বাংলা নিউজ > বায়োস্কোপ > Rupsa Chatterjee: বাঙালি খানায় রেস্তোরাঁয় জমলো রূপসার প্রথম জামাইষষ্ঠী, কে কাকে কী উপহার দিলেন

Rupsa Chatterjee: বাঙালি খানায় রেস্তোরাঁয় জমলো রূপসার প্রথম জামাইষষ্ঠী, কে কাকে কী উপহার দিলেন

বাঙালি খানায় রেস্তোরাঁয় জমলো রূপসার প্রথম জামাইষষ্ঠী

Rupsa Chatterjee: বাড়িতে নয়, বরং বাবা, মা আর আইনত স্বামীকে নিয়ে রেস্তোরাঁয় গিয়ে জামাইষষ্ঠীর ভোজ সারলেন রূপসা চট্টোপাধ্যায়। কী কী ছিল মেনুতে?

ছোট পর্দার খুব চেনা মুখ রূপসা চট্টোপাধ্যায়। মাঝে বেশ দীর্ঘদিনের একটা বিরতি কাটিয়ে আবার পর্দায় ফিরতে চলেছেন তিনি। তাঁকে আগামীতে দেখা যেতে চলেছে তুঁতে ধারাবাহিকে। এখানে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। আপাতত প্রোমো সহ দিনক্ষণ সামনে এসেছে এই ধারাবাহিকের। ফলে এখন অভিনেত্রী তাঁর আগামী কাজ নিয়ে বড়ই ব্যস্ত। অন্যদিকে তাঁর লিগ্যালি ওয়েডেড হাসব্যান্ডেরও অফিস ছিল। ফলে দুজনেই কাজ সামলে তাঁদের প্রথম জামাইষষ্ঠী সারলেন রেস্তোরাঁয়। সঙ্গী বাবা, মা।

কিছু মাস আগেই আইনি বিয়ে সেরেছেন রূপসা এবং সায়নদীপ সরকার। ১৪ ফেব্রুয়ারি প্রেমের দিনের দিনই গঙ্গাবক্ষে লঞ্চেই তাঁরা একে অন্যকে আংটি পরান পরিবার বন্ধুদের উপস্থিতিতে। সারেন রেজিস্ট্রি। সোশ্যাল ম্যারেজ না হলেও সেই অর্থে এটাই তাঁদের প্রথম জামাইষষ্ঠী। ফলে সেটা তো একটু বিশেষ হতেই হতো!

অভিনেত্রীর মা প্রথম জামাইষষ্ঠীর তত্ব থেকে বাড়িতে ভুরিভোজের পর্ব আগেই মিটিয়ে ফেলেছেন। কী কী খাইয়েছেন তিনি তাঁর জামাইকে? অভিনেত্রী আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, 'সায়নের প্রিয় পাঁঠার মাংস, মালাইকারি, ভেটকি, পোলাও সবই ছিল মেনুতে।' উপহারে কে কাকে কী দিলেন? উত্তরে তিনি বলেন, ‘মা সায়নকে তত্ত্বের মতো সাজিয়ে অনেক কিছু দিয়েছে। আর সায়ন মাকে শাড়ি আর গয়না দিয়েছে।’ বৃহস্পতিবার রাতে তাঁরা একটি বাঙালি রেস্তোরাঁয় বাঙালি খাবারে জামাইষষ্ঠীর ভোজ সারেন।

রূপসা আর সায়নদীপকে মাঝে মধ্যেই তাঁদের ব্যক্তিজীবনের নানা মুহূর্ত ভাগ করতে দেখা যায়। তাঁরা দুজনেই যেন ক্রমে সংসারী হয়ে উঠছেন। নতুন সংসারে মন দিচ্ছেন। তবে এই বছরই তাঁরা বিয়ের পিঁড়িতে বসছেন না। আগামী বছর, অর্থাৎ ২০২৪ সালেই সোশ্যাল ম্যারেজ করার প্ল্যান আছে। এখনও দিনক্ষণ পাকা হয়নি বলেই খবর।

অন্যদিকে আগামী মাসের প্রায় গোড়ার দিক থেকেই স্টার জলসার পর্দায় দেখা যাবে তুঁতে। ৫ জুন থেকে সন্ধ্যা ৭টার স্লটে দেখা যাবে এই নতুন ধারাবাহিক। এখানে খলনায়িকার ভূমিকায় থাকবেন রূপসা। মুখ্য ভূমিকায় দীপান্বিতা রক্ষিত এবং সৈয়দ আরেফিন।

বায়োস্কোপ খবর

Latest News

৭ অগস্ট স্বপ্ন ভেঙেছিল, ১ মাস পরে সেই ‘ডিসকোয়ালিফিকেশন’-র কারণে সোনা পেল ভারত! ২ মিনিটে ২ ঐতিহাসিক পদক ভারতের! ২০০ মিটারে সিমরান, জ্যাভেলিনে নভদীপ, মোট কত হল? 'পাপের ঘড়া উলটোয়, ২০ বছর সময় লাগল, সে লাগুক…',অরিন্দমকে নিয়ে বিস্ফোরক স্বস্তিকা UGC-NET কত নম্বর পেতে পারেন? মিলল আভাস, কীভাবে অ্যানসার কি চ্যালেঞ্জ করবেন? ইংল্যান্ডের ৩২৫ রানের জবাবে লড়ছে শ্রীলঙ্কা! ৯৩/৫ থেকে দ্বিতীয় দিনের শেষে ২১১/৫… 'বিয়ের পর থেকে পাইনি …' ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাঞ্চনের বিষয়ে কী বললেন শ্রীময়ী? শুধু একটা শব্দ ‘‌আসি’‌, নাড়িয়ে দিল লালবাজারকে, মহিলার প্রাণ বাঁচাল পুলিশ ভূটানে একান্তে স্ত্রী কোয়েলের সঙ্গে ছুটি কাটাচ্ছেন অরিজিৎ, সামনে এল ছবি... ৪ ইনিংসে ৩ অর্ধশতরান!কাজে এল না স্কটিশ ম্যাকমুলেনের ইনিংস! অজিরা সিরিজ জিতল ৩-০… গ্রামবাংলার মানুষের এবার আবাসের টাকা মিলতে চলেছে, নির্ভুল তালিকা তৈরির নির্দেশ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.