গত সপ্তাহের শেষের দিকে ফসিলসের কনসার্ট ছিল। আর পছন্দের রকস্টারকে একবার সামনে থেকে দেখার আশায়, তাঁর গানের সুরে আবেগের মহোৎসবে ভেসে যেতে অন্যান্য বহু কনসার্টের মতোই এদিনও বহু কালো জামা ভিড় করেছিল করুণাময়ী সেন্ট্রাল পার্কে। আর সেখানেই এদিন অনুরাগীদের বকা দিলেন বাংলার রকস্টার। কিন্তু কেন?
আরও পড়ুন: ফের ইন্ডিয়ান আইডলের মঞ্চে বাংলা গান শুভজিতের, মন জিতলেন মহেশ ভাটের, জয়ের পূর্বাভাস বাদশার
কী ঘটেছে?
গত শুক্রবার ২২ নভেম্বর করুণাময়ী সেন্ট্রাল পার্কে ছিল ফসিলসের শো। বেঙ্গল বিজনেস কাউন্সিল আয়োজিত এই কনসার্টে ফসিলসের গান শোনার জন্য উপচে পড়ে ভিড়। সামলানো দায় হয়ে যায় সিকিউরিটি গার্ডের পক্ষে। এক প্রত্যক্ষদর্শী হিন্দুস্তান টাইমস বাংলাকে জানান, 'আমি এর আগে কখনও ফসিলসের শো দেখিনি। কোনও ধারণাই ছিল না যে এমন কিছু ঘটতে পারে। কে আগে আসবে, কী সামনে দাঁড়াবে সেটার জন্য দরজা খোলা মাত্রই সবাই ধাক্কাধাক্কি করে ঢুকছিল। ছেলে মেয়ে নির্বিশেষে পাঁচিল টপকে পর্যন্ত ঢোকার চেষ্টা করে। একটা ব্যান্ডকে ঘিরে এত মানুষের যে এত আবেগ, এত ভালোবাসা সেটা না দেখলে বুঝতে পারতাম না।'
ফসিলস অনুরাগীরা এদিন রীতিমত ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন। তখন তাঁদের সামলানোর জন্য নিজেই তাঁদের ধমক দেন রূপম ইসলাম। রূপম এদিন তাঁদের উদ্দেশ্যে বলেন, 'আত্মিকভাবে ধ্বংসাত্মক হয়েও ইতিবাচক হওয়া যায়। এইটুকু যদি বাংলা রকের কাছ থেকে না শিখবে তাহলে আর কী শিখবে? যাঁরা ওইখানে আছ শুধুমাত্র আমি তো দেখলাম এতক্ষণ ধরে কী হচ্ছিল। আমরা তো একটা অনুষ্ঠান করার চেষ্টা করছি, আর সেটা থিতিয়ে যাচ্ছে। থিতিয়ে যাওয়ার জন্য কিন্তু এই অনুষ্ঠানটা নয়। এই অনুষ্ঠানের একটা গতি থাকবার কথা, ঠিক যেমন আমাদের জীবনের একটা গতি থাকে। সেটা থিতিয়ে গেলে কিন্তু খুব মুশকিল কারণ সেখান থেকে পুনুরুদ্ধার করা কঠিন।'
কে কী বলছেন?
এদিন আনন্দবাজারের তরফে এই ভিডিয়ো প্রকাশ্যে আনা মাত্রই অনেকে সেখানে মন্তব্য করেছেন। এক ব্যক্তি লেখেন, 'আপনার এখন অনুরাগী হয়েও বলছি, কিছু মনে করবেন না। আপনি কি জানেন যাঁরা অনুষ্ঠানটা আয়োজন করেছিলেন তাঁদের চরম অব্যবস্থা ছিল? ফসিলসের মতো একটি ব্যান্ড যার গুণমুগ্ধ সব বয়সের মানুষ সেখানে ফ্রি এন্ট্রি দেখিয়ে, কলকাতা জুড়ে প্রমোশন করে তারপর গেট বন্ধ করে দিয়ে যে চূড়ান্ত অসভ্যতা করেছে সেটা আপনার জানার কথা নয়। আমাদের কাছে ভিআইপি পাস থাকা সত্ত্বেও আমাদের ঢুকতে দেওয়া হয়নি। খুব বড় বিপদ হতে পারত ওদিন। আমাদের সামনে সিকিউরিটি গার্ডরা অকথ্য ভাষায় গালাগালি দিয়ে ছোট ছোট ছেলে মেয়েগুলোর দিকে তেড়ে গিয়েছিল। তাই আপনাকে নিরপেক্ষ থাকতে হবে। শ্রদ্ধা কিন্তু উভয়মুখী।'