৬ বছর আগে, ভালোবেসে পরস্পরের হাত ধরেছিলেন রাতুল-রূপাঞ্জনা। অবশেষে ১৯ এপ্রিল প্রজাপতি ঋষির আর্শীবাদ নিয়ে, অগ্নিসাক্ষী করে সাতপাকে বাঁধা পড়েন রাতুল-রূপাঞ্জনার। বিয়ের পর্ব তো মিটেছে, এবার মধুচন্দ্রিমার পালা। ছেলেকে সাক্ষী রেখে বিয়ে করেছিলেন, এবার রিয়ানকে নিয়েই রাতুলের সঙ্গে কাশ্মীর ট্রিপে গিয়েছেন অনুরাগের ছোঁয়ার ‘লাবণ্য’।
দিব্যি কাটছে মধুচন্দ্রিমা। কখনও বরফে ঢাকা পাহাড়ে ট্রেকিং, কখনও আবার ডাল লেকে শিকারা চড়া। ছেলেকে নিয়েই স্বামীর সঙ্গে ভূস্বর্গে মধুচন্দ্রিমার নানান মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। এবার খানিকটা বলিউডি ফিল্মি কায়দায় ধরা দিলেন রাতুল-রূপাঞ্জনা। তুষার ঘেরা পাহাড়ের সামনে হাঁটু গেড়ে বসে রূপাঞ্জনাকে আরও একবার প্রেম নিবেদন করলেন রাতুল। বরের কাণ্ড দেখে ‘নতুন বউ’ রূপাঞ্জনা তখন অভিভূত। ফিল্মি কায়দায় তৈরি রাতুল-রূপাঞ্জনার এই মুহূর্তটি ক্যামেরাবন্দি হল। আর ব্যাকগ্রাউন্ডে তখন বাজল, ‘ও সজনি রে, ক্যায়সে কাটে দিনরাত…’।
এখন প্রশ্ন রাতুল-রূপাঞ্জনা যখন এভাবে রোম্যান্টিক হয়ে ধরা দিচ্ছিলেন, তখন তাঁদের সেই মুহূর্তটি লেন্সবন্দি করেছে কে? তবে কি রিয়ানই তাঁদের এই ভডিয়োটি তুলে শ্যুট করেছে? নাহ সেকথা অবশ্য অভিনেত্রী বা রাতুল কেউই খোলসা হয়নি। তবে নেটনাগরিকদের ধারণা মায়ের সঙ্গে সৎ বাবার এই ভিডিয়ো ক্যামেরাবন্দি করেছেন ছেলে রিয়ান। ভিডিয়োর নিচে নেটনাগরিকদের কমেন্টের বন্যা বয়ে গিয়েছে।
প্রসঙ্গত, রূপাঞ্জনা আগেই জানিয়েছিলেন, ভ্যাপসা গরম থেকে রেহাই পেতে পাহাড়ে ঘুরতে যাওয়ার ইচ্ছে রয়েছে তাঁদের। সেইমতো ব্যাগ-পত্তর গুছিয়ে সোজা কাশ্মীরে পৌঁছেগিয়েছেন রাতুল-রূপাঞ্জনা। ভূ-স্বর্গে যাওয়ার আগে রীতিমতো চুল কেটে, রং করে নতুন লুকে ধরা দেন, টেলিপর্দার লাবণ্য। তবে তা নিয়েও কিছু কম ট্রোলিং হয়নি।
ট্রোলাররা ৪৩ বছর বয়সী নায়িকাকে ‘বুড়ি’ তকমা দিয়েছেন ৬ বছরের ছোট রাতুলের হাত ধরার জন্য। রাতুল-রূপাঞ্জনার মধুচন্দ্রিমার ছবিতে এক নেটিজেন কটাক্ষ করে লেখেন, ‘সফল, স্বাধীনচেতা মা তাঁর দুই সন্তানকে নিয়ে ছুটি এনজয় করছে’। এই ধরণের অসংবেদনশীল ট্রোলের কড়া জবাব দেন রাতুল। তিবি পালটা লেখেন, ‘আপনাকে অনেক অভিনন্দন এই মন্তব্য করে কয়েক মাইক্রোসেকেন্ডের যশ পাওয়ার জন্য। ভগবান আপনার মঙ্গল করুন, এবং আপনার ৮০০ জন ফলোয়ারের’।
তবে কোনওদিনই নেতিবাচকতাকে পাত্তা দিতে না-রাজ রূপাঞ্জনা-রাতুল। নতুন দাম্পত্যের স্বাদ চেটেপুটে নিচ্ছেন দুজনেই। দুৃ-জনের বয়সের পার্থক্য নিয়ে কুরুচিকর ট্রোল সম্পর্কে রূপাঞ্জনা এর আগেই HT Bangla-কে বলেছেন, ‘এটা নিয়ে কী বলব! এটা কিছু শ্রেণির মানসিকতা। তাই কিছু লোকজন এটা নিয়ে আলোচনা করেন, ভাবেন। সবার কথায় কান দিলে কি চলে?'