বাংলা নিউজ > বায়োস্কোপ > Rupam on Arijit:'সাধারণ মানুষ যে পথ নেবে, আমরাও...', সঙ্গীতশিল্পীদের প্রতিবাদ মিছিলে নেমে 'বন্ধু' অরিজিৎকে সমর্থন রূপমের

Rupam on Arijit:'সাধারণ মানুষ যে পথ নেবে, আমরাও...', সঙ্গীতশিল্পীদের প্রতিবাদ মিছিলে নেমে 'বন্ধু' অরিজিৎকে সমর্থন রূপমের

'বন্ধু' অরিজিৎকে সমর্থন রূপমের

Rupam on Arijit: গত সোমবার, ১৯ অগস্ট কলকাতার রাজপথে নেমেছিলেন সঙ্গীত শিল্পীরা। আর সেই মিছিলে পা মিলিয়েই কী জানালেন রূপম ইসলাম?

গত ১৯ অগস্ট কলকাতার সমস্ত সঙ্গীত শিল্পীরা একটি প্রতিবাদ মিছিলের ডাক দেন। তাতে অংশ নেন রূপম ইসলামও। তাঁকে অনুপম রায়ের সঙ্গে মিছিলে হাঁটতে দেখা যায়। এরপরই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে টেনে আনেন অরিজিৎ সিংয়ের একটি বক্তব্যকে। কী জানালেন তারপর বাংলার রকস্টার?

আরও পড়ুন: ব্যাটারি চালিত মোমবাতি হাতে আগুনের পরশমণি! কলকাতার গায়কদের প্রতিবাদ মিছিলের 'টার্মস অ্যান্ড কন্ডিশন' দেখে হেসে খুন সবাই

আরও পড়ুন: বিতর্ক উপেক্ষা করে পথে নামলেন ইমন - মনোময় - অনুপম - রূপমরা, কৌশিকী বললেন, 'রাতে কাজ পড়লে যাব না?'

অরিজিতের কথা টেনে কী জানালেন রূপম ইসলাম?

রূপম ইসলাম এদিন মিছিল থেকে নিজের বক্তব্য রাখতে গিয়ে টেনে আনেন অরিজিৎ সিংয়ের একটি টুইটের প্রসঙ্গ। সেই টুইটে অরিজিৎ সিং লিখেছিলেন 'এক সপ্তাহের মধ্যে জাস্টিস না পেলে রাস্তায় নামব। প্লিজ আমাকে যা বোঝানোর আগেই বুঝিয়ে দিন। একবার রাস্তায় নামলে আর কিছুই বুঝব না।' এদিন সেই কথা মনে করিয়ে রূপম ইসলাম বলেন, 'যেমন অরিজিৎ বলছে, অরিজিৎ আমার বন্ধুস্থানীয় একজন বিখ্যাত গায়ক। সে বলেছে যে আমি ৬ থেকে ৭ দিন অপেক্ষা করব। তারপর আমি রাস্তায় নামব। মানুষ কিন্তু এই দাবিকে সমর্থন করছেন। এই কথাকে। রাস্তায় নেমে এসে কী করবে সে কিন্তু বলেনি। সে নিজেও জানে না। আমরা জানি না এরপর আমাদের কোন পথ নিতে হবে। বা কী করতে হবে। কিন্তু মানুষ যে পথ নেবে, সামগ্রিক সমাজের অংশ হিসেবে আমরাও সেই পথ নেব।' প্রসঙ্গত রূপম অরিজিতের যে টুইটকে উদ্ধৃত করেছেন  সেটা নিয়ে অনেকেরই মত পার্থক্য আছে। কারও মতে গায়ক ওটা পোস্ট করেননি, কারও আবার দাবি প্রোফাইল প্রাইভেট করে দিয়েছেন তিনি। এই টুইটের সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।

আরও পড়ুন: 'ঠিক চিনতে পারছি না', সারেগামাপায় ছিলেন সহপ্রতিযোগী, মমতার মিছিলে পা মেলাতেই TMC বিধায়ক অদিতিকে বিদ্রুপ সৌম্যর!

আরও পড়ুন: 'না মানে না, হ্যাঁ মানে...' ভাইরাল প্রতিবাদী মিছিলের স্লোগান, সমর্থন করে কী বলছেন মেয়েরা?

গায়কদের মিছিল

সঙ্গীত শিল্পীদের এই মিছিলে পা মিলিয়েছেন অন্বেষা দত্ত, মনোময় ভট্টাচার্য, পটা, অনুপম রায়, রূপম ইসলাম, লগ্নজিতা চক্রবর্তী প্রমুখ। কৌশিকী চক্রবর্তী, লগ্নজিতা চক্রবর্তী, মনোময় ভট্টাচার্যকে সামনের সারিতে দাঁড়িয়ে We want justice স্লোগান তুলতে দেখা যায়। সকলেরই হাতে ধরা ব্যাটারি চালিত মোমবাতি। ছিলেন শুভমিতা, শিলাজিৎ মজুমদার, উজ্জয়িনী, প্রমুখের মতো শিল্পীরাও। নব নালন্দা থেকে শুরু করে গোলপার্ক পর্যন্ত চলে এই মিছিল।

বায়োস্কোপ খবর

Latest News

ছোট্ট মেয়েদের পাত পেড়ে খাওয়ালেন, দিলেন ১০টাকার নোট, কন্যা পুজো করলেন অঙ্কিতা দলীপ ও ইরানির মঞ্চে পরপর ৩টি শতরান! ভারতীয় দলে শিকে ছিঁড়বে? কী ভাবছেন ঈশ্বরন? ভারতের বিপদ হতে হবে না মলদ্বীপ! প্যাঁচে পড়তেই সুর নরম চিনের ‘বন্ধু’ মুইজ্জুর? 'অভিযুক্ত মুসলমান বলে মমতার ভোটব্যাঙ্ক বাঁচাতে পুলিশ তাকে বাঁচানোর চেষ্টা করছে' দশমীতে লাক, দীপবলিতে ডবল লাক! শনির ঘরবদলে ৪ রাশির ভাগ্য বদলাবে ‘উৎসবে না উৎ-শবে?’! লাল-সাদা পঞ্জাবিতে দুর্গা পুজোয় ঢাক বাজাচ্ছে সায়ন, হল ট্রোল জয়শংকরের ফ্যান পাকিস্তানও? সরকার-বিরোধী বিক্ষোভে ‘আমন্ত্রণ’ ইমরানের দলের, বিতর্ক কোনও সুপারস্টার নন, ডু'প্লেসিদের প্রথমবার CPL চ্যাম্পিয়ন করালেন আমেরিকার ব্যাটার ‘জুনিয়র ডাক্তারদের বায়ো টয়লেট তুলে নেওয়া হয়েছে, এদিকে পুলিশের বায়ো টয়লেট রয়েছে’ IPL রিটেনশনে মায়াঙ্ক-নীতীশের দাম ছুঁল ১১ কোটি! জাতীয় দলে খেলা শাপ নাকি বর হবে?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.