীর বিনোদিনী। সুতরাং, সারেগামাপা-এর এই সিজনের যবনিকা পড়বে খুব জলদি। কার হাতে উঠবে সেরার ট্রফি? কোন বিচারক জুটির টিম বিজয়ী হবে এখন সেটাই দেখবার।