কদিন আগেই সিপিএম নেতা শতরূপ ঘোষ-কে নিজের তালুতে থাকা ‘ইঁদুর’ বলেছিলেন তৃণমূলের কুণাল ঘোষ। যার জবাবে আবার বামনেতা পাশে থাকা খাঁচার মধ্যে আটক খরগোশের নাম কুণাল রেখেছিলেন। রাজনৈতিক মহলে, এরকম তরজা কিছু নতুন নয়। একে-অপরকে কটাক্ষ করতে, নানা ধরনের বিশ্লেষণ তাঁরা করেই থাকেন। তবে কুণালকে নিয়ে শতরূপের কিছু কথা, বলা ভালো কথা বলার ধরণের প্রশংসা না করে পারলেন না গায়ক রূপম ইসলামের স্ত্রী রূপসা দাশগুপ্ত।
রূপসা নিজের মন্তব্য প্রকাশ করেন সোশ্যাল মিডিয়াতে প্রায়শই। রাখঢাক না করেই, নিজের মনের কথা তুলে ধরেন। এবার একটা ভিডিয়ো শেয়ার করলেন, যেখানে শতরূপ বলছেন, কুণালকে খরগোশ বলায় নাকি, তার উপর রেগে গিয়েছে খরগোস অ্যাসোসিয়েশন। শুধু তাই নয়, মানহানির মামলাও করবে বলেছে! আর এই পুরো ব্যাঙ্গাত্মক মন্তব্যটাই বেশ সিরিয়াস মুখে করেন শতরূপ। যদিও নেটপাড়া হেসেই অস্থির।
আরও পড়ুন: ইঁদুরের নাম ‘শতরূপ’ রাখলেন কুণাল, খাঁচাবন্দী খোরগোশকে ‘কুণাল’ বলে ডাকলেন শতরূপ
আর রূপসা সেই ভিডিয়ো শেয়ার করে লিখলেন, ‘এই ধরনের বুদ্ধিমান রাজনীতি আমি পছন্দ করি।’
‘কোনো দলের হয়ে এই ভিডিয়ো শেয়ার করা নয়। শুধুমাত্র হাস্যরসের জন্য শেয়ার করছি যা আজকের রাজনীতি থেকে হারিয়ে গিয়েছে। আমার মনে আছে যখন আমাদের নিউজ চ্যানেল ছিল, তখন রাজনীতিবিদদের মধ্যে বিতর্কগুলি আকর্ষণীয়, স্বাস্থ্যকর এবং প্রত্যেকেরই বোধগম্য হত। সেই দিনগুলিতে কোনও টম-ডিক-হ্যারি এসে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করত না। এবং একটি স্টুডিওতে বসে ফুসফুস বেরিয়ে আসবে, এভাবে চিৎকারও করত না। আজকাল নিউজ চ্যানেলগুলিতে এই যে রাজনীতিবিদদের আনা হয়, এগুলোর কোনো অর্থই হয় না।’
আরও পড়ুন: সবাই বলে জয়া বচ্চন নাকি ‘রাগি আন্টি’! কঙ্গনা বললেন, ‘তিনি বয়সে বড়, যদি কিছু…’
কুণাল আর শতরূপের এবারের সংঘাত কলতানকে নিয়ে। অডিয়ো-ষড়যন্ত্রের অভিযোগে বামেদের যুবনেতা কলতান দাশগুপ্ত গ্রেফতার হয়েছেন বিধাননগর পুলিশের হাতে। জুনিয়র চিকিৎসকদের ধর্নায় হামলা চালানোর ষড়যন্ত্র হয়েছিল বামেদের তরফে, এমন অভিযোগ প্রথমে সামনে এনেছিলেন কুণালই। একটি অডিয়ো রেকর্ডিংও সামনে আনেন তিনি। যদিও তা কোথা থেকে পাওয়া গেল জানাননি। এদিকে, আদালত কলতানকে সাতদিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।
আরও পড়ুন: ‘আপনার অভিনয়ের গুণমুগ্ধ, কিন্তু আপনি ভাবেন কী বলুন তো?’! এবার কুণালের নিশানায় সুদীপ্তা
আর এতে, শতরূপ জানিয়েছিলেন, ‘কুণাল ঘোষ সারদা চিটিংবাজির জন্য জেল খেটেছেন। জাল অডিয়ো কাণ্ডের জন্যও ওঁর পেটে জেলের ভাত ঢোকাব আমরা।’ তারপরই শুরু হয়, এই ইঁদুর আর খরগোশ কাণ্ড।