১৯ মে বিয়ের পিঁড়িতে বসেছিলেন রাতুল মুখোপাধ্যায় আর রূপাঞ্জনা মিত্র। আর বিয়ের ঠিক ১ মাসে শহর ছাড়েন অনুরাগের ছোঁয়া অভিনেত্রী। রাতুল আর রূপাঞ্জনার সঙ্গে এই ট্রিপে সঙ্গী ছিল তাঁদের ছেলে রিয়ান।
হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে এক সাক্ষাৎকারে রূপাঞ্জনা জানিয়েছিলেন, তাডোবায় যেতে পারেন বাঘ দেখতে। তিনি, তাঁর স্বামী ও ছেলে, ৩জনই বাঘ দেখতে ভালোবাসেন। মুম্বই যেতে পারেন বলেও জানিয়েছিলেন রূপাঞ্জনা। তবে ইনস্টাগ্রামে ছবি আসতে দেখা গেল রাতারাতি বদলে গিয়েছে ডেস্টিনেশন। হানিমুনে তাঁরা বেছে নিয়েছেন ভূস্বর্গ। একান্ত যাপনের জন্য এর থেকে ভালো ঠিকানা আর কী বা হতে পারে।
আরও পড়ুন: লাক্ষাদ্বীপের সাদা বালিতে মাখামাখি রুকমার, ঘুরতে কেমন খরচ হবে জনপ্রতি?
হানিমুনের দুটি ছবি শেয়ার করে নিলেন তিনি। রাতুলের হাতের উপর হাত রেখেছেন রূপাঞ্জনা। হাতে শাঁখা আর পলা। পরের ছবিটি শিকারা ভ্রমণের।
বিয়ের আগে প্রায় ৬ বছর সহবাস সম্পর্কে ছিলেন রূপাঞ্জনা। খুব অল্প বয়সে এর আগেও বসেছিলেন বিয়ের পিঁড়িতে। তবে ছেলের জন্মের আগেই ডিভোর্স হয়। তারপর থেকে সিঙ্গেল মা হিসেবে বড় করেছেন ছেলেকে। করোনা লকডাউনের সময় আলাপ রাতুলের সঙ্গে। প্রথম দেখাতেই ‘লাবন্য’কে মনে ধরে যায় রাতুলের। প্রেমের প্রস্তাবও আসে।
আরও পড়ুন: কেউ এলেন সেজেগুজে, তো কেউ আনলেন নতুন গাড়ি! মুম্বইতে জমজমাট তারকাদের ভোট
রূপাঞ্জনা জানিয়েছেন, প্রথম দেখাতেই রিয়ান আর রাতুল জড়িয়ে ধরেছিল একে-অপরকে। তাঁর ছেলে চ্যাম্প বলে ডাকে মায়ের বেছে নেওয়া জীবনসঙ্গীকে। বর্তমানে রিয়ান আর রাতুল একে-অপরের খুব ভালো বন্ধু। এমনকী, রূপাঞ্জনার ছেলের পড়াশোনাতেও সাহায্য করে রাতুল। এমনকী, অনেক সিক্রেটেসও শেয়ার করে নেয়।
আরও পড়ুন: মঞ্চে বনগাঁর অরুণিতাকে প্রপোজ ভক্তের! মজার ছলে তারপর যা করল ‘চর্চিত প্রেমিক’ পবনদীপ, দেখুন ভিডিয়ো
বছর দুই আগে, পাহাড়ে আংটিবদল সেরেছিলেন তাঁরা। এরপর সব রীতিনীতি মেনেই বসেন বিয়ের পিঁড়িতে। গায়ে হলুদ থেকে শুরু করে, সাত পাক ঘোরা, সিঁদুর দান, সব কিছুই হয়েছিল তাঁদের বিয়েতে। এবার শুধু পালা হানিমুনের।
হানিমুনে যাওয়ার আগে জমিয়ে সাজুগুজু করেছিলেন রূপাঞ্জনা। এমনকী দেখা যায়, এক ঢাল কালো চুল কেটে ছোট করে ফেলেছেন। বদলে ফেলেছেন চুলের রং-ও। এক বছরের মধ্যে চুল কাটায় নেটিজনরা কটাক্ষ করে রূপাঞ্জনাকে। হিন্দু শাস্ত্রে, বিশ্বাস করা হয়, বিয়ের ১ বছরের মধ্যে বিবাহিত মহিলাদের চুল কাটা উচিত নয়। এতে ক্ষতি হয় স্বামীর। আর তা থেকেই নেটিজেনরা কটাক্ষ করেন অভিনেত্রীকে।