বাংলা নিউজ > বায়োস্কোপ > Sa Re Ga Ma Pa 2021: বউ অদিতি নয়, এই বলিউড নায়িকার ফোটো ওয়ালেটে রাখেন স্নিগ্ধজিৎ, ফাঁস হল সারেগামাপায়

Sa Re Ga Ma Pa 2021: বউ অদিতি নয়, এই বলিউড নায়িকার ফোটো ওয়ালেটে রাখেন স্নিগ্ধজিৎ, ফাঁস হল সারেগামাপায়

স্নিগ্ধজিৎ আর অদিতি।

স্নিগ্ধজিতের গোপন কথা ফাঁস করলেন বউ অদিতি-ই। 

জি টিভি-র জনপ্রিয় রিয়ালিটি শো সারেগামাপা চলছে জোর কদমে। আর এবারের সিজনের অন্যতম চর্চিত প্রতিযোগী হল স্নিগ্ধজিৎ ভৌমিক। ২০১৯ সালে বাংলা সারেগামাপা-য় দ্বিতীয় স্থান দখল করেন স্নিগ্ধজিৎ ভৌমিক। তারপর এবারে সোজা চলে গিয়েছেন জাতীয় মঞ্চে। 

সম্প্রতি সারেগামাপা-র মঞ্চে বিশেষ অতিথি হিসেবে হাজির ছিলেন রবিনা ট্যান্ডন। এদিন শো-তে সুদূর বাংলা থেকে এসেছিলেন স্নিগ্ধজিতের স্ত্রী অদিতিও। আর বরের ব্যাপারে গোপন তথ্য ফাঁস করলেন নিজেই। জানালেন, রবিনার জন্য পাগল স্নিগ্ধজিৎ। টিভিতে রবিনাকে দেখালেও বউকে ডেকে এনে এনে দেখান। 

এরপরই ফাঁস করেন আসল কথা। জানান, ওয়ালেটে রবিনার ফোটো নিয়ে ঘোরে তাঁর বর। আর বহুবছর ধরেই এই ফোটো সেখানে রয়েছে। শুনে লজ্জায় লাল হয়ে ওঠেন রবিনাও। স্টেজে চলে যান স্নিগ্ধজিতের পার্স চেক করতে। সাথে আবার ডেকে নেন অদিতিকেও।

রবিনা দেখেন সত্যি ওয়ালেটে তাঁর একটি পাসপোর্ট সাইজ ছবি রেখেছে স্নিগ্ধজিৎ। সাথে সাথে সেই ছবিটিতে যেমন নিজের সিগনেচার দেন, তেমনই লিপস্টিক পরা ঠোঁটের ছাপ ছবির পিছনে দিতেও ভোলেন না। এরপরই আদিতি আবদার করে বসে, রবিনাকে ব্যবস্থা করতে হবে তাঁর বর যেন তাঁর ছবিও ওয়ালেটে নিয়ে ঘোরে। এমনকী, নিজের একটা ছবিও সে তুলে দেয় রবিনার হাতে। আর অমনি নায়িকা তা অদিতির ঠোঁটে লাগিয়ে লিপস্টিকের ছাপ দিয়ে সেঁটে দেয় স্নিগ্ধজিতের বুকে।

স্ত্রীর সঙ্গে সম্পর্ক নিয়ে বহুবার মুখ খুলেছেন এই গায়ক। জানিয়েছেন তাঁর কেরিয়ারে অদিতির অবদানের কথা। একবার জানিয়েছিলেন, ‘এখন ভগবানের দয়ায় আমাদের অবস্থা স্বচ্ছল। এমন দিন গেছে, তখন আমার কাছে রেওয়াজ করবার তানপুরা ছিল না। অদিতি নিজের রক্ত বেচে আমার তানপুরা এনেছে।’

বায়োস্কোপ খবর

Latest News

শনি থেকে পরপর সরকারি অফিস বন্ধ! বিশ্বকর্মা পুজোয় ছুটি থাকবে? ব্যাঙ্ক কবে খোলা? ফিরছে কমিনে, হায়দার জুটি! বিশাল-শাহিদের যুগলবন্দিতে তড়কা 'ভাবি ২' তৃপ্তি দিমরি 'জুনিয়র ডাক্তাররা তো চেয়ার চাননি,যা বলেনি তা নিয়ে..' মমতাকে মনে করালেন বিমান বসু ‘জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জন্য মানুষ মারা যাচ্ছেন…অনেক তিলোত্তমা তৈরি হচ্ছে’ টেস্টে বাংলাদেশের উপরে একতরফা ছড়ি ঘুরিয়েছে ভারত, ২৪ বছরের খরা কাটবে শাকিবদের? টসে জিতল England , প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিল| ‘অভয়া ক্লিনিকে কানটা দেখিয়ে আসুন’, কাকে লিখলেন সুদীপ্তা? বিরসা লেখেন,'মাথা, মন.. কোথায় ছিল দেহ? আপনারা কোথায় ছিলেন? নির্যাতিতার পরিবারকে নিয়ে আরজিকরে CBI ভিনরাজ্যে বড় দায়িত্বে যাবেন দিলীপ ঘোষ, বাংলায় গুরুত্ব কমেছে ভারত-বাংলাদেশ টেস্ট ইতিহাসে সর্বাধিক উইকেট কাদের? সেরা পাঁচে রয়েছেন অশ্বিন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.