বাংলা নিউজ > বায়োস্কোপ > Rupanjana: 'মলেস্টাররা স্বাধীনভাবে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঘুরে বেড়াচ্ছে…' শিক্ষক দিবসে টলিউড নিয়ে বিস্ফোরক রূপাঞ্জনা

Rupanjana: 'মলেস্টাররা স্বাধীনভাবে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঘুরে বেড়াচ্ছে…' শিক্ষক দিবসে টলিউড নিয়ে বিস্ফোরক রূপাঞ্জনা

রূপাঞ্জনা মিত্র

গত কয়েক দিনে শহরের বুকে ঘটে চলা নানা ঘটনায় সমাজমাধ্যমের পাতায় সরব হয়েছেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। আর শিক্ষক দিবসেও তার ব্যতিক্রম হল না। এই দিনও তিনি সুর চড়ালেন, শেয়ার করে নিলেন এমনই এক পোস্ট। যে পোস্টে অভিনেত্রী ইন্ডাস্ট্রির একাংশকে বেশ ভালো মতো খোঁচা দিয়েছেন।

আজ ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস। আর এই শিক্ষক দিবস সকালেই বড় বোমা ফাটালেন রূপাঞ্জনা মিত্র। অভিনেত্রীর পোস্ট প্রকাশ্যে আসতেই আবার শুরু হয়েছে নানা আলোচনা। গত কয়েক দিনে শহরের বুকে ঘটে চলা নানা ঘটনায় সমাজ মাধ্যমের পাতায় সরব হয়েছেন অভিনেত্রী। শিক্ষক দিবসেও তার ব্যতিক্রম নয়। এই দিনও তিনি সুর চড়ালেন এই ঘটনার বিরুদ্ধে। শেয়ার করে নিলেন এমনই এক পোস্ট। এই পোস্টে অভিনেত্রী ইন্ডাস্ট্রির একাংশকে বেশ ভালো মতো খোঁচা দিয়েছেন। ইন্ডাস্ট্রির অন্দরের নানা দুর্নীতি আর সেই দুর্নীতির সঙ্গে জড়িয়ে থাকা মানুষদের ব্যাঙ্গাত্মক ভাবে শিক্ষক দিবসের শুভেচ্ছা জানিয়েছেন রূপাঞ্জনা। কিন্তু সাত সকালে কেন এমন পোস্ট করলেন তিনি?

TV9 বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে রূপাঞ্জনা বলেন, 'এই মানুষগুলোই আমাদের শিখিয়েছেন। তাঁরা না থাকলে এই প্রতিবাদী সত্ত্বাটা ফুটে বাইরে আসত না। শিক্ষককে যে সব সময় ভাল হতে হবে তার কোনও মানে নেই। এতদিন আমরা সেই সব শিক্ষকদের দেখে এসেছি যাঁরা আমাদের পড়াশোনা শিখেছেন। আমাদের চোখে তাঁরা আদর্শ শিক্ষক। কিন্তু বর্তমানে রাজ্যের যা পরিস্থিতি যেখানে কিছু মানুষ মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছেন, নিজেদের নীতির সঙ্গে আপোস করে, সেই মলেস্টার শিক্ষক যাঁরা মাথা উঁচু করে ইন্ডাস্ট্রিতে ঘুরে বেড়াচ্ছে আরও পাঁচটা মেয়েকে মলেস্ট করবে বলে, সেই সব শিক্ষকদের এই বিশেষ দিনের শুভেচ্ছা জানাই। তবে এই প্রতিবাদ তাঁদেরকেও ভয় পাইয়েছে এটা কিন্তু ঠিক।'

আরও পড়ুন: সবার সামনে প্রাক্তন সারাকে জড়িয়ে ধরলেন কার্তিক! তবে কি জোড়া লাগল ভাঙা সম্পর্ক?

প্রসঙ্গত, এ দিন সকালে নিজের সমাজ মাধ্যমের পাতায় রূপাঞ্জনা লেখেন,'আজ সমস্ত দুর্নীতিগ্রস্ত বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির লোকজনদের আর বিশেষ করে যাঁরা মলেস্টার, স্বাধীন ভাবে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঘুরে বেড়াচ্ছে তাদের সবাইকে ধন্যবাদ আর হ্যাপি টিচার্স ডে (শুভ শিক্ষক দিবস) জানালাম।'

আরও পড়ুন: 'ইমার্জেন্সি' মুক্তির আগেই নতুন ছবির ঘোষণা কঙ্গনার! আসছে 'ভারত ভাগ্য বিধাতা'

রূপাঞ্জনা মিত্রের পোস্ট
রূপাঞ্জনা মিত্রের পোস্ট

তবে এই প্রথম নয়। সব সময় সময় বিষয়ে অভিনেত্রীকে সোচ্চার হতে দেখা গিয়েছে। এর আগেও ইন্ডাস্ট্রির অন্দরে তাঁর নিজের সঙ্গে ঘটা অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছিলেন রূপাঞ্জনা। সরব হয়ে সেই ঘটনার প্রতিবাদ জানিয়েছিলেন। কখনও মুখ বন্ধ করে থাকেননি। আরজি কর কাণ্ডের পর আরও বেশি করে ইন্ডাস্ট্রির অন্দরের নানা খারাপ দিকগুলি বার বার উঠে এসেছে অভিনেত্রীর কথায়, সেই সব বিষয় নিয়ে তিনি সরব হয়েছেন। তবে শুধু রূপাঞ্জনাই নন, টলিপাড়ার অন্যান্য সব অভিনেত্রীও এই সুরে সুর মিলিয়েছেন। পিছিয়ে নেই অভিনেতারাও।

বায়োস্কোপ খবর

Latest News

‘আজ প্রমাণ হল যে কোনও সুবিবেচক মানুষ তৃণমূলের সঙ্গে সহবৎ করতে পারেন না’ আরজি কর কাণ্ডের তদন্তে এবার বড় পদক্ষেপ? CBI নজরে শাসকদলের ২ 'প্রভাবশালী' নেতা রবিবার দীপিকা-রণবীরের কোলে এল প্রথম সন্তান, ছেলে না মেয়ে হল দীপবীরের ‘বলি কোলের এখানে বসবি, গালে মুখটা লেগে যায়’, যৌন হেনস্তায় সাফাই অরিন্দম শীলের ‘একজন ছেড়েছেন, আরেকজনও ছাড়ুন’, জহরের ইস্তফা ঘোষণার পর প্রথম প্রতিক্রিয়া TMCর ঘুটিয়ারি শরিফ স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড, বন্ধ ট্রেন চলাচল, পরিষেবা বিপর্যস্ত ছয়ের গেরোয় ব্রাজিল! ইতিহাস গড়ে ব্লাইন্ড ফুটবলে সোনা ফ্রান্সের, তুমুল উচ্ছ্বাস সতর্ক থাকুন নচেৎ হতে পারে আর্থিক ক্ষতি! কী বলছে সাপ্তাহিক রাশিফল সার্ভিস রুল মনে আছে তো? রাজ্য সরকারি কর্মচারীদের কড়া ‘ওয়ার্নিং’ দিল নবান্ন! এমন পিচে ৪৪ বলে ৫৪ রান! রোহিত-গম্ভীরদের কি কোনও বার্তা দিতে চাইলেন শ্রেয়স আইয়ার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.