দিদি নম্বর ওয়ানের মঞ্চে এদিন তারকাদের হাট বসেছিল্ম টেলি দুনিয়ার চার অতি পরিচিত মুখেরা এদিন রচনার সঙ্গে গল্প জমিয়েছিলেন। এসেছিলেন রূপসা চট্টোপাধ্যায়, ইন্দ্রাক্ষী দে, মাফিন, প্রমুখ। আর এই পর্বে এসেই নিজের বিয়ের সমস্ত পরিকল্পনা ফাঁস করলেন রূপসা।
দিদি নম্বর ওয়ানে ফাঁস রূপসার বিয়ের প্ল্যান
ইতিমধ্যেই আইনি মতে বিয়ে সেরে ফেলেছেন। শীঘ্রই সামাজিক বিয়ে করতে চলেছেন রূপসা চট্টোপাধ্যায়। তার আগে দিদি নম্বর ওয়ানে এসে বিয়ের সমস্ত পরিকল্পনা জানালেন তিনি। রূপসা এদিন জানান, 'অনেক কিছু ভাবনা আছে। পুরোদমে বাঙালি বিয়ে হবে না। একটু মিক্স হবে। আমাদের তো আসলে ওই মেহেন্দি, সঙ্গীতের ব্যাপার নেই। কিন্তু এসব ভালো লাগে। তাই একদিন মেহেন্দি, একদিন সঙ্গীত, একদিন গায়ে হলুদ। বউভাত ঘরোয়া ভাবে হবে।' এটা শুনে রচনা বন্দ্যোপাধ্যায় জিজ্ঞেস করেন তাহলে ৭ দিনের পরিকল্পনা? উত্তরে রূপসা জানান হ্যাঁ খানিক তাই।
আরও পড়ুন: বাংলার মেয়ে হয়েও বলিউড কাঁপাচ্ছেন অদ্রিজা, একটার পর একটা মেগায় সুযোগ! বললেন, ‘আমি ভীষণ খুশি’
কিন্তু বিয়ের পর কোথায় থাকবেন তিনি, জোকা - সালকিয়া করবেন? অর্থাৎ জোকায় তাঁর বাবার বাড়ি আর সালকিয়ায় শ্বশুর বাড়ি হতে চলেছে। এই বিষয়ে রূপসা জানান শাটেল ককের মতো তিনি এই দুই জায়গাতেই যাবেন এবং থাকবেন। রচনা পরামর্শ দেন যে মাঝামাঝি কোথাও বাড়ি কেনেন যেন অভিনেত্রী। সেটার জবাবে রূপসা জানান তাঁর বরের নিজের যে ফ্ল্যাট আছে সেটাও সালকিয়াতেই। তবে তাঁদের পরিকল্পনা আছে কয়েক বছর বাদে মাঝামাঝি কোথাও ফ্ল্যাট কেনার।
আরও পড়ুন: ভূস্বর্গে রোম্যান্টিক নয়, বরং বলিউডি মুডে রাতুল - রূপাঞ্জনা, ছেলেকে সঙ্গে নিয়ে নাচলেন কোন গানে?
দিদি নম্বর ওয়ান প্রসঙ্গে
দিদি নম্বর ওয়ান বাংলার অন্যতম পুরনো রিয়েলিটি শো। রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত এই শো প্রতি সোমবার থেকে শনিবার পর্যন্ত বিকেল পাঁচটা থেকে সম্প্রচারিত হয়। অন্যদিকে রবিবার রাত আটটা থেকে দেখা যায় এই শো।