হিন্দি ধারাবাহিক অনুপমায় অতিরিক্ত বড় ডায়লগ এবং বারংবার এক ডায়লগ শুনে বিরক্ত হয়ে গেছেন দর্শকরা। আর তাঁদের এই কথার উত্তর এবার সোজাসুজি 'অনুপমা' রূপালী গঙ্গোপাধ্যায়ই দিলেন। একটি সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেই জানালেন যে তিনি এই শোয়ের নির্মাতাদের বিশ্বাস করেন এবং তাঁদের পাশেই থাকবেন যাই হয়ে যাক না কেন। এছাড়া তিনি এই শোয়ের পরিচালক রঞ্জন শাহীর ভাবনাকে যে শ্রদ্ধা করেন সেটাও স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন।
দর্শকরা বারবার অভিযোগ জানিয়েছেন যে অনুপমা ধারাবাহিকে রূপালী গঙ্গোপাধ্যায়ের চরিত্রটির ডায়লগগুলো অত্যন্ত বড় এবং রিপিট হচ্ছে। এই বিষয়ে পিঙ্কভিলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, 'ভক্তদের কথা মাথায় রাখব। কিন্তু এই শোয়ের নির্মাতারা জানেন তাঁরা অনুপমা ধারাবাহিকের মাধ্যমে কোন বার্তা দিতে চাইছেন। রঞ্জন শাহী কী ভাবছেন, কোন আঙ্গিকে দেখছেন গোটা বিষয়টা সেটা বোঝার চেষ্টা করি এবং নিজের সবটুকু দিয়ে সেটাই ফুটিয়ে তোলার চেষ্টা করি। আমি চেষ্টা করি অনুপমা চরিত্রটাকে তাঁর মনের মতো করে করতে।'
তিনি তাঁর শোয়ের পরিচালকের বিষয় বলেন, 'আমি কখনও তাঁকে প্রশ্ন করিনি যে এটা কেন, ওটা কেন? যদি তিনি সেটায় বিশ্বাস করেন, আমিও তাতে বিশ্বাস করার চেষ্টা করি। সবাইকে সম্মান জানিয়েই বলছি অনুপমা এমন একটি ধারাবাহিক যার গল্প রঞ্জন বলতে চাইছেন। আর আমি এটা জেনে খুশি যে দর্শকরা তাঁর এই গল্প এবং গল্প বলার ধরনটাকে পছন্দ করছেন। তাই তিনি যে সিন লিখুন না কেন, অনুপমার জন্য তিনি যাই ঠিক করুন না কেন আমি তাঁর পাশেই থাকব। আমি বিশ্বাস করি তিনি যা করবেন ভেবেই করবেন। আমি তাঁকে কখনও কোনও বিষয়ে প্রশ্ন করিনি। আমার এই ধারাবাহিকে যা হচ্ছে সবটাই ভালো লাগছে।'
'সারাভাই ভার্সেস সারাভাই ধারাবাহিকে মনীষা সারাভাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন রূপালী গঙ্গোপাধ্যায়। আর সেখান থেকে তিনি খ্যাতির আলোকে আসেন। তাঁকে এছাড়া ‘বা বাহু অর বেবি’ ধারাবাহিক সহ ‘পরভারিস কুছ খাট্টে কুছ মিঠি’ ধারাবাহিকেও দেখা গিয়েছে। বর্তমানে তাঁকে অনুপমা ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে।