বাংলা নিউজ > বায়োস্কোপ > পর্দায় ‘বিক্রান্ত খান্না’ অজয়, প্রথম দিনে মাত্র ৩ কোটির ব্যবসা 'রানওয়ে ৩৪'-এর!

পর্দায় ‘বিক্রান্ত খান্না’ অজয়, প্রথম দিনে মাত্র ৩ কোটির ব্যবসা 'রানওয়ে ৩৪'-এর!

অজয় দেবগণ, রকুলপ্রীত সিং 'রানওয়ে ৩৪'-এর প্রোমোশনে (ছবি পল্লব পালিওয়াল)

শুরুতেই খুব স্লো ব্যবসা করেছে অজয়ের সিনেমা।

অজয় দেবগণ, অমিতাভ বচ্চন, রকুলপ্রীত সিং, বোমান ইরানি অভিনীত 'রানওয়ে ৩৪'। ২৯ এপ্রিল সিনেমাহলে মুক্তি পেয়েছে এই ছবি। এই ছবির গল্প বাস্তব ঘটনার উপর তৈরি। বছর খানেক আগে দোহা থেকে কোচি আসার পথে খারাপ আবহাওয়া থেকে কোনওরকমে বেঁচে গিয়েছিল একটি যাত্রীবাহী বিমান। সেই ঘটনাকেই পর্দায় নিয়ে এলেন অজয় দেবগণ।

গল্পের কেন্দ্রে রয়েছেন ক্যাপ্টেন বিক্রান্ত খন্না। সেই চরিত্রে অভিনয় করছেন অজয়। যাত্রীদের বাঁচাতে ফ্লাইটের অল্টারনেট ডেস্টিনেশন পালটে দেন বিক্রান্ত। বিমান অবতরণের মাত্র কয়েক মুহূর্ত আগে 'মে ডে'-এর মেসেজ পাঠান কনট্রোল টাওয়ারকে। নিমেষের জন্য প্লেন ক্র্যাশ হওয়া থেকে বেঁচে যায়। ছবির বেশিরভাগ অংশ জুড়ে রয়েছে এই ঘটনার তদন্ত। অজয় দেবগণ ছবিতে অভিনয়ের পাশাপাশি, পরিচালনা ও প্রযোজনাও করেছেন। আরও পড়ুন: ব়্যাপারে পরিণত হলেন অজয় দেবগণ, 'রানওয়ে ৩৪'-এর গানে যশরাজের সঙ্গে গলা মেলালেন

বক্স অফিস ইন্ডিয়ার রিপোর্ট অনুসারে, ছবিটি প্রথম দিনে মাত্র ৩ কোটি টাকার ব্যবসা করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, অজয় ​​দেবগণের ‘অতিথি তুম কাব যাওগে’(২০১০) এর পর এটি সর্বনিম্ন ওপেন। অন্যদিকে, ‘কেজিএফ ২’ বৃহস্পতিবার তৃতীয় সপ্তাহে প্রবেশ করেছে। এরপরও ৪.২৫ কোটি (হিন্দি ডাব) ব্যবসা করেছে এ দিন।

হিন্দুস্তান টাইমসের রিভিউ অনুযায়ী, ‘পরিচালকে টুপি মাথায় গলিয়ে আরও এক দুর্দান্ত কাজ অজয়ের। তিনি একজন মহান গল্পকার বলাই যায়। রানওয়ে ৩৪-এ অভিনয়ের পাশাপাশি এক দারুণ অভিজ্ঞতা তুলে ধরেছেন। কোনও সময়েই তিনি তার চরিত্রগুলিকে অযৌক্তিক বিবরণ দিয়ে সাজিয়ে সময় নষ্ট করেননি- সেটি একজন দক্ষ, শান্ত অথচ অহংকারী পাইলট হিসাবে তার নিজেরই হোক, যে নিজের দক্ষতা সম্পর্কে অতিরিক্ত আত্মবিশ্বাসী, বা রাকুলপ্রীতকে একজন ভীত সহ-পাইলট হিসাবে হোক। তিনি বাস্তবের ঘটনার উপর জোর দেন এবং আপনাকে মাটি থেকে হাজার হাজার ফুট উপরে একটি যাত্রায় নিয়ে যান।’

বায়োস্কোপ খবর

Latest News

জানেন বিশ্বকর্মার সন্তানদের পরিচয়? রামায়ণেও রয়েছে তাঁদের উল্লেখ 'বিনীত যেখানে কাজ করতে চেয়েছেন…', CP-কে নিয়ে মমতার মন্তব্য ঘিরে বিস্ফোরক অভিযোগ মেয়াদ শেষ হওয়ার আগেই রাহানেকে ছেড়ে দিচ্ছে লেস্টারশায়ার! পিছনে রয়েছে কী কারণ? মল্লিক বাড়িতে ঠাকুর দেখতে যান? আরজি কর আবহে হঠাৎ সিদ্ধান্ত বদল, যা বললেন কোয়েল মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৭ সেপ্টেম্বরের রাশিফল আরজি করে চিকিৎসক খুন কাণ্ডে নয়া মোড়, 'আমি খুশি', পোস্ট 'বিদ্রোহী' TMC সাংসদের কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৭ সেপ্টেম্বরের রাশিফল মকর রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৭ সেপ্টেম্বরের রাশিফল ধনু রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৭ সেপ্টেম্বরের রাশিফল বৃশ্চিক রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৭ সেপ্টেম্বরের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.