আইনি বিয়ে আগেই সেরেছেন এবার পালা সোশ্যাল ম্যারেজের। ২০২৪ এর ডিসেম্বর মাসেই ছাদনাতলায় যাচ্ছেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। জানালেন তাঁর বিয়ের দিনক্ষণ সহ মেনু।
আরও পড়ুন: না ফেরার দেশে দঙ্গলের ববিতা, খবর পেয়েই সুহানির পরিবারের পাশে দাঁড়াতে ফরিদাবাদে ছুটে গেলেন আমির
বিয়ের পিঁড়িতে রূপসা চট্টোপাধ্যায়
বিয়ে করতে চলেছেন রূপসা। তিনি ছোট পর্দার অতি পরিচিত মুখ। বহুদিন ধরেই তিনি চুটিয়ে প্রেম করছেন সায়নদীপ সরকারের সঙ্গে। ইতিমধ্যেই তাঁদের আইনি বিয়ে হয়ে গিয়েছে। তবে সোশ্যাল ম্যারেজ কবে হয় সেই দিকেই তাকিয়ে ছিলেন অনুরাগীরা। এবার সেই তথ্যই প্রকাশ্যে এল।
আরও পড়ুন: করিনা - কৃতি - টাবুর ক্রিউয়ের ফার্স্ট লুকের সঙ্গে হলিউড ছবির মিল! নেটপাড়া বলছে, 'ঠিক যেন...'
আরও পড়ুন: ফিরছে শুভশ্রী - দেবালয় জুটি! উপন্যাসভিত্তিক ইন্দুবালা ভাতের হোটেলের পর এবার কোন গল্পের পালা?
জানা গিয়েছে এই বছরের ১৫ ডিসেম্বর বিয়ে করছেন রূপসা চট্টোপাধ্যায়। আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, ‘আজ থেকে প্রায় দুই বছর আগে আলাপ হয় সায়নদীপের সঙ্গে। ওর সঙ্গে আলাপ হওয়ার পরই ঠিক করে নিয়েছিলাম যে ওকেই বিয়ে করব। ২০২৩ সালে আইনি বিয়ে করি আমরা। এবার পরিবারের উপস্থিতিতে ১৫ ডিসেম্বর সোশ্যাল ম্যারেজ করছি। ইন্ডাস্ট্রির বন্ধুরাও সবাই থাকবেন। ১৮ ডিসেম্বর হবে রিসেপশন।’
আরও পড়ুন: প্রতিবারের মতো এবারেও মথুরা ভ্রমণ সৌমিতৃষার, কেকের বদলে প্রসাদ খেয়ে জন্মদিন উদযাপন দেবের নায়িকার
আরও পড়ুন: 'চাপ বেড়েছে, অভিনয়কেই এখন...', কাজের জন্যই রাজনীতি থেকে সরছেন মিমি? সাংসদ পদ থেকে ইস্তফা নিয়ে বললেন কী?
কী কী মেনু থাকছে রূপসা সায়নদীপের বিয়েতে?
রূপসা জানিয়েছেন তাঁর বিয়েতে সম্পূর্ণ ভাবে বাঙালি মেনু রাখা হবে। কিন্তু রিসেপশনের মেনু হবে আধুনিক ধাঁচে।
প্রসঙ্গত সায়নদীপ সরকার পেশায় কর্পোরেট কর্মী। অন্যদিকে রূপসা চট্টোপাধ্যায় ছোট পর্দা এবং ওয়েব সিরিজে দাপিয়ে কাজ করছেন। তিনি একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন। তাঁকে তুঁতে ধারাবাহিকে নায়িকার জায়ের ভূমিকায় দেখা গিয়েছিল। এছাড়া তিনি রুদ্রবীণার অভিশাপ, তানসেনের তানপুরা, ইত্যাদি সিরিজেও কাজ করেছেন। আগামীতে তাঁকে রামকমল মুখোপাধ্যায়ের নটী বিনোদিনী ছবিতে দেখা যাবে। এই ছবিতে তিনি কনকলতার চরিত্রে অভিনয় করবেন।