এবারের লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্র থেকে জিতে সাংসদ হয়েছেন তৃণমূল নেত্রী সায়নী ঘোষ। কিন্তু পুজোর আমেজ মিটতে না মিটতেই দিলেন দুঃসংবাদ। তাঁর বাবা হাসপাতালে ভর্তি। কিন্তু কী হয়েছে তাঁর? কী জানালেন অভিনেত্রী?
কী পোস্ট করলেন সায়নী?
সায়নী ঘোষ এদিন ইনস্টাগ্রাম যে ছবিটি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে হাসপাতালের বিছানায় শুয়ে তাঁর বাবা। হাতে চ্যানেল করা। পরনে হাসপতালের পোশাক। পাশে দাঁড়িয়ে মেয়ে সায়নী। অভিনেত্রী তথা সাংসদের মুখে লেগে হাসি। তাঁর পরনে সাদা টিশার্ট, জিন্স এবং গলায় একটি স্কার্ফ।
এই ছবিটি পোস্ট করে অভিনেত্রী ওপার বাংলার জনপ্রিয় গায়ক মিনার রহমানের কারণে অকারণে গানটির কিছু লাইন তুলে ক্যাপশনে দেন। লেখেন, 'কারণে অকারণে, নিষেধে বা বারণে, / তোমার নামেই যতো জোছনা নিলাম। / ভেতরে বাহিরে, দহণে বা ধারণে, / আমায় নিখোঁজ ভাবো বা পাশেই ছিলাম।'
কী হয়েছে সায়নীর বাবা?
জানা গিয়েছে বেশ অসুস্থ সায়নী ঘোষের বাবা সমর ঘোষ। বিগত প্রায় এক সপ্তাহ ধরে তিনি ভর্তি আছেন দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে। তবে তাঁর ঠিক কী হয়েছে, কেন তিনি হাসপাতালে ভর্তি সেটা খোলসা করেননি অভিনেত্রী। কিন্তু কানাঘুষোয় শোনা গিয়েছে বাড়িতে জ্ঞান হারিয়ে পড়ে গিয়েছিলেন সমর ঘোষ। ফুসফুসে সংক্রমণ আছে তাঁর। কিছুদিন আগে অভিনেত্রীর মাও বেশ অসুস্থ হয়ে পড়েছিলেন।
কে কী বলছেন?
অনেকেই এই পোস্টে অভিনেত্রীর বাবার দ্রুত আরোগ্য কামনা করেছেন। এক ব্যক্তি লেখেন, 'কি হয়েছে কাকুর?' আরেকজন লেখেন, 'কাকুর দ্রুত সুস্থতা কামনা করি।' কেউ আবার কটাক্ষ করে লেখেন, 'সরকারি হাসপাতালে আমাদের মতো খেটে খাওয়া গরীব মানুষগুলো এরকম বেড আর সুযোগ সুবিধা কবে যে পাবে ! রাজ্যের সরকারি হাসপাতালে গেলে দেখা যায় অনেক মানুষ বেড পায়নি মেঝেতে শুয়ে আছে। সে দৃশ্য চোখে দেখা যায় না।'