সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের মুখে হামেশাই পড়তে হয় তারকাদের। তাঁদের পোশাক নিয়ে, চেহারা নিয়ে কুকথা বলার উদাহরণও কিছু কম নেই। এবার কটাক্ষের শিকার রূপঙ্কর বাগচির স্ত্রী চৈতালি লাহিড়ি। এমনিতেই কেকে-র মৃত্যুর পর ভয়ঙ্কর ট্রোল চলে সোশ্যাল মিডিয়ায় রূপঙ্করকে নিয়ে। ছাড়া পায় না তাঁর পরিবারও। এমনকী, রূপঙ্করের বর্ষীয়ান মা, তাঁর মে-কে ধর্ষণের হুমকিও দেওয়া হত। এবার কেন চৈতালীকে ট্রোল করল নেটপাড়ার একটা অংশ?
গানের অনুষ্ঠান করতে বিদেশে রয়েছেন রূপঙ্কর ও চৈতালি। বিদেশে সময় কাটানোর নানা মুহূর্ত ভাগ করে নিয়েছিলেন তাঁরা সোশ্যাল মিডিয়াতে। আর সেইসব ছবিতেই চৈতালীকে নিয়ে বিশ্রি মন্তব্য পড়ে। একজন লেখেন, ‘ওজনটা কমিয়ে ফেলুন’। আবার একজনের মন্তব্য, ‘দয়া করে রুচিশীল পোশাক পরুন’।
বিষয়টি মোটেও এড়িয়ে যাননি চৈতালি। বরং কটাক্ষকারীদের দিয়েছেন কড়া জবাব। লেখেন, ‘আমি জানি আমি মোটা, কালো মধ্যবয়সী মহিলা। কিন্তু তা নিয়ে আমার বিন্দুমাত্র মানসিক জটিলতা নেই। আমি জানি আমি স্মার্ট, মিশুকে মোটামুটি শিক্ষিত। আমি বন্ধু পাতালে তার মনটা বোঝার চেষ্টা করি। মিললে তবে চলে, নচেৎ নয়। তাই আমি খুব খুশী। আমার বন্ধু ভাই বোন দাদা বৌদি মাসি আমাকে জানে ও চেনে। তাই ওইপার থেকে তুমি বা তোমরা কে কি বললে ভারি বয়েই গেল। আমার যা খুশী তাই পড়ব, যেভাবে ইচ্ছে চলব। তোদের কি রে। কবুতর যা যা যা।’
চৈতালিকে সমর্থন করেছেন তাঁর অনুরাগীরা। একজন কমেন্টে লেখেন, ‘দারুন বলেছেন। কিছু ফ্রাস্ট্রেটেড মানুষ আছে যাদের জন্য এই ফেসবুক খোলা মাঠ যেখানে ইচ্ছেমত ছড়ানো যায়। এদের প্রচুর সময়। এটাই তাদের বিনোদন !’ অন্য আরেকটি কমেন্টে লেখা হয়, ‘Always maintain the tag line--আমি আমার মতো’।