বাংলা নিউজ > বায়োস্কোপ > জোড়া উপন্যাস নিয়ে পাঠকের দরবারে রূপম ইসলাম

জোড়া উপন্যাস নিয়ে পাঠকের দরবারে রূপম ইসলাম

বই প্রকাশ অনুষ্ঠানে রূপম ইসলাম।

প্রকাশিত হল বাংলার রকস্টার রূপম ইসলামের প্রথম উপন্যাস ' অনামিকা বলে ডাকতে পারি কি তোমায়?'।

প্রকাশিত হল বাংলার রকস্টার রূপম ইসলামের প্রথম উপন্যাস ' অনামিকা বলে ডাকতে পারি কি তোমায়?'। জানিয়ে রাখা ভালো, এই উপন্যাসের সমনামী রূপমের একটি বিখ্যাত গানও আছে। উপন্যাসটি প্রকাশনার দায়িত্ব নিয়েছে দীপ প্রকাশন।সম্প্রতি, প্রেস ক্লাবে একটি সাংবাদিক বৈঠকে বই প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত সাংবাদিক ও লেখক গৌতম ভট্টাচার্য। ছিলেন রূপম ইসলাম এবং দীপ প্রকাশনের তরফে দীপ্তাংশু মণ্ডল।

মূলত দু'টি উপন্যাস নিয়ে বোনা হয়েছে ‘অনামিকা বলে ডাকতে পারি কি তোমায়’ বইটি। প্রথম উপন্যাসের নাম ‘চাঁদনিতে উন্মাদ একজন’। দ্বিতীয় উপন্যাস ‘অনামিকা বলে ডাকতে পারি কি তোমায়’, যে নামে এই বইটির নামকরণ করা হয়েছে। উপন্যাসের মূল চরিত্র ব্রহ্ম ঠাকুর একজন মনোবিদ। এই বইয়ের প্রসঙ্গে বলতে গিয়ে লেখক বলেন, ' মূল চরিত্রের নাম ব্রহ্ম ঠাকুর। একজন মনোবিদ। আবার বেশ রহস্যময়ও বটে। এই চরিত্রকে ঘিরে আবর্তিত হয়েছে গল্প। এই ব্রহ্ম ঠাকুর কখনও অসাধারণ আবার কখনও সাধারণ মানুষ। আবেগপ্রবণ, ভালবাসায় চোখের জল ফেলেন। তবে যেভাবেই হোক জীবনের ছুড়ে দেওয়া চ্যালেঞ্জগুলো জিতে নেন এই মানুষটি।' 

'অনামিকা বলে ডাকতে পারি কি তোমায়?' হাতে রূপম।
'অনামিকা বলে ডাকতে পারি কি তোমায়?' হাতে রূপম।

নিজের বই নিয়ে রূপম আরও বলেন, 'এর আগে আমার সঙ্গীত বিষয়ক চারটে বই প্রকাশিত হয়েছে। একজন সঙ্গীত শিল্পী সঙ্গীত বিষয়ে বই লিখবে সেটাই তো স্বাভাবিক। তবে আমি মনে করি আমার মধ্যে একটা লেখক সত্ত্বা আছে। আমি একটা সুযোগের জন্য অপেক্ষা করছিলাম আমার এই সত্ত্বাকে অন্য একটা খাতে বইয়ে দেওয়ার জন্য। গত বছর একটি বহুল প্রচারিত পূজাবার্ষিকীতে আমার উপন্যাস লেখার সুযোগ আসে। সুযোগটা নিয়ে লিখে ফেলেছিলাম 'চাঁদনিতে উন্মাদ একজন'। কিন্তু সেই উপন্যাসটা খুব একটা বড় হয়নি, তাই এই বইটার জন্যই দ্বিতীয় উপন্যাসটা লিখলাম। তবে এই বইটি কিন্তু একেবারেই সঙ্গীতকে ঘিরে নয়। এই বইয়ের কেন্দ্রে রয়েছে একজন পলাতক মনোবিদ। তাঁর একটা অন্ধকার অতীত আছে। আমি চাই লোকে বইটা পড়ুক। আমায় পরামর্শ দিক যাতে আমি আরও ভাল লিখতে পারি।'

 রূপম আরও জানান তাঁর প্রিয় লেখক সত্যজিৎ রায়, সুনীল গঙ্গোপাধ্যায় এবং হুমায়ূন আহমেদ। মূলত, তাঁর প্রিয় লেখকদের ওপর ভর করেই তিনি উপন্যাস লেখার রসদ খুঁজে পান। নিজের বক্তব্য শেষে তাঁর সংযোজন, 'গৌতম ভট্টাচার্যের লেখারও কিন্তু দারুণ ভক্ত আমি। ছোট থেকে যাঁদের লেখা পড়ে বড় হয়েছি, উনি তাঁদের মধ্যে অন্যতম।'

