ডিসেম্বরের শীতে চুপিচুপিই কি বিয়ে করে নিলেন নাকি ‘ইনস্পেক্টর নলিনীকান্ত’-খ্যাত রূপসা চট্টোপাধ্যায়? বুধবার রাতে অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবি কিছুটা সেরকমই ইঙ্গিত করেছিল। ব্যস আর কী! পড়ে যায় হুলুস্থুল। কারণ সকলের কাছেই খবর রয়েছে সায়নদীপ সরকারের সঙ্গে বেশ চুটিয়েই প্রেম করছেন আজকাল।
রূপসার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটা ভিডিয়োতে দেখা যাচ্ছে কাগজে সই করছেন তিনি। ঘরে অনেক আত্মীয়। এই বিষয়ে মিডিয়াকে রূপসা জানালেন, ‘রেজিস্ট্রির আগেও কিছু প্রক্রিয়া থাকে। সেই ফর্মেই সাইন করছিলাম।’ ইনস্টাগ্রামেও ছবি দিয়ে তাই লিখেছেন, ‘দাঁড়াও! একটু সবুর করো, এখনও রেজিস্ট্রি বাকি আছে। আমরা বিবাহিত নই।’ তবে সকলের কাছ থেকে পাওয়া শুভেচ্ছাবার্তার জন্য ধন্যবাদ জানাতে ভোলেননি। সঙ্গে দেখা গেল সায়নদীপের ওয়ালেটেও জায়গা করে নিয়েছে রূপসার ছবি।
রূপসা নিজেই জানালেন চুপিচুপি রেজিস্ট্রি করার প্রশ্নই ওঠে না। ১৪ ফেব্রুয়ারি সারবেন আংটি বদল। আর সেদিনই করে ফেলবেন আইনি বিয়ে। গঙ্গাবক্ষে রীতিমতো ধুমধাম করে হবে সেই অনুষ্ঠান।
রূপসার প্রেমিক সায়নদীপের সঙ্গে বিনোদন জগতের কোনও সম্পর্ক নেই। বরং, কর্পোরেট জগতে কাজ করেন তিনি। এক ঘরোয়া পার্টিতে আলাপ হয় দুজনের। প্রথম দেখাতেই ভালোলাগা। আর জলদিই তা গড়াল বিয়ের পিঁড়িতে। রূপসা এর আগে এই প্রসঙ্গে জানিয়েছিলেন, ‘কী করে যে এত কিছু হয়ে গেল কে জানে! সবাই বলছে খুব মিষ্টি লাগছে দেখতে। সবাই এত ভালো বলছে তো তাই বেশ ভয়ও লাগছে।’