এই বছর দক্ষিণ কলকাতার একটি পুজো মণ্ডপে তৃণমূল সাংসদের মুখের আদলে তৈরি করা হচ্ছে দেবী মূর্তি। যাদবপুরের সেই পুজোর 'মুখ' হলেন এবার ঘরের মেয়ে সায়নী ঘোষ। জানা গিয়েছে কেন্দুয়া শান্তি সংঘের পুজোর মুখ হতে চলেছেন যাদবপুরের তৃণমূল সাংসদ।
কী জানা গিয়েছে এই পুজো বিষয়ে?
বৃহস্পতিবার, স্বাধীনতা দিবসের দিন কেন্দুয়া শান্তি সংঘের তরফে ঘোষণা করা হয় এবার তাঁদের পুজোয় দেবী মূর্তির মুখ তৈরি হবে সায়নীর মুখের আদলে। একই সঙ্গে তাঁরা জানান এবার পুজোয় তাঁদের থিম কী, কারা শিল্পী হিসেবে থাকছেন, ইত্যাদি। এই পুজো কমিটির এবারের থিম অনুনাদ। ইতিমধ্যেই শহরের বিভিন্ন জায়গায় এই পুজোর হোর্ডিং পড়ে গিয়েছে।
আরও পড়ুন: 'শাসক ভয় পায় কেন?', 'রাত দখল' - এর রাতেই আরজি করে প্রবল ভাঙচুর, প্রতিবাদে সরব ঋত্বিক - অঙ্কুশ
শিল্পী সুশান্ত পাল এবারের এই কেন্দুয়া শান্তি সংঘের প্রতিমা তৈরি করবেন। শিল্পী সুশান্ত পাল নাকি নিজেই এই পুজো কমিটির কাছে সায়নীর মুখের আদলে মাতৃমূর্তি বানানোর কথা বলেন। এরপর সেই প্রস্তাব অভিনেত্রী তথা সাংসদের কাছে গেলে তিনি সেই প্রস্তাবে রাজি হন। যদিও জানা গিয়েছে এই সমস্ত কিছুই হয়েছে লোকসভা ভোটের বহু আগে। অর্থাৎ এবারে জি যাদবপুর কেন্দ্র থেকে সায়নী লড়াই করবেন তৃণমূল কংগ্রেসের হয়ে বা জিতবেন সেটা জানার আগেই এই পুজো কমিটি তাঁদের এই ভাবনা ঠিক করে নিয়েছিলেন।
তবে এখনই এই বিষয়ে মুখ খুলতে চাননি সায়নী। জানিয়েছে। তিনি পরে এই ক্লাবের সঙ্গে যুক্ত হওয়ার বিষয় বা তাঁর মুখের আদলে দেবী মূর্তি তৈরি হওয়ার প্রসঙ্গ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হবেন।
আরও পড়ুন: 'জানি আমার আরও খারাপ হাল করবেন', মধ্যরাতে আরজি কর পৌঁছে চাঁচাছোলা ভাষায় মমতাকে আক্রমণ শ্রীলেখার
ওহ, এই বিষয়ে বলে রাখা ভালো। এই পুজো কমিটির থিম সং গাইছেন আরেক তৃণমূল কংগ্রেস নেতা বাবুল সুপ্রিয়।