বাংলা তো বটেই, বলিউডের এক নম্বর গায়িকা তিনি। অন্যান্য ভাষাতেও সমান দক্ষতায় কাজ করে চলেছেন। দেশে বিদেশে ছড়িয়ে রয়েছে তাঁর অগুনতি অনুরাগী। এই তো কিছুদিন আগেই কলকাতায় হয়ে গেল তাঁর একক শো। আর সেই শ্রেয়া ঘোষাল সম্পর্কে এদিন একটি দাবি করেন রূপঙ্কর বাগচী। আর তাঁর সেই কথা শুনেই একেবারে রে রে করে ওঠেন নেটিজেনরা। কিন্তু তিনি কী বলেছিলেন গায়িকার সম্পর্কে?
আরও পড়ুন: আন্দাজ আপনা আপনার ৩০ বছর! বক্স অফিসে ছবির ভরাডুবি নিয়ে আমির বলেন, 'কেউ তখন জানতই না যে...'
শ্রেয়াকে নিয়ে কী বললেন রূপঙ্কর?
এদিন রূপঙ্কর বাগচী চুপ কর নামক একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া একটি সাক্ষাৎকারে শ্রেয়া ঘোষালের সম্পর্কে কথা বলেন। সেই সাক্ষাৎকারে গায়ককে একটি প্রশ্ন করতে বলা হয় শ্রেয়া ঘোষালকে। সেই কথা শুনে তিনি বলেন, ' শ্রেয়াকে আমি অনেক প্রশ্নই করতে পারি। শ্রেয়া যখন শ্রেয়া হয়নি, নাম করেনি তখন ও আমার সঙ্গে অনেক কাজ করেছে, বাংলায়। আমার সুরে অনেক গান গেয়েছে। তো শ্রেয়াকে প্রশ্ন করব যে কেমন লাগে এখন? ও ভালো বাংলা বলতে পারত না। একদমই ভালো বাংলা বলতে পারত না। ও তো কলকাতার বাঙালি নয়। প্রবাসী। ওর বাবা কলকাতায় থাকতেন। কিন্তু ও বড় হয়েছে বাইরে। সুতরাং ওর বাংলা উচ্চারণে সমস্যা ছিল। এখন হিন্দি গান তো ভালো গায়ই, বাংলা গানও দারুণ গায়। ভাষাটাকে দারুণ ভাবে রপ্ত করেছে। এটা ওর একটা বড় অ্যাচিভমেন্ট। কীভাবে ও এটা করল সেটা জানতে চাইব।'
কে কী বলছেন?
এক ব্যক্তি এই পোস্টে লেখেন, 'আপনার ঠিক কী হয়েছে বলুন তো? এত ফালতু বকছেন কেন আজকাল?' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'এত হিংসা কোথায় রাখেন?' তৃতীয় ব্যক্তি গায়কের একদা বলা 'হু ইজ কেকে ম্যান' কথাকে অনুকরণ করে লেখেন, 'এটা কে? কে এটা?' চতুর্থ ব্যক্তি লেখেন, 'শ্রেয়া প্রথম থেকেই নামকরা ছিল। ওর নাম করে নিজে বিখ্যাত হতে চাইবেন না প্লিজ।'
আরও পড়ুন: পুরুষাঙ্গে কিলবিল করছে সাপ! জুনিয়র ডাক্তারদের আয়োজিত গ্যালারির আঁকা দেখে ছিছি নেটপাড়ায়