বন্ধু মানেই কফি হাউজের আড্ডা, প্রজন্মের পর প্রজন্ম এই গানটি যেন মানুষের মনে এনে দেয় বহু স্মৃতি। গানটি শুনলেই যেন চোখের নিমেষে ভেসে ওঠে যৌবনকালের বন্ধুত্বের কথা। কখনও পুরোনো না হওয়া এই গান এবার আসতে চলেছে বড় পর্দায়। এই ছবিতেই দেখা যাবে ইন্ডাস্ট্রির দুই মহারথীকে।
সুজাতা, রমা, নিখিলেশ, অমল, মহিদুল, ডিসুজা এই ছয় বন্ধুর গল্পের কথা বোধহয় কয়েক লক্ষ বার মানুষ শুনেছে মান্না দে - এর গাওয়া গানের মাধ্যমে। কিন্তু এই গল্পের সবটা কি জানেন শ্রোতারা? রমা রায় দুর্দান্ত অভিনেতা হয়েও কি নিজের জীবনে সুখী? সুজাতার শেষ জীবন কেমন ছিল? এই সমস্ত উত্তর পাবে মানুষ।
আরও পড়ুন: লাল শাড়িতে নতুন বউ সেজে মাকে বরণ করলেন শুভশ্রী, গোলাপি পাঞ্জাবিতে সঙ্গ রাজের
আরও পড়ুন: অভিষেকের কোলে ছোট্ট কুমারী, নবমীর সকালে আবেগপ্রবণ সাইনা
ছবিতে যে গল্প তুলে ধরা হবে সেখানে দেখানো হবে, দেশের টানে সুজাতা বিদেশ থেকে আবার ফিরে এসেছে নিজের বাড়িতে। কিন্তু উত্তরবঙ্গের এক পুরনো চা বাগানের বাগানবাড়ি থেকে হঠাৎ করেই সে নিখোঁজ হয়ে যায়। অন্যদিকে ঠাকুমার খোঁজে বিলেত ফেরত নাতনি আহেরি বাগানবাড়ি যখন তন্ন তন্ন করে খুঁজছে ,ঠিক তখনই তাঁর হাতে আসে একটি ডায়েরি।
এই ডায়েরিতে লেখা, ৬ বন্ধুর পুরনো গল্পের কথা। কিন্তু সত্যিই কি গল্প? নাকি এর মধ্যে রয়েছে লুকিয়ে থাকা এক রহস্য! এই সিনেমায় সুজাতার ভূমিকায় অভিনয় করবেন রূপা গঙ্গোপাধ্যায়। রমা চরিত্রের ছোটবেলায় অভিনয় করবেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য। রমা চরিত্রের পরিণত বয়সে অভিনয় করবেন দোলন রায়।
আরও পড়ুন: লাল পাড় সাদা শাড়িতে সেজে উঠলেন নুসরত, করলেন মায়ের বরণ
আরও পড়ুন: 'মা ছাড়া সংসার অসম্পূর্ণ...', কবিরের সঙ্গে সিঁদুর খেলায় মাতলেন কোয়েল
সুজাতা চরিত্রের নাতনি অর্থাৎ আহেরির চরিত্রে অভিনয় করবেন অনুশা বিশ্বনাথন। অভিনয় করবেন অনুরাধা মুখোপাধ্যায়, শুভাশিস ঘোষ, সৌম্য মুখোপাধ্যায়। মান্না দে যে গানটি গেয়েছিলেন সেই গানটি আবার গাইবেন অরিজিৎ সিংহ। সবকিছু ঠিক থাকলে আগামী ৭ অক্টোবর থেকেই শুরু হয়ে যাবে শ্যুটিং।
রঘু ডাকাত ছবিতে অভিনয় করে বহুদিন বাদে বড় পর্দায় ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন রূপা গঙ্গোপাধ্যায়। অন্যদিকে দোলন রায়ও বহুদিন ক্যামেরা থেকে রয়েছেন দূরে। তাই এবার এই দুই মহারথীকে আবার একসঙ্গে একই পর্দায় দেখার জন্য উৎসুক দর্শকরা।