আরজি কর আন্দোলন নাটকীয় মোড় নেয় চলতি সপ্তাহে। যখন আদালত থেকে জামিন দেওয়া হয় এই মামলার ২ বড় অভিযুক্ত সন্দীপ ও অভিজিৎকে। ৩১ বছরের কর্তব্যরত চিকিৎসককে খুন ও ধর্ষণ কাণ্ডে প্রমাণ লোপাটের অভিযোগে আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু দেখা যায়, কার্যত ৯০ দিন হয়ে গেলেও কোনো চার্জশিট পেশ করা হয়নি।
তারপর থেকে একাধিক প্রতিবাদ মিছিল বেরিয়েছে শহরে। এই নিয়ে কলম ধরেছেন বেশ কিছু তারকা। রবিবার তা নিয়ে পোস্ট করলেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্রও। একসময় বিজেপি করলেও, বর্তমানে তৃণমূল ঘনিষ্ঠ এই অভিনেত্রী। এমনকী, বিয়ের পর উপহারও পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: ‘ভালো গান গায়, কিন্তু বড্ড পাকা’, ইন্ডিয়ান আইডলে কাপুরদের নিয়ে করিশ্মাকে বিতর্কিত প্রশ্ন, রোষে মানসী
সে যাই হোক, রূপাঞ্জনা ফেসবুকে লিখলেন, ‘খুব সেনসিটিভ বিষয়ে কথা বলছি। মনে হল আরেকবার যাচাই করে নেওয়া দরকার, যদি আপনারা জেনে থাকেন এই বিষয়ে তাহলে বুঝিয়ে বলতে পারবেন হয়তো | সিবিআই এনকোয়ারি কারা চেয়েছিলেন? জুনিয়র ডাক্তাররা যদি না চেয়ে থাকেন তাহলে অভয়ার মা বাবা ছাড়া আর কারা চেয়েছিলেন? খুব কঠিন সময় তাই বোঝা খুব দরকার | সব মাথার ওপর দিয়ে বেরোচ্ছে!’
আরও পড়ুন: ঘর সাজানো বেলুনে, ফুল হাতে সারপ্রাইজ দিলেন সৌরভ, আনন্দে জড়িয়ে ধরলেন দর্শনা
‘এতদিন হয়ে গেল মেয়েটি এখনো সুবিচারের অপেক্ষায় আছে আর সিস্টেম আমাদের সকল মানুষকে ঘোল খাইয়ে যাচ্ছে সেই পুরোনো নিয়মে। তার উদাহরণ আগেও পেয়েছি অনেক বিষয়ে… এই একই প্রশ্ন হয়তো আরো অনেকের মনে উঠছে এখন!! তাই আবার জানতে চাইছি, বুঝতে চাইছি’, আরও লেখেন রূপাঞ্জনা নিজের পোস্টে।
আরও পড়ুন: নিজেও এক মেয়ের বাবা! শাহরুখ-কন্যা সুহানার সঙ্গেও তাই একাজ করলেন জ্যাকি, কী সেটা
এখানে বলে রাখা ভালো, শনিবার মিছিল করে জুনিয়র ডাক্তাররা সিজিও কমপ্লেক্স পৌঁছয়। এরপর সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকের সঙ্গে কথা বলেন জুনিয়র ডক্টর্স ফ্রন্টের সদস্যরা ৷ প্রায় ৪৫ মিনিট দু’পক্ষের মধ্যে কথা হয়। আর তারপর বেরিয়ে সংবাদমাধ্যমের সামনে জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার বলেন, ‘ওঁরা আমাদের বারবার বলেছেন জামিন পেয়ে যাওয়া মানেই অভিযোগ থেকে সরে যাওয়া নয় ৷ ওঁরা অভিযুক্ত ৷ সিবিআই বলেছে, ওঁরা ৯০ দিনে চার্জশিট জমা দিতে চাননি ৷ কারণ, তদন্ত এখনও চলছে৷’