নবাবী জীবন যেমনটা হয়। ছোট ভাইপো জাহাঙ্গির আলি খানের দুটি অদেখা ছবি নেটমাধ্যমের পাতায় শেয়ার করেছেন সাবা আলি খান। পতৌদি নবাব তথা অভিনেতা সইফ আলি খানের মেজ বোন সাবা।
জন্মের পর থেকেই তৈমুরের মতো জনপ্রিয় স্টার কিড জাহাঙ্গিরও। ফ্লাইটের ভিআইপিতে বাবা-মা সইফিনার কোলে চড়ে যাত্রা করছে সে। একরত্তির দুটি ছবি নেটমাধ্যমের শেয়ার করে পিসি সাবা লেখেন, ‘বাবার ডার্লিং আর মায়ের মাঞ্চকিন..। তোমরা কোনটা?’ সাবার তোলা ক্যানডিড ছবিগুলি মনে হচ্ছে একটি ব্যক্তিগত জেটে পারিবারিক ভ্রমণের ঝলক।
চোখে কালো রোদচশমা সইফের। নীল রঙের শার্ট পরেছেন অভিনেতা। সাদা ক্যাজুয়াল টি-শার্টে ধরা দিয়েছেন বেবো। একরত্তির পরনে ধূসর রঙের সোয়েট শার্ট এবং লাল প্যান্ট। দুটি ছবিতেই তৈমুরকে নিয়ে ব্যস্ত থাকতে দেখা গিয়েছে সইফিনাকে। করিনