গত জানুয়ারি মাসেই ছেলের মা হয়েছেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। আপাতত স্বামী-পুত্র নিয়ে শ্বশুরবাড়িতে সুন্দর কাটছে রূপসার জীবন। মাতৃত্বকালীন এই ছুটি, ছেলের সঙ্গে সময় কাটানো সহ এই মুহূর্তে নিজের জীবনযাত্রা সোশ্যাল মিডিয়াতে প্রায়দিনই সকলের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী। রূপসার ভ্লগে উঠে আসে তাঁর শাশুড়ির রান্নাবান্না, নতুন মাকে তাঁর বরের যত্ন সহ নানান মুহূর্ত…।
আর রূপসার এই ভিডিয়োগুলি দেখে অনুরাগীরা যেমন খুশি। তেমনই কিছু লোকজন ট্রোল করতেও ছাড়েন না। এবার ভিডিয়ো বার্তায় সেই ট্রোলারদেরই জবাব দিলেন অভিনেত্রী। ঠিক কী বলেছেন রূপসা?
ঠিক কী বলেছেন তিনি?
রূপসা চট্টোপাধ্যায় বলেন, ‘অনেকেই বলছেন, রূপসা বেশ ভালোই তো আছো, শাশুড়ি আর বর রান্না করে দিচ্ছে, তুমি খাচ্ছো! কিন্তু এসব কী! ভালোই তো থাকা উচিত। আপনার বর, আপনার শাশুড়ি বোধহয় করে দেয় না! (হালকা হেসে) সেটা আপনার দুর্ভাগ্য। আমার এইরকম ব্যাড লাক নয়।’ (বউমার কথা শুনে পাশ থেকে মন্তব্য করতে শোনা যায় রূপসার শাশুড়ি মাকে, তিনি বলেন ওরা আসলে পায় না…)
রূপসার এরপর শাশুড়ির রান্না করা দেখিয়ে বলেন, ‘এই দেখুন আমার শাশুড়ি আবার আমাকে রান্না করে খাওয়াচ্ছে। আজকে হচ্ছে ধোসা।’ এরপরই সেখানে এন্ট্রি নেন সায়নদীপ। বলেন, ‘শাশুড়ি রান্না করছে, বর খাইয়ে দিচ্ছে ভালোবেসে, হাতে করে’। বলতে বলতেই রূপসার মুখে কিছু একটা খাবার ঢুকিয়ে দেন তিনি।
এরপর অভিনেত্রী ট্রোলারদের পাল্টা আক্রমণ করে তিনি বলেন, ‘আপনারা দেখুন আর লুচির মতো ফুলুন…, দেখুন-জ্বলুন-লুচির মতো ফুলুন’।
এরপরই শাশুড়ির রান্নার দিকে দেখিয়ে বলেন, ‘যাঁরা আমার শুভাকাঙ্খী তাঁদের দেখাই, এভাবে ধোসা বানাতে হয়।’ তবে রূপসার কথার মেঝে এল সায়নদীপের ডাক, আরে বাচ্চা কাঁদছে…। তখনই রান্নাঘর থেকে নিজের ঘরে দৌড় দেন অভিনেত্রী।
আরও পড়ুন-শো করতে ঢোকার সময় যুবকের অশালীন স্পর্শের চেষ্টা? বেজায় চটে গিয়ে মেরেই দিলেন শ্রাবন্তী
গত বছর অক্টোবরে ধুমধাম করে সামাজিক বিয়ে সেরে ফেলেছিলেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায় ও সায়নদীপ সরকার। আইনি বিয়েটা অবশ্য এক বছর আগেই সেরেছিলেন দুজনে। এরপর সামাজিক বিয়ের মাস ঘুরতেই সুখবর ভাগ করে নেন দুজনে। নভেম্বরে মাতৃত্বের খবর প্রকাশ্যে এনে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন রূপসা চট্টোপাধ্যায়। সেই নিয়ে কম কটাক্ষেরও শিকার হতে হয়নি তাঁকে। হালে পুত্র-সন্তান হওয়ার ইচ্ছেপ্রকাশ করাতেও ট্রোলড হন রূপসা-সায়ন ও তাঁদের পরিবার। এরপর গত গত ২৬শে জানুয়ারি পুত্র সন্তানের জন্মদেন অভিনেত্রী। ছেলের নাম রাখেন অগ্নিদেব।