'অনুপমা', রূপালী গঙ্গোপাধ্যায়কে বর্তমানে এই নামেই চেনেন টেলিপর্দার মানুষ। টেলিপর্দার অন্যতম উচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী তিনি, রূপালীর অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়। তাই তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও কৌতুহলী থাকেন তাঁর অনুরাগীরা।
২৫ অগস্ট, রবিবার রূপালীর নিজের ছেলে রুদ্রাংশের জন্মদিনে একটা আবেগঘন ভিডিয়ো পোস্ট করেছেন। ভিডিয়োটি পুরনো। যেখানে ঠাকুমার সঙ্গে কেক কাটতে দেখা যাচ্ছে রুপালীর ছেলেকে। তবে এই মুহূর্তে রূপালী গঙ্গোপাধ্যায়ের শাশুড়িমা আর বেঁচে নেই। আর তাই ঠাকুমার সঙ্গে নিজের ছেলেদিকে র আগের কোনও জন্মদিন সেলিব্রেশনের ভিডিয়ো পোস্ট করে লিখেছেন, ‘রুদ্রাংশের প্রথম জন্মদিন এমন একজন ব্যক্তিকে ছাড়া যিনি ওকে ওর বাবা-মায়ের চেয়েও বেশি ভালোবাসতেন...চিরদিন দাদি কা লাডলা কৃষ্ণ...শ্রীমতি সুদর্শন বর্মা ... আপনার অনুপস্থিতি সবসময় অনুভব করব। পিতামাতা এবং ঠাকুমা-দাদুকে সুন্দরভাবে লালন করুন... তাঁদের আশীর্বাদ খাঁটি শর্তহীন, নির্ভেজাল।’
রূপালী গঙ্গোপাধ্যায়ের এই পোস্টেই স্পষ্ট তিনি তাঁর শাশুড়িমাকে সম্প্রতি হারিয়েছেন। তবে, কবে, কখন, কী কারণে মৃত্যু হয়েছে তা অবশ্য জানা যায়নি।
রূপালীর এই আবেগঘন পোস্ট মন ছুঁয়ে গিয়েছে তাঁর অনুরাগীদেরও। পোস্টের নিচে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। একজন লিখেছেন, ‘ওঁর আত্মার শান্তি কামনা করি।’ আরেকজন লিখেছেন, ‘উনি চিরকাল তাঁর রুদ্রাংশের জন্য একজন অভিভাবক দেবদূত হয়ে থাকবেন। আরও একজন রূপালী গঙ্গোপাধ্যায়ের ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ’রুদ্রাংশ আপনার জীবন হাসিতে ভরে উঠুক।'
কাজের ক্ষেত্রে রূপালী গঙ্গোপাধ্যায় টেলি দুনিয়ার পরিচিত মুখ। তিনি জনপ্রিয় ধারাবাহিক ‘অনুপম’তে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন। এদিকে ব্যক্তিগত জীবনে রূপালী গঙ্গোপাধ্যায় ২০১৩ সালের ৬ ফেব্রুয়ারি ব্যবসায়ী অশ্বিন কে বর্মার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাঁদের একমাত্র ছেলের নাম রুদ্রাংশ।