বাংলা নিউজ > বায়োস্কোপ > Padma Palash Halder-Kirtan: সারেগামাপা জয়ের পর এবার বাংলাদেশ সফর, ওপার বাংলায় কীর্তন শুনিয়ে এলেন পদ্মপলাশ

Padma Palash Halder-Kirtan: সারেগামাপা জয়ের পর এবার বাংলাদেশ সফর, ওপার বাংলায় কীর্তন শুনিয়ে এলেন পদ্মপলাশ

দেব চৌধুরী জানান, ২০১৯-এ একবার উত্তর ২৪পরগনার একটা স্টেশনে শেষ ট্রেন ধরে যাওয়ার সময় কীর্তনের আসর তাঁর মন কেড়েছিল। তিনি দেখেন রাধামাধবের মন্দিরে একজন পদাবলী কার্তনের সঙ্গে নজরুলগীতি, রবীন্দ্রসঙ্গীত, শ্যামাসঙ্গীত মিশিয়ে গাইছেন। কী অপূর্ব সেই গান, সেই ছেলেটিই আজকের জয়ী পদ্মপলাশ হালদার।