আরজি কর কাণ্ড বিয়ে যখন উত্তাল রাজ্য ঠিক তখনই টলিউডের একাধিক ব্যক্তির নামে বেশ কিছু অভিযোগ উঠেছে। আর তাঁদেরই অন্যতম হলেন অরিন্দম শীল। যৌন হেনস্থার অভিযোগে আসতেই তাঁকে সাসপেন্ড করেছে ডিরেক্টরস গিল্ড। এবার এই বিষয়ে মুখ খুললেন রূপাঞ্জনা মিত্র। প্রসঙ্গত তিনিই প্রথম অরিন্দম শীলের বিরুদ্ধে যৌন হেনস্থা করার অভিযোগ তুলেছিলেন।
আরও পড়ুন: হাসপাতালে নামের ফলক নিয়ে দেবের নিন্দা কুণালের, 'উনি অপপ্রচার চালাচ্ছেন' পাল্টা জবাব অভিনেতার
কী জানালেন রূপাঞ্জনা মিত্র?
এদিন আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে রূপাঞ্জনা অরিন্দম শীলের সাসপেনশনের ব্যাপারে বলেন, 'গত রাতে প্রমাণিত হয়ে গেল চার বছর আগে আমিই ঠিক ছিলাম। আমার মনের জোর অনেক বেড়ে গিয়েছে। দরকার হলে আবার লড়াইয়ে নামব।'
কিন্তু কেন অরিন্দম শীলকে সাসপেন্ড করা হল? সম্প্রতি এক অভিনেত্রী মহিলা কমিশনের কাছে অরিন্দম শীলের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। যদিও এটা প্রথমবার নয়। এর আগেও তাঁর বিরুদ্ধে একাধিক যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল। এমনকি রূপাঞ্জনা মিত্র নিজেই ২০২০ সালে জানান যে সেই বছর জানুয়ারিতে তবে স্ক্রিপ্ট পড়ে শোনানোর ভান করে পরিচালক তাঁরই অফিসে অভিনেত্রীর সঙ্গে অশালীন আচরণ করেন। ঘনিষ্ট ভাবে আলিঙ্গন করেন। করেন কদর্য ইঙ্গিতও। কিন্তু এত অভিযোগ থাকা সত্বেও এত সময় লাগল কেন বিচার পেতে? রূপাঞ্জনা জানান, 'সবটাই সময়ের উপর নির্ভরশীল। করোনার পর থেকেই নানা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে জীবন এগোচ্ছে। লড়াই করেই বাঁচতে হবে, আর উপায় নেই। আরজি করের নির্যাতিতার মৃত্যুর সবাই কাঁদিয়ে নারীশক্তির বিস্ফোরণ ঘটেছে। তাই এখন একটাই আওয়াজ We want justice।'
অরিন্দম শীলের এই সাসপেনশন কী তবে রূপাঞ্জনাকে কোথাও স্বস্তি এনে দিল? অভিনেত্রীর কথায়, 'একা মায়ের লড়াই আরও বেশি কঠিন। তখন রিয়ান অনেক ছোট ছিল। কাজ কমে গিয়েছিল। কটাক্ষের শিকার হিয়েছিলাম।'
আরও পড়ুন: গার্হস্থ্য হিংসার ভয়াবহ রূপ এবার OTT - তে, জুটি বেঁধে আসছেন পাওলি - সৌরভ
আরও পড়ুন: শপিং নয়, অশৌচ পালনের ডাক... তবুও পুজো কালেকশনের বিজ্ঞাপনে সোহিনী! অভিনেত্রীকে কটাক্ষ TMC সমর্থকের