১৯ এপ্রিল বিয়ের পিঁড়িতে বসেছিলেন রূপাঞ্জনা মিত্র ও রাতুল মুখোপাধ্যায়। বিয়ের পর থেকেই দাম্পত্যের নানা ঝলক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অভিনেত্রী। তবে রবিবার রাতে দিলেন দুঃসংবাদ। বিয়ের ৪ মাস হওয়ার আগেই হারালেন স্বজনকে।
পোষ্য সারমেয়র মৃত্যুর খবর শেয়ার করে নিয়ে রূপাঞ্জনা লিখলেন, ‘আমার প্রিয় প্যারিসকে বিদায় জানালাম, যে ১৫ বছর ধরে আমার পাশে ছিল। সে শুধুমাত্র একজন পোষ্যর চেয়েও অনেক বেশি ছিল; সে আমার অবিরাম সহচর ছিল, সর্বদা নিঃশর্ত ভালোবাসা এবং আনুগত্যের সঙ্গে আমার পাশে ছিল। প্যারিস, আমার মিষ্টি পগ, আপনাকে শব্দ দিয়ে বুঝিয়ে বলা সম্ভব নয়। তুমি আমার জীবনে যে আনন্দ এবং স্মৃতি এনেছ, তা চিরকাল আমার সঙ্গে থাকবে। শান্তিতে বিশ্রাম করো, আমার প্রিয় ছোট বন্ধু… আমি তোমাকে সীমাহীন ভালোবাসি!! যতক্ষণ না আমরা আবার দেখা করি!!’ সারমেয়টির ভালো নাম প্যারিস আর ডাক নাম ছিল ফুন্টুবালা।
আরও পড়ুন: ‘সঙ্গীত শিল্পী দিনের পর দিন…’! আরজি কর কাণ্ডের পর নাম না করে কবীর সুমনকে আক্রমণ
দেখুন রূপাঞ্জনার পোস্ট-
বিয়ের আগে প্রায় ৬ বছর সহবাস সম্পর্কে ছিলেন রাতুল আর রূপাঞ্জনা। ছেলে রিয়ানের সম্মতিতেই এই সম্পর্কে জড়ান দুজনে। বাবার ভালোবাসা দিয়েই ছোট্ট রিয়ানকে আগলে রাখেন রাতুলও। বাবা-ছেলের ইকুয়েশন তারিয়ে তারিয়ে উপভোগ করেন রূপাঞ্জনাও।
আরও পড়ুন: ‘সহ্য করতেই হবে…’, জুলাইতে ঐশ্বর্যকে ডিভোর্স? আঙুল দেখিয়ে যা বললেন অভিষেক বচ্চন
প্রসঙ্গত, এর আগেও ভালোবেসা এসেছিল রূপাঞ্জনার জীবনে। অল্প বয়সেই ভালোবেসে বিয়ে করেছিলেন রেজাউল হককে। ভিনধর্মে করা সেই বিয়ে সুখের হয়নি। তিনি যখন অন্তঃসত্ত্বা, তখনই এই সম্পর্কে চিড় ধরে। সেই অবস্থাতেই সংসার ছেড়ে বেরিয়ে আসেন। এরপর প্রেগন্যান্সি থেকে ডেলিভারি, সদ্যোজাত ছেলেকে বড় করা, সবটা সামলেছেন একাই। কাজ সামলেই একা মা হয়ে বড় করতে থাকেন রিয়ানকে। এরপরই জীবনে খোলা হওয়া হয়ে প্রবেশ রাতুলের। আগলে রেখেছেন সুন্দর করে সবটা দুজনে।
আরও পড়ুন: বৃষ্টিতে ক্যাটরিনার কে বিউটি-র আইলাইনার পরতেই…! ভাইরাল ভিডিয়ো, বাজে প্রোডাক্ট?
কাজের সূত্রে, রাতুল-রূপাঞ্জনার সিনেমা 'কালিয়াচক চ্যাপ্টার ১' মুক্তি পেয়েছে কয়েকদিন আগেই। ২ অগস্ট মুক্তি পাওয়ার পর দর্শক থেকে শুরু করে চলচ্চিত্র সমালোচক, সকলের থেকে প্রশংসা পেয়েছে এই সিনেমা। রাতুল মুখোপাধ্যায় পরিচালনা করেছেন এই ক্রাইম থ্রিলারটির। রূপাঞ্জনা ছাড়াও অনেক নতুন মুখ রয়েছে এই সিনেমাতে। অসীম, পার্থসারথী, দেবপ্রসাদ হালদার, দেবপ্রতীম দাশগুপ্ত, প্রতীশ ঘোষ প্রমুখ দেখা গিয়েছে 'কালিয়াচক চ্যাপ্টার ১'-এ।