অন্যদিকে, রূপম ইসলাম সমন্ধে বলতে গিয়ে নির্মেদ, কাটা কাটা ভাষায় গৌতম ভট্টাচার্য বলেন, 'ভীষণ তেজিয়ান, দৃপ্ত এক ব্যক্তিত্ব। অদ্ভুত একটা পজিটিভিটি রয়েছে ওঁর মধ্যে। আর বলতেই হবে রূপমের জনপ্রিয়তার কথা। এককথায় অকল্পনীয়। যেকোনও জায়গায় সব বাধা পেরিয়ে রূপমের জন্য চলে আসতে পারে তাঁর ভক্তরা।' 'রকস্টার'-এর লেখা নিয়েও নিজের সুচিন্তিত মত জানাতে ভোলেননি এই প্রখ্যাত সাংবাদিক-লেখক, 'রূপমের দেখার চোখটাই অন্যরকম। স্বতন্ত্র। রূপমের সেই চোখের তীক্ষ্ণ নজরের উদাহরণ কিন্তু বইটির পরতে পরতে রয়েছে। বলতে চাইছি, ও কিন্তু রোজকার চেনা পথে হেঁটে যাওয়া সেই পথিক নয়, ও সবসময় নিজের জন্য অন্য রাস্তা খুঁজে নিয়েছে। রূপমের গান শুনলে কিংবা ওঁর সঙ্গে কথা বললে যে অন্যরকম ভালো লাগা লাগে, সেই অনুভূতিই এই বইটির দু'মলাটের মধ্যে পাওয়া যাবে।

সুরসাম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের জীবনাবসান নিয়েও শোকজ্ঞাপন করেছেন রূপম ইসলাম। এদিনের অনুষ্ঠানে কেক কাটা হয়। তারই নিজের পুরনো কম্পোজিশন ‘অনামিকা বলে ডাকতে পারি কি তোমায়?’ গানটি নিজের গলায় গেয়ে ওঠেন রূপম। দীপ প্রকাশনার তরফ থেকে দীপ্তাংশু মণ্ডলও জানান অভূতপূর্ব সাড়া মিলেছে।

বায়োস্কোপ খবর

Latest News

ভোটের দিনে দ্বিতীয় মৃত্যু, বুথের কাজ করতে করতেই প্রাণ হারালেন CPIM কর্মী ২০২৪ হনুমান জয়ন্তী ২৩ এপ্রিল পড়ছে শুভ যোগ! অর্থ, প্রেমের ভাগ্যে লাভ ৫ রাশির GTA শিক্ষক নিয়োগ দুর্নীতিতে মুখ পুড়ল রাজ্যের! ডিভিশন বেঞ্চেও মালুম হল ‘গরম’ দুবাইতে বর্ষণের জেরে দেরি, অলিম্পিক্সের যোগ্যতা অর্জন পর্বে নামা হল না দীপকদের ‘‌আমরা দশম তফসিল সংশোধন করব’‌, দলবদল রুখতে তৃণমূলের প্রতিশ্রুতি, খোঁচা বিরোধীদের টর্নেডোয় ৬ কিমি দূরে উড়ে গিয়েছিল আধার কার্ড, সেই নথি দেখিয়েই ভোট দিলেন শিবু রায় ভোট হিংসায় টেক্কা BJP-TMC'র, হাঁসুয়ার কোপ থেকে হাতাহাতির সাক্ষী শীতলকুচি শাহরুখ-গৌরীর ভাড়া বাড়ির গল্প শোনালেন চাঙ্কি, বললেন, ‘ও একটুও বদলায়নি..’ তীব্র গরমে বেআইনি বহুতলে পুনরায় বিদ্যুৎ সংযোগের নির্দেশ, নরম কলকাতা হাইকোর্ট ২৬ বছরের দাম্পত্যে পাননি গর্ভের সন্তান! অপরাজিতা বলছেন, ‘সব পেলে নষ্ট জীবন’

Latest IPL News

লখনউয়ের অধিনায়ক, তবুও মন পড়ে বেঙ্গালুরুতে, জানালেন সুপ্ত ইচ্ছার কথা, ভিডিয়ো PBKS হারলেও নায়ক আশুতোষ, কে এই প্লেয়ার? যাঁর ব্যাটিংয়ে মুগ্ধ সূর্য, বুমরাহরাও স্নায়ুচাপের পরীক্ষা হয়েছে এই ম্যাচে, পঞ্জাব বধের পর বললেন হার্দিক পান্ডিয়া ছন্নছাড়া ক্যাপ্টেন্সি, দেরি হল ফিল্ড সাজাতে, বড় জরিমানার মুখে পড়লেন হার্দিক IPL 2024: ইডেনে এবার সবুজ জার্সি পরে নামছেন কোহলিরা,চাইছেন নিজেদের ভাগ্যও বদলাতে PBKS vs MI: IPL-এর ইতিহাসে এত বছরে যা হয়নি সেটাই হল এবার! ক্যামেরা দেখাল টসের স কাজে এল না আশুতোষ-শশাঙ্কের লড়াই, রোমাঞ্চকর ম্যাচে পঞ্জাবকে ৯ রানে হারাল মুম্বই বুমরাহের ইনসুইং ইয়র্কার বুঝতেই পারলেন না রসউ, উপড়ে গেল দু'টি স্টাম্প- ভিডিয়ো তখন আমি কিছুটা ভয় পেয়ে গিয়েছিলাম- MI vs RR ম্যাচের স্মৃতি ভুলতে পারছেন না রোহিত আমরা চাই ধোনি শেষ বলে ছক্কা মারুক কিন্তু… লখনউয়ের রাস্তায় LSG-র প্রার্থনা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.