গত বছর অক্টোবরে সাতপাকে বাঁধা পড়েন রূপসা চট্টোপাধ্যায়। বিয়ের বছর ঘোরার আগেই জানান, মা হতে চলেছেন। আর এবার অবশেষে আসতে চলেছে রূপসার সন্তান। সম্প্রতি বেবি বাম্প নিয়ে ফটোশ্যুটও করে ফেলেন অভিনেত্রী। এবার সাধ খেলেন রূপসা। খাওয়া-দাওয়া পর্ব মিটতেই আত্মীয়দের নিয়ে হল মজার খেলা। আর সেই খেলাতেই রূপসার মেয়ে হবে নাকি ছেলে তা নিয়ে নিজেদের মতামত জানালেন অভিনেত্রী স্বামী সায়নদীপ সহ পরিবারের অন্যান্যরা।
রূপসার স্বামী সায়নদীপ প্রথমেই স্পষ্ট করে দেন, 'আমি ওর বাবা, আর আমি চাই আমাদের ছেলে হোক।' এমনকী রূপসার শ্বশুরশাশুড়ি চাইলেন ‘ছেলে হোক’। আর একথায় বেশ উচ্ছ্বাস প্রকাশ করতেই দেখা গেল সায়নদীপকে। এরপর একে একে অনেকেই ছেলে চেয়ে বসলেন। এভাবে একে একে বেশিরভাগ ভোট পড়ল ছেলের পক্ষেই। মেয়ের পক্ষে ভোট সংখ্যা ভীষণই কম। ছেলের জন্য ভোট যেখানে ১১, মেয়ের জন্য ভোট সেখানে মাত্র ৫। তবে সবশেষে রূপসা বললেন, ‘ আমার মনে হয় ছেলে হবে, আবার আমারই মনে হয় মেয়ে হবে।’
আরও পড়ুন-ফের সাইবার ক্রাইমের শিকার ডোনা, পুলিশের দ্বারস্থ সৌরভ জায়া, কী ঘটেছে?
তবে রূপসার পোস্ট করা এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় উঠে আসতেই সমালোচনার বন্যা বয়ে গিয়েছে। একজন লেখেন, ‘ছিঃ একী মানসিকতা!’ কেউ লেখেন, ‘ছিঃ ছিঃ’, কারোর মন্তব্য, ‘আজও বেশিরভাগ মানুষ ছেলেই চান! অবাক লাগে!’ কারোর কথায়, ‘এটা কী ধরনের ভিডিয়ো ছেলে হোক বা মেয়ে সুস্থ হওয়ায় কাম্য…।’ কেউ লিথেছেন, ‘মেয়ে হলে, ইনিই আবার বলবেন, মেয়েই তো চেয়েছিলাম, রাজকুমারী, ওমুক তমুক বলে পোস্ট করবেন!’ কেউ আবার সায়নদীপের উদ্দেশ্যে কটাক্ষ করে লেখেন, ‘কী গর্ব করে বাবা বলছেন! আমি ছেলেই চাই, অবাক!’
এদিকে এই মুহূর্তে ৭ মাসের অন্তঃসত্ত্বা অভিনেত্রী। সবে প্রেগন্যান্সির তৃতীয় পর্যায়ে পা দিয়েছেন।
গত বছরই আইনি বিয়ে সেরে ফেলেছিলেন রূপসা-সায়নদীপ।এদিকে বিয়ের বছর ঘোরার আগে মাতৃত্ব নিয়ে কটাক্ষকে পাত্তা দিতে চাননি-সায়দীপ-রূপসা। মাতৃত্বের সফর নিয়ে অভিনেত্রী বলেছিলেন, ‘যখন থেকে জানতে পেরেছি মা হতে চলেছি, এত দ্রুত দিনগুলো পেরিয়েছে কিছু উপলব্ধি করতে পারেনি। তখন বিয়ের প্রস্তুতি তুঙ্গে। ফাইনালি সবাইকে সুখবরটা দিলাম, তখন মনে হয়েছে আমি অনুভব করতে পারছি সত্যি আমি মা হতে চলেছি! সবাই অভিনন্দন বার্তা জানাচ্ছে, প্রতিদিন বুঝতে পারছি শরীরের আমার ভিতরে একটা প্রাণ বেড়ে উঠছে। এই অনুভূতিগুলো তো প্রথমবার অনুভব করছি, ভাষায় প্রকাশ করতে পারব না।’