ভয়ঙ্কর এবং একই সঙ্গে দুর্ভাগ্যজনক ঘটনা। সমুদ্র সৈকতে বসে যোগা করতে গিয়ে ঢেউয়ে তলিয়ে গেলেন এক অভিনেত্রী। জানা যাচ্ছে, ওই অভিনেত্রীর বয়স মাত্র ২৪ বছর। কিন্তু কোথায়, কারসঙ্গে, কীভাবে ঘটেছে এমন ভয়ঙ্কর ঘটনা?
জানা যাচ্ছে, থাইল্যান্ডের কোহ সামুই দ্বীপে এই ঘটনা ঘটেছে। বিশাল ঢেউয়ের কবলে পড়ে মৃত্য হয়েছে কামিলা বেলিয়াৎস্কায়া নামে এক রাশিয়ান অভিনেত্রীর। জানা যায়, ঘটনার সময় ২৪ বছর বয়সী ওই অভিনেত্রী তাঁর প্রেমিকের সঙ্গে থাইল্যান্ডের ওই দ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন। ঢেউ আছড়ে পড়ার আগে তাঁর যোগা অনুশীলন ও শেষ মুহূর্তের ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে ওই বড় ঢেউ এক্কেবারেই অপ্রত্যাশিত ছিল। অভিনেত্রী যখন সমুদ্র সৈকতে থাকা বৃহৎ পাথরে বসে ধ্যানে মগ্ন ছিলেন। তখন আচমকাই একটা ঢেউ এসে তাঁকে টেনে নিয়ে যায়। একজন পথচারী তাঁকে উদ্ধার করার চেষ্টা করেন, তবে বাঁচাতে পারেননি। পরে সেখান থেকে কয়েক কিলোমিটার দূর থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়।
আরও পড়ুন-বোটক্স নিয়ে ভয়ানক অভিজ্ঞতা, ছবি মিত্তল বলছেন, ‘১ বছর আমার মুখের একদিক প্যারালাইজড ছিল’
এর আগে থাইল্যান্ডের কোহ সামুই দ্বীপে বেড়াতে আসা ওই রাশিয়ান অভিনেত্রী ওই জায়গাটির প্রতি তাঁর গভীর ভালবাসা প্রকাশ করেছেন। দ্বীপে বেড়ানোর ভিডিয়ো শেয়ার করে, তিনি বারবার সেই জায়গাটিকেই নিজের 'বাড়ি' ‘পৃথিবীর সেরা স্থান’ বলে উল্লেখ করেছিলেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছিলেন, ‘আমি সামুইকে খুব ভালোবাসি৷ এই জায়গাটি, এই পাথুরে সৈকতটি আমার জীবনে দেখা সেরা জায়গা৷ আপনাদের ধন্যবাদ মহাবিশ্ব, এই মুহূর্তে এখানে থাকার জন্য আমি খুব খুশি।’ তবে তখন কেই বা জানত, সেটিই তাঁর জীবনের শেষ স্থান হয়ে যাবে।
জানা যাচ্ছে, মর্মান্তিক ঘটনার দিন, মিসেস বেলিয়াৎস্কায়া এবং লাড কো ভিউপয়েন্টে বেড়াতে গিয়েছিলেন। তাঁকে সেখানকার ঢেউগুলির প্রশংসা করতেও দেখা যায়। সিসিটিভিতে তাঁকে একটা লাল গাড়িতে সেখানে এসে পৌঁছতে দেখা যায়। তারপরে তাঁকে গাড়িথেকে একটি গোলাপী মাদুর নিয়ে পাথরের দিকে একা হাঁটতে দেখা যায়। পরে মাদুরটিকে কোহ সামুইয়ের উত্তাল জলে ভাসতে দেখা গিয়েছে। এমন ঘটনায় হতবাক অভিনেত্রী অনুরাগীরা।