অনুপমা খ্যাত অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায় এবারের লোকসভা নির্বাচন চলাকালীন বিজেপিতে যোগ দেন। সম্প্রতি তিনি বাংলার মুখ্যমন্ত্রীর কাছে একটি বিশেষ আবেদন করেছেন। কী? তিনি লিখিত ভাবে জানিয়েছেন কলকাতার পথ থেকে ঘোড়ায় চালিত গাড়ি বা ঘোড়ার গাড়ি সরিয়ে ফেলতে হবে। কিন্তু কেন?
মমতা বন্দ্যোপাধ্যায়কে রূপালি গঙ্গোপাধ্যায়ের চিঠি
কলকাতা শহরের অন্যতম ঐতিহ্য হল ঘোড়ার গাড়ি। গড়পাড়ে গেলেই বা ভিক্টোরিয়া বেড়াতে গেলেই চোখে পড়ে রাস্তার পাশে সার বেঁধে দাঁড়ানো আছে ঘোড়ার গাড়ি। কেউ কেউ আবার সেই গাড়ি চড়ছেন। কিন্তু এবার সেই ঘোড়ার গাড়িকেই শহরের রাজপথ থেকে তুলে নেওয়ার আবেদন করলেন বিজেপি নেত্রী তথা অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায়।
প্রসঙ্গত রূপালি যে কেবল বিজেপি নেত্রী বা একজন অভিনেত্রী সেটাই নয়, তিনি পিপল ফর এথিক্যাল ট্রিটমেন্ট অব অ্যানিমেলসের সমর্থকও বটে। তিনি সেই কারণেই জানিয়েছেন গত কয়েক মাসে অতিরিক্ত ঘোড়ার গাড়ি ব্যবহার এবং ভার বহনের কারণে সিটি অব জয়-তে ৮টির বেশি ঘোড়া মারা গিয়েছে। তাই তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করেছেন যাতে শহরে এই ঘোড়ার গাড়ি বন্ধ করে দেওয়া হয়।
জানা গিয়েছে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে যে চিঠি পাঠিয়েছেন সেখানে লিখেছেন, 'যে ঘোড়ার গাড়িগুলো ব্যবহার করা হয় সেগুলো ব্যবহারে মানুষের প্রাণের ঝুঁকি যেমন থাকে তেমনই ট্রাফিকের সমস্যাও দেখা যায়। ঘোড়ারা তো আঘাত পায়ই। এমনকি অনেক সময় যে ঘোড়াগুলোর বেশি আঘাত পায় সেগুলোকে বাতিল করে দেওয়া হয়।' এছাড়াও তিনি তাঁর চিঠিতে জানিয়েছেন PETA ইন্ডিয়ার একটি গবেষণায় দেখা গিয়েছে কলকাতার বুকে এমন অন্তত ১২টা ঘোড়া আছে যেগুলো অ্যানেমিয়ায় আক্রান্ত। এবং অপুষ্টির শিকার।
আরও পড়ুন: দ্বিতীয় দিনে প্রায় ৪৫ শতাংশ কমল কল্কি ২৮৯৮ এডির আয়! ২ দিনে মোট কত ঘরে তুলল প্রভাস - দীপিকার ছবি?
আরও পড়ুন: 'যে খাবারগুলো কেউ খেত না...' অতিথিদের বাসি খাবার খেতে দেন! গোমাংসের পর ফের বিতর্কে জড়ালেন সুদীপা
প্রসঙ্গত ১৯৮৫ সালে সাহেব ছবি দিয়ে কেরিয়ার শুরু করেন রূপালি। এরপর একাধিক সিরিয়ালে কাজ করেছেন। সারাভাই ভার্সেস সারাভাই, অনুপমা, ইত্যাদিতে দেখা গিয়েছে তাঁকে। অংশ নিয়েছিলেন বিগ বসেও। ২০২৪ সালের মে মাসে তিনি বিজেপিতে যোগ দেন।