রোজকার তুমুল ব্যস্ততা, তাই তারই ফাঁকে অল্প বিস্তর সময় পেলেই একটু বেড়িয়ে আসা। এটাই আজকাল বেশিরভাগ তারকার রুটিন হয়ে দাঁড়িয়েছে। এই যেমনটা ব্যস্ততার ফাঁকে সময় বের করে স্ত্রী, ছেলে ও কাছের মানুষের সঙ্গে বেড়াতে চলে গিয়েছিলেন সঙ্গীতশিল্পী রূপম ইসলাম। গন্তব্য ছিল পাহাড়।
শুক্রবার নিজের ইনস্টাগ্রামের পাতায় বোন চিনির হাত ধরে পাহাড়ি রাস্তায় ছেলে রূপের ঘুরে বেড়ানোর এক টুকরো ভিডিয়ো পোস্ট করেছেন রূপসা দাশগুপ্ত। প্রসঙ্গত, চিনি হল রূপমের টিমের এক সদস্যের মেয়ে। ভিডিয়োটি পোস্ট করে রূপসা ক্যাপশানে লিখেছেন, 'জানলা খলে দাও…রূপ ও চিনি বাইরের জগৎকে অন্বেষণ করছে।' ভিডিয়োর সঙ্গে ব্যাকগ্রাউন্ডে জুড়ে দেওয়া হয়েছে রূপমেরই গাওয়া ‘জানলা’ গানটি। ‘জানলা খুলে দাও’ সেই জনপ্রিয় গানেরই মাঝের একটা লাইন। গানের লাইন গুলি হল, ‘জানলা খুলে দাও/ বাইরে তাকাও/ যে ডাকে তোমাকে, তাকে আপন করে নাও/ জানলা খুলে দাও।’
আরও পড়ুন-মেঘালয় ঘুরে গুয়াহাটিতে, গলায় গাঁদার মালা! কামাখ্যায় পুজো দিলেন স্বর্ণেন্দু-শ্রুতি
প্রসঙ্গত, কয়েকদিন আগে উত্তরবঙ্গে শো করতে গিয়েছিলেন রূপম ইসলাম। শিলিগুড়িতে শো করার কথা ছিল তাঁদের। যদিও শেষ মুহূর্তে শোটি ক্যানসেল হয়। হতেই পারে শোয়ের ফাঁকেই হয়তবা তাঁরা বেড়াতে চলে গিয়েছিলেন। যদিও এটা উত্তরবঙ্গেরই ভিডিয়ো কিনা তা রূপসার পোস্টে স্পষ্ট করে কিছু লেখা নেই।
প্রসঙ্গত রূপম ইসলাম ও রূপসা দাশগুপ্তের ছেলের পুরো নাম রূপ আরোহণ প্রমিথিউস। তবে বাড়িতে তাকে রূপ বলেই ডাকা হয়। রূপের বয়স এখন বছর ১৩।
গানের ব্যস্ততা ছাড়াও সম্প্রতি রূপমের লেখালিখির ব্যস্ততা রয়েছে। সম্প্রতি প্রকাশিত হয়েছে কল্প বিজ্ঞানের উপর লেখা ‘ব্রহ্ম ঠাকুর’ নিয়ে রূপমের নতুন উপন্যাস ‘শব্দ ব্রহ্ম দ্রুম’। সম্প্রতি বই আকারে প্রকাশিত হয়েছে এই উপন্যাসটি। এর আগে জন্মদিনে Hindustan Times Bangla-কে দেওয়া সাক্ষাৎকারে এই উপন্যাসটি বই আকারে প্রকাশিত হওয়ার খবর জানিয়েছিলেন রূপম।