সদ্যই মা হয়েছেন রূপসা চট্টোপাধ্যায়। বিয়ের কয়েক মাসের মধ্যেই জন্ম দিয়েছেন পুত্র সন্তানের। নিজেই সোশ্যাল মিডিয়ায় সেই খুশির খবর ভাগ করে নিয়েছেন সকলের সঙ্গে। হয়েছেন বিস্তর ট্রোলড। এবার ছেলের ছবি প্রকাশ্যে আনলেন অভিনেত্রী।
ছেলের ছবি পোস্ট করলেন রূপসা
এদিন রূপসা চট্টোপাধ্যায় ইনস্টাগ্রামে ছেলের ছবি পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে একরত্তি মায়ের কাঁধে মাথা রেখে আছে। মাকে জড়িয়ে আছে। খুদের পরনে নীল টিশার্ট। অভিনেত্রীর পরনেও নীল জামা। একটি ছবিতে তিনি ছেলের মাথায় গাল ঠেকিয়ে চোখ বুজে আছেন, আরেকটি ছবিতে ছেলেকে চুমু খাচ্ছেন। তবে খুদের মুখ দেখাননি তিনি। এদিন রূপসা চট্টোপাধ্যায় এই ছবি দুটো পোস্ট করে লেখেন, '২০২৫ এর সেরা আদর। আমার ছেলে। মা তোমায় অনেক ভালোবাসে।' সঙ্গে তিনি ইভিল আই, লাল হৃদয়ের ইমোজিও পোস্ট করেছেন। অনেকেই এই পোস্টে মন্তব্য করেছেন।
কে কী বলছেন?
এক ব্যক্তি এদিন লেখেন, 'একদম সত্যি কথা।' আরেকজন লেখেন, 'কী মিষ্টি ছবি দুটো। খুব ভালো লাগছে।' তবে কেউ কেউ এই পোস্টেও কটাক্ষ করতে ছাড়েননি। এক ব্যক্তি লেখেন, 'অক্টোবরে যদি বিয়ে হয় তাহলে ফেব্রুয়ারিতে বাচ্চা কী করে হয়ে গেল?'
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো গত ২৬ জানুয়ারি মা হয়েছেন রূপসা। বিয়ের কমাসের মধ্যে তাঁর এবং সায়নের সংসার দুই থেকে বেড়ে তিন হয়েছে। তাঁরা তাঁদের ছেলের নামও ঠিক করে ফেলেছেন। কিন্তু সেটা এখনই প্রকাশ্যে আনতে নারাজ তাঁরা। ২০২৪ সালের অক্টোবর মাসেই সাতপাকে বাঁধা পড়েছেন তাঁরা। বিয়ের চার মাসের মধ্যেই সন্তান আসায় তাঁদের কটাক্ষে মুখে পড়তে হয়। তবে সেসবকে বুড়ো আঙুল দেখিয়ে ছেলেকে নিয়ে মজে রয়েছেন এখন তাঁরা।
আরও পড়ুন: গঙ্গাসাগরে দেখনদারি জৌলুস নেই, তাই কুম্ভ-মুখী সবাই! বিরক্ত সুদীপা বললেন, 'সবটাই এখন হুজুগ...'
সন্তান হওয়ার পর হিন্দুস্থান টাইমস বাংলাকে রূপসা জানিয়েছেন, 'দারুণ অনুভূতি। অন্যরকম একটা ফিলিং, এটা কাউকে বলে বোঝাতে পারব না। এতদিন পেটের মধ্যে যে পা দুটো আমাকে লাথি মারছিল সেটা এখন সামনে দেখতে পাচ্ছি। সায়নও খুব খুশি, খুব উত্তেজিত।'