'অনুরাগের ছোঁয়া'র লাবণ্য সেনগুপ্ত তিনি। এই নামেই তাঁর জনপ্রিয়তা। রূপাঞ্জনা মিত্রর মন ছুঁয়ে যাওয়া অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। জনপ্রিয় এই ধারাবাহিকে তিনি নায়কের মা, আবার সেনগুপ্ত পরিবারের দুই বাচ্চার 'ঠাম্মি' তিনি। তবে এবার নিজের প্রিয় সেই টেলিপরিবার থেকে বিদায় নিতে চলেছেন 'লাবণ্য' ওরফে অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র।
'অনুরাগের ছোঁয়া'র শ্যুটিংয়ের শেষদিনের নানান মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিয়ে খোলা চিঠিতে রূপাঞ্জনা লিখেছেন, ‘লাবণ্য সেনগুপ্তকে আন্তরে রেখে এই চরিত্রটাকে বিদায় জানাচ্ছি। টানা ৩ বছর সুন্দরভাবে এই চরিত্রটির মাধ্যমে বেঁছে ছিলাম। লাবণ্য সেনগুপ্ত হয়েই শ্বাস নিয়েছি। তবে এবার চরিত্রটিকে বিদায় জানানোর সময় এসেছে। লাবণ্য শুধু একটা চরিত্র নয়, এটা আমার জীবনের একটা অংশ হয়ে উঠেছিল। এই সময়টাতে লাবণ্য হয়েই আমি হেসেছি, কেঁদেছি, লড়াই করেছি, বড় হয়েছি। শুধু একজন অভিনেতা হিসেবে নয় একজন ব্যক্তি হিসেবেও।'
অভিনেত্রী আরও লেখেন, ‘লাবণ্যকে যাঁরা দেখেছেন, যাঁরা ওকে সমর্থন করেছেন, ভালোবাসা দিয়ে আলিঙ্গন করেছেন, তাঁদের প্রত্যেককে ধন্যবাদ। আপনাদের ভালোবাসার উষ্ণতাতেই এই চরিত্রটি জীবন্ত হয়ে উঠেছিল। আপনাদের এমন ভালোবাসা আমার কাছে উপহার, আমি সবসময় এটা মনে রাখব।’
আরও পড়ুন-অন্যত্র বিয়ে হয়েছে প্রিয়াঙ্কার, এদিকে তার প্রেমেই হাবুডুবু সোহম, টলিপাড়ায় ফের নতুন রসায়ন!
আরও পড়ুন-কুমার শানুর ছোটবেলার বন্ধু আর নেই, গ্রহণ করেন ইসলাম, পচাগলা দেহ উদ্ধার মণি কিশোরের
তিনি আরও লেখেন, ‘যখন আমি এই চরিত্রটিকে বিদায় জানাচ্ছি, তখন আমি আমার সঙ্গে এই চরিত্রটিকে ধারণ করে চলেছি। এই চরিত্রটির সঙ্গেই আমার অনেক স্মৃতি রয়েছে। আশারাখি চরিত্রটি সবসময়ের জন্য আপনাদের হৃদ স্পর্শ করে থাকবে। আমাকে আপনাদের প্রিয় লাবণ্য হতে দেওয়ার জন্যও ধন্যবাদ। লাবণ্য মতো চরিত্র চিরকাল আমার আত্মার সঙ্গে জুড়ে থাকবে।’ সবশেষে লিখেছেন, 'কৃতজ্ঞতা এবং ভালবাসার সহ রূপাঞ্জনা।
জনপ্রিয় 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকটি ১০ বছরের লিপ নিতে চলেছে। জানা যাচ্ছে, নতুন অনুরাগের ছোঁয়ায়, সূূর্য-দীপার মেনে সোনা-রূপাকেও অনেক বড় হয়ে যেতে দেখা যাবে। এক ধাক্কায় বেশ অনেকটা এগিয়ে যাবে ধারাবাহিকের গল্প। আর স্বভাবতই মৃত্যু হবে তাঁদের 'ঠাম্মি' লাবণ্যর। আর সেই কারণেই বিদায় নিতে হচ্ছে রূপাঞ্জনাকে।