বাংলা নিউজ > বায়োস্কোপ > Rupankar Bagchi: মুম্বইতে চরম অপমান! ৮ ঘণ্টা বসিয়ে রেখে রূপঙ্করকে গালিগালাজ করেন নামী সঙ্গীত পরিচালক

Rupankar Bagchi: মুম্বইতে চরম অপমান! ৮ ঘণ্টা বসিয়ে রেখে রূপঙ্করকে গালিগালাজ করেন নামী সঙ্গীত পরিচালক

মন্টির হাতে অপমানিত রূপঙ্কর

Rupankar on Monty Sharma: ‘সাওয়ারিয়া’ খ্যাত সঙ্গীত পরিচালক মন্টি শর্মার হাতে হেনস্থার শিকার হতে হয়েছিল রূপঙ্করকে। শিলাজিৎ-এর শো'তে হাজির হয়ে তেমনই অভিযোগ করেন গায়ক।

কেকে-কে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে গত বছর জনরোষের শিকার হয়েছিলেন রূপঙ্কর বাগচি। সেই বিতর্কের আগুন ঠান্ডা হলেও সেই প্রসঙ্গ নেটে নেটিজেনরা ট্রোল করতে ছাড়েন না ‘প্রিয়তমা’ গায়ককে। কিছুদিন আগেই অরিজিৎ সিং-এর ছবিতে মন্তব্য করে বিদ্রুপের শিকার হতে হয় রূপঙ্কর বাগচিকে। যদিও সেইসব বিতর্ককে পাত্তা দিতে না-রাজ রূপঙ্কর। অনেকেই হয়ত জানেন না, একবার রূপঙ্করকে চরম অপমান করেছিলেন মুম্বইয়ের এক নামী মিউজিক ডিরেক্টর। 

শিলাজিৎ সঞ্চালিত একটি টক শো-তে এসে অতীতের সেই তিক্ত অভিজ্ঞতার কথা জানান রূপঙ্কর। শুরুতেই শিলাজিৎ চেনা মেজাজে বলে ওঠেন, ‘রূপঙ্করকে গালাগাল অনেকেই দেয়। ফেসবুক লাইভ করলে গালাগাল দেয়…. মুম্বইয়ের এক পরিচিত মিউজিক ডিরেক্টরের বাড়িতে গিয়ে আট ঘন্টা বসেছিল, সেইজন্যও গালাগাল দেয়…কী হয়েছিল কেসটা?' শিলাজিৎ-এর প্রশ্নের স্ট্রেট ব্য়াটে জবাব দিলেন রূপঙ্কর। তিনি বলেন, ‘শান্তনুদা (মৈত্র) ফোনে আলাপ করিয়ে দিয়েছিল। মন্টি (শর্মা)-র সঙ্গে দেখা করতে গিয়েছিলাম মুম্বই, ওর স্টুডিওতে। একটা-দু’টো গান শোনানো হল, জ্যামিং হল। তারপর আমাকে বলল পাঁচ মিনিট অপেক্ষা কর, আমি আসছি। এটা বলে ও হাওয়া! পাঁচ মিনিট হতে হতে পাঁচ ঘন্টা কেটে গেল। আমি বসছি, বাইরে যাচ্ছি, সিগারেট খাচ্ছি, তারপর ওখানে একজন রিসেপশানিস্ট ছিল সে বলছে মন্টি স্যার আজ আসবেন না।' 

এখানেই শেষ নয়। এরপর রাতেরবেলা ফোন করে রূপঙ্করকে গালিগালাজ করেন ‘সাওয়ারিয়া’র মিউজিক ডিরেক্টর, অভিযোগ বাঙালি গায়কের। যদিও কোন সালে এই ঘটনা ঘটেছিল তা স্পষ্টভাবে জানাননি রূপঙ্কর। তিনি বলেন, ‘আমাকে মন্টি রাতে ফোন করে পাঞ্জাবিতে খিস্তি করছে। আমিও দু-চারটে খিস্তি দিয়েদিলাম বাংলায়। আমাকে বলছে, তুই ওয়েট করিসনি কেন? আমি আসতাম। চলে গেছিস, তোকে আর কাজ দেব না। আমি বলে দিলাম-- (অশ্লীল শব্দ) দরকার নেই তোর কাজের… ঠিক করিনি?' বাহবা জানিয়ে শিলাজিৎ বলেন একদম ঠিক করেছিস।'

অমিতাভ-রানি অভিনীত ‘ব্ল্যাক’ ছবির সঙ্গীত পরিচালনা করে খ্যাতির শীর্ষে উঠে এসেছিলেন মন্টি। এরপর ‘সাওয়ারিয়া’র মতো মিউজিক্যাল হিট ছবি তিনি উপহার দেন দর্শকদের। তবে ধীরে ধীরে বলিউডের মিউজিক ইন্ডাস্ট্রি থেকে গায়েব হয়ে যান এই শিল্পী। লক্ষ্মীকান্ত-প্য়ায়ারেলাল জুটির প্যায়ারেলাল শর্মার ভাইপো মন্টি। ২০১৮ সালে ‘জিনিয়াস’ ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিকের দায়িত্ব সামলেছিলেন তিনি। 

 

বন্ধ করুন