২০ ডিসেম্বর মুক্তি পাচ্ছে দেবের 'খাদান'। ছবিতে দেব-ইধিকার রোম্যান্স নিয়ে চর্চা চলছেই। এদিকে এসবের মাঝে টলিপাড়ায় কানাঘুষো শোনা যাচ্ছে দেব-রুক্মিণীর বিচ্ছেদের খবর। যদিও প্রেম ভাঙার গুঞ্জন একেবারেই উড়িয়ে দিয়েছেন দেব। সাফ জানিয়েছেন, ‘রুক্মিণী আমাকে ইনস্টাগ্রামে ফলো করছে কি ফলো করছেন না সেটা নিয়ে আমি দশজনকে উত্তর দিতে যাব না।’
তবে বিচ্ছেদ চর্চার মাঝেই 'খাদান' ট্রেলার মুক্তি পেতেই দেবকে শুভেচ্ছা জানালেন রুক্মিণী মৈত্র। কিন্তু একী! হঠাৎ দেবকে ‘হ্যাপি ফাদার্স ডে’-র শুভেচ্ছা কেন জানালেন রুক্মিণী?
নাহ, আসলে পুরোটাই তিনি লিখেছেন মজা করে। 'খাদান'-এর ট্রেলার দেখার পর অভিভূত হয়ে দেবের ভালোবাসার মানুষ X হ্যান্ডেলে লেখেন, ‘বাপ রে বাপ! কাল থেকে বাংলায় শুধু শুভ পিতৃদিবস.. দুঃখিত, মানে খাদান দিবস…’। নিজের এই পোস্ট দেব, যিশু, ইধিকা, বরখা,, পরিচালক সুজিত রিনো দত্ত, সুরিন্দর ফিল্মস সহ সকলকেই ট্যাগ করেছেন অভিনেত্রী। রুক্মিণীর এই পোস্টের উত্তরে পাল্টা দেব লেখেন, ‘ধন্যবাদ প্রিয়, তোমার কাছ থেকে পাওয়া সমর্থন সবসময়ই একটু আলাদা। আমিও বিনোদিনীতে তোমার দারুণ একটা পারফরম্যান্স দেখার অপেক্ষায় রয়েছি।’
আরও পড়ুন-‘যা যা বলে দে, তোর বাপ এসেছে…’, 'খাদান'ট্রেলারে মারকাটারি অবতারে দেব, আর যিশু?
আরও পড়ুন-রণবীরের সঙ্গে একান্ত যাপনের ছবি ছড়িয়ে পড়ে, মাহিরা বলছেন, ‘বিছানা ছেড়ে উঠতেই পারতাম না…’
তবে 'খাদান'-এর শুভেচ্ছা জানাতে দেবকে রুক্মিণীর পিতৃদিবসের শুভেচ্ছা জানানোর আরও একটা কারণ রয়েছে। কারণ এই ছবির টিজার থেকে ট্রেলার সর্বত্রই ‘যা যা বলে দে, তোর বাপ এসেছে…’ ডায়ালগটি হাইলাইট করা হয়েছে। আর সেটিও দেবকে অভিনেত্রীর বাবা বলার আরও একটা কারণ।
প্রসঙ্গত, সম্প্রতি দেবকে ইনস্টাগ্রামে রুক্মিণী আনফলো করে দেওয়ার পরপরই তাঁদের সম্পর্ক ভাঙার গুঞ্জন ছড়িয়ে পড়ে। যদিও আবার কেউ কেউ বলছিলেন, টলিপাড়ায় এমন কথাও চাউর হয়েছে, খাদানের প্রচারের জন্যই নাকি রুক্মিণীর সঙ্গে ব্রেকআপের ‘নাটক’ করছেন দেব। তবে সম্প্রতি এই গুঞ্জন নিয়ে নিজেই মুখ খোলেন দেব। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘রুক্মিণী আমাকে ইনস্টাগ্রামে ফলো করছে কি ফলো করছে না সেটা নিয়ে আমি দশজনকে উত্তর দেব না। আমার সঙ্গে রুক্মিণীর সম্পর্কটা কী সেটা কাউকে বলে বোঝাতে পারব না। রুক্মিণীর সঙ্গে আমার সম্পর্কটা সময়ের সঙ্গে সঙ্গে আরও সমৃদ্ধ হয়েছে, আরও মজবুত হয়েছে’।
দেবের সাফ কথা, ‘কে কী বলল, কে কী লিখল, তাতে কিছু যায় আসে না। আমরা আমাদের ব্যক্তিগত জায়গায় খুব ভালো আছি, সুস্থ আছি। যেটা খুব দরকার। আমরা পরস্পরের কাজ নিয়েও খুব খুশি। ’