৭০ বছরে পা দিলেন জয় গোস্বামী। কবির জন্মদিনে তাঁর জন্য একটি বিশেষ শুভেচ্ছা বার্তা লিখলেন রূপম ইসলাম। স্মৃতি হাতড়ে কবির সঙ্গে কাটানো একটি বিশেষ মুহূর্তের কথা মনে করলেন রকস্টার। জানালেন তিনি তাঁর এই নবীন পাঠককে অটোগ্রাফ দিতে গিয়ে নিজের নামটাই ভুলে গিয়েছিলেন। আর কী লিখলেন?
আরও পড়ুন: 'যতবার একদিনে দুজনের সিনেমা রিলিজ করেছে আবিরের ছবি বেশি ব্যবসা করেছে দেবের থেকে', দাবি রানার!
জয় গোস্বামীর জন্মদিনে কী লিখলেন রূপম ইসলাম?
এদিন রূপম ইসলাম তাঁর এবং জয় গোস্বামীর একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে কবি সাদা পাঞ্জাবি, পায়জামার উপর খয়েরি সোয়েটার পরে আছেন। মাথায় টুপি। রকস্টারের পরনে কালো পোশাক। রূপম একটি বইতে অটোগ্রাফ দিচ্ছেন যেটি ধরে আছেন কবি।
আরও পড়ুন: আন্দাজ আপনা আপনার ৩০ বছর! বক্স অফিসে ছবির ভরাডুবি নিয়ে আমির বলেন, 'কেউ তখন জানতই না যে...'
এই ছবিটি পোস্ট করে গায়ক লেখেন, 'আমি জীবনে কত যে অটোগ্রাফ দিয়েছি তার ইয়ত্তা নেই। মাত্র একবারই আমি অটোগ্রাফ দিতে গিয়ে নিজের নাম ভুলে গেছিলাম। সেটি দিতে হয়েছিল আমার একজন ‘নবীন’ পাঠকের আবদারে। সদা-নবীন এই মানুষের নাম — জয় গোস্বামী! তিনি এসে সই চাইলে নিজের নাম ভুলব না? জয়দার জন্মদিন আজ। তাঁকে সশ্রদ্ধ প্রণাম। আমার গায়ক এবং লেখক জীবন— দুটিকেই বিভিন্নভাবে অনুপ্রাণিত করেছেন তিনি। আমার লেখা প্রথম কবিতার বই পড়ে বলেছিলেন — ‘প্রতি বছর অথবা প্রতি দু’বছরে একটি কবিতার বই আপনি বার করবেন। আমি সে বই পড়বার জন্য বেঁচে থাকব।'
আরও পড়ুন: পুরুষাঙ্গে কিলবিল করছে সাপ! জুনিয়র ডাক্তারদের আয়োজিত গ্যালারির আঁকা দেখে ছিছি নেটপাড়ায়
তিনি এদিন আরও লেখেন, 'জয়দাকে জানাই — আমার দ্বিতীয় কবিতার বই ‘নীলাভ এক, নিদ্রাবন্দর’ প্রকাশিত হবে খুব তাড়াতাড়ি। আপনার জন্য প্রথম কপি নিয়ে আমি চলে আসব আগেরবারের মতোই। আর আজকের দিনটার জন্য অনেক শুভেচ্ছা। শুভ হোক সব কিছু।'