গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে সরাসরি যুক্ত নন নভ্যা নভেলি নন্দা সেভাবে। যদিও বছরখানেক ধরে নিজের একটি পডকাস্ট শো শুরু করেছেন, তবে সেখানও শুধু থাকে তাঁর মা শ্বেতা বচ্চন নন্দা ও ঠাকুমা জয়া বচ্চন। তবে সুন্দরী নভ্যাকে ঘিরে চর্চার কোনও শেষ নেই। এমনকী, তাঁর বলিউড অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে সম্পর্কে জড়ানোও শিরোনাম হয়েছে একাধিক সময়ে। যদিও তা নিয়ে মুখ খোলেননি দুজনে। কিন্তু এখানে-ওখানে একসঙ্গে দেখা যাওয়া, একে-অপরের পোস্টের মন্তব্য ধরে, নেটিজেনরা পেয়ে গিয়েছিলেন সম্পর্কের হদিশ।
এদিকে এখন শোনা যাচ্ছে, এই সম্পর্ক নাকি আর নেই! উভয়ের ঘনিষ্ঠ একটি সূত্র সম্প্রতি এক সংবাদমাধ্যমকে জানিয়েছে যে, তাঁদের রাস্তা আলাদা আলাদা হয়েছে। কথিত রোম্যান্সের অবসান ঘটিয়েছেন তাঁরা। ব্রেকআপটি বন্ধুত্বপূর্ণ বলেই জানা গিয়েছে। প্রেম না থাকলেও, বন্ধুত্ব থাকছে। কোন পক্ষই আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ ঘোষণা করেননি, তবে নেট নাগরিকরা তাদের অনলাইন কার্যকলাপের মাধ্যমে তাদের মধ্যে ক্রমবর্ধমান দূরত্ব লক্ষ্য করেছেন।
আরও পড়ুন: সেটে মহিলা ভক্তরা ঘিরে ধরল শান্তনু মৈত্রকে, জোর ‘আওয়াজ দিল’ আবির-অন্তরারা, দেখুন সেই ভিডিয়ো
সিদ্ধান্ত বলিউডের অন্যতম নতুন মুখ। তিনি দীপিকা পাড়ুকোনের সঙ্গে গেহরাইয়াঁ (২০২২) এবং অনন্যা পান্ডের সঙ্গে খো গায়ে হাম কাহা (২০২৩)-তে অভিনয় করেছেন। উভয় ক্ষেত্রেই তাঁর অভিনয় সকলের পছন্দ হয়েছিল। যদিও নভ্যা ও সিদ্ধান্তের ভক্তরা এই খবরে বেশ হতাশ হবেন বলেই মনে করা হচ্ছে। তবে জানা যাচ্ছে, দুজনে এখন নিজের নিজের কেরিয়ারেই মনোনিবেশ করতে চান।
আরও পড়ুন: ‘জয়া অমিতাভ বচ্চন’ শুনে চটেছিলেন, এবার রাজ্যসভায় ‘রাগী আন্টি’ নিজেকে কী ডাকলেন
এদিকে, বচ্চন বাড়িতে সম্পর্ক ভাঙার খবর কিছু নতুন নয়। নভ্যার মামা-মামি অভিষেক বচ্চন ও ঐশ্বর্য বচ্চনের বিয়ে ভাঙার খবর দীর্ঘদিন ধরেই রয়েছে। এমনকী, আলাদা থাকছেন তার প্রমাণও বহুবার মিলেছে। বচ্চনদের কোনও অনুষ্ঠানে আজকাল আর থাকেন না ঐশ্বর্য। এমনকী, আম্বানিদের বিয়েতেও শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে যাননি। আরাধ্যাকে নিয়ে আলাদা গিয়েছিলেন। তারপর মা-মেয়ে দিন ১৭ ছুটি কাটিয়ে আসেন নিউ ইয়র্কে।
আরও পড়ুন: বরের দাদা প্রাক্তন প্রেমিক! দোটানায় অরুণিমা, ‘ফাগুন বউ-এর কপি’, বলছে নেটপাড়া
দিল্লিতে বড় হয়েছেন নভ্যা। সেখানকার ব্যবসায়ী নিখিল নন্দার সঙ্গে বিয়ে হয়েছিল অমিতাভের মেয়ে শ্বেতার। তবে বছরখানেক ধরে পাকাপাকিভাবে মুম্বইতেই থাকছেন শ্বেতা। মাঝে শোনা গিয়েছিল, নিখিলের সঙ্গে নাকি সম্পর্ক ছেদ হয়েছে। শ্বশুরবাড়ির অনুষ্ঠানেও অনুপস্থিত থাকতেন নিখিল। তবে সবাইকে চমকে দিয়ে, বহুদিন বাদে আম্বানিদের বিয়েতে শ্বশুর-শাশুড়ি-বউকে সঙ্গ দিয়ে নিখিল যায় অনন্ত-রাধিকার বিয়ের দিনকে।
নভ্যা বাবার ব্যবসায় যোগ দিয়েছেন। তবে ভাই অগস্ত্য কেরিয়ার গড়তে চান ফিল্ম লাইনেই। তাঁর প্রথম সিনেমা ছিল দ্য আর্চিস। শোনা যায়, সুহানা খানের সঙ্গে প্রেম চলছে অগস্ত্যর।