বাংলা রক বলতে যে ব্যান্ড বা যে গায়কদের নাম মনে পড়ে তাদের সবার মধ্যে অধিকাংশ মানুষই আগে রূপম ইসলামের নাম করেন। তাঁর বা ফসিলসের শো মানেই যেন আবেগের মহোৎসব। কিন্তু তাও মাঝে মধ্যে তাঁকে কটাক্ষের মুখে পড়তে হয় বইকি। কিন্তু এবার কী কাণ্ড ঘটালেন তিনি?
আরও পড়ুন: পরিচারিকার চ্যাঁচেমেচিতে ছুটে আসেন সইফ! ধস্তাধস্তিতেই আহত হন অভিনেতা, দাবি পুলিশের
কী ঘটেছে?
এদিন একটি ভিডিয়ো দারুণ ভাইরাল হয়েছে যা লক্ষাধিকবার দেখা হয়েছে মাত্র একদিনেই। এই ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে মঞ্চের উপর কালো পোশাকে দাঁড়িয়ে আছেন রূপম। থুড়ি, দাঁড়িয়ে নেই নাচছেন। কখনও মাথা ঝাঁকাচ্ছেন। কখনও আবার মাইক ধরে গোল করে ঘুরছেন, তো কখনও আবার অন্য কোনও স্টেপ। তাঁর এই বছর ভিডিয়ো এদিন এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, 'রূপম ইসলাম অন ফায়ার।' সেখান থেকেই জানা যায় এই ভিডিয়ো ফসিলসের রানাঘাটের শোয়ের। আর সেই ভিডিয়ো দেখেই হেসে কূলকিনারা পাচ্ছেন না নেটিজেনরা।
কে কী বলছেন?
এক ব্যক্তি লেখেন, 'নেশাটা একটু বেশি হয়ে গেছিল মনে হচ্ছে।' কেউ আবার লেখেন, 'মাটিতেই আছেন না আকাশে উঠে গেছেন?' তৃতীয় ব্যক্তি লেখেন, 'তার কেটে গেছে মনে হচ্ছে।' চতুর্থ ব্যক্তি লেখেন, 'নেশা করার পর লুম্বিনী হোটেলের রুমে লালমোহন বাবু।' যদিও কেউ কেউ আবার রূপমকে সমর্থন করেছেন। এক ব্যক্তি লেখেন, 'রক ঘরানা সম্পর্কে আইডিয়া আছে? এটা এ যুগের না, ৬০ দশক থেকে চলে আসছে। না জানলে জানুন কিন্তু যা জানি না তা অবান্তর এবং অকারণ কাউকে মাতাল বলে দাগিয়ে দেওয়া সুস্থতার লক্ষণ নয়।' আরেকজন লেখেন, 'বিদেশি গায়করা করলে ঠিক আছে। আর বাংলার কেউ করলেই দোষ?'
আরও পড়ুন: ঝাঁসিতে বর্ডার ২-র শ্যুটিং শুরু বরুণের! কবে মুক্তি পাচ্ছে সানি, দিলজিৎদের ছবি?
প্রসঙ্গত কিছুদিন আগেই একটি শোতে রূপম ইসলাম শ্রোতাদের তাঁর শোতে মাদক খেতে নিষেদ করেছিলেন। সেই ভিডিয়ো দারুণ ভাইরাল হয়। সেখানে রকস্টার বলেন, 'এই মাঠে যখন আমি পারফর্ম করব, যদি আর করি এখানে একজনও মাদক দ্রব্য সেবন করবে না। একজনও গাঁজা খাবে না। ঔষধি পরমাওষধি খাবে না। মদ্যপান করবে না। মুখে যদি গন্ধ পাওয়া যায় এই মাঠে তাকে ঢুকতে দেওয়া যাবে না। যারা এই ধোঁয়া ওড়াচ্ছ, যে ধোঁয়ায় আমি আহত হই, আমার মস্তিষ্ক বিকৃত হয়, আমি অসুস্থ হয়ে পড়ি। সেই ধোঁয়াকে আমি আর আমার কাছে ঘেঁষতে দেব না।'