অসুস্থ, আচমকাই হাসপাতালে ভর্তি গায়ক রূপঙ্কর বাগচীর স্ত্রী চৈতালী লাহিড়ি। গায়ক নিজেই সোশ্যাল মিডিয়ার এই খবর শেয়ার করেছেন। হাসপাতালের বিছানায় শুয়ে থাকা স্ত্রীর ছবি দিয়ে রূপঙ্কর লেখেন, ‘আমার ঝুটকু গতকাল আমায় ঝটকা দিয়ে হাসপাতালে ভর্তি হল!’
কিন্তু কী কারণে হাসপাতালে ভর্তি চৈতালী লাহিড়ি?
রূপঙ্কর বাগচী জানাচ্ছেন, তাঁর স্ত্রী চৈতালীর ইউটিআই-এর সমস্যা ধরা পড়েছে। সিপিআর লেবেলটাও খুব বেশি। ইনফেকশন হয়েছে তাঁর। তবে স্ত্রী আগের থেকে অনেকটাই ভালো আছেন বলে জানিয়ছেন রূপঙ্কর।
আরও পড়ুন-সলমনের বিগ বস-১৮ শোয়ে যোগ দিচ্ছেন সুন্দরী শালিনী পাসি, কে ইনি?
এদিকে গতকাল অর্থাৎ ২ ডিসেম্বর, সোমবারই ছিল রূপঙ্কর বাগচীর জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় অগণিত অনুরাগীরা তাঁকে শুভেচ্ছা জানান। এদিকে গায়কের জন্মদিনের দিনই হাসপাতালে ভর্তি হন তাঁর স্ত্রী চৈতালী।
স্ত্রী চৈতালী ও কন্যা মহুলকে নিয়ে সুখে সংসার রূপঙ্করের। ১৯৯৯ সালে চৈতালী লাহিড়িকে বিয়ে করেন তিনি। তারপর থেকে সুখেই ঘরকন্যা করছে। সম্প্রতি ফেসবুকের পাতায় মেয়ে ও বউ-এর ছবি দিয়ে ক্যাপশান দিয়েছিলেন 'স্বজন'। সেই স্বজন যদি হঠাৎই অসুস্থ হয়ে পড়েন, তাহলে চিন্তা হয় বৈকি। তবে স্বস্তির বিষয় চৈতালী লাহিড়ি এখন অনেকটাই ভালো আছেন।
প্রসঙ্গত, মহুল অবশ্য রূপঙ্কর-চৈতালীর দত্তক কন্যা। জানা যায়, দু-বার গর্ভবতী হওয়ার পরও মা হতে পারেননি রূপঙ্কর পত্নী চৈতালি। গর্ভপাতের যন্ত্রণা এবং সমাজের কটূক্তি সইতে হয়েছিল তাঁকে। তবে সেসময় তাঁদের অন্ধকার জীবনে আলোর রোশনি হয়ে আসে মহুল। তাঁদের একমাত্র কন্যা। মহুলকে দত্তক নিয়েছিলেন গায়ক ও তাঁর স্ত্রী।
এর আগে রিয়ালিটি শো-এ এসে গায়ক পত্নী জানিয়েছিলেন, ‘মা হতে চেয়েছিলাম কিন্তু হতে পারিনি, ভীষণ চেষ্টা করেছিলাম…’। মেয়েকে পাশে নিয়েই বলেছিলেন, মহুল তাঁর গর্ভ থেকে নয় হৃদয় থেকে জন্মেছে। চৈতালী জানিয়েছিলেন, দত্তক-কন্যা হওয়ার কথা শুনে প্রথমে ধাক্কা খেয়েছিল মহুল। পরে নিজেকে সামলে নেন। সমাজের কটাক্ষকে উপেক্ষা করেই তাঁদের সাজানো সংসার। বাবার পথে হেঁটে গান শিখতে শুরু করেছে মহুল। অনেক সময়ই রূপঙ্করের গানে ইউকুলেলে বাজিয়ে সঙ্গত দিতে দেখা যায় তাঁর মেয়েকে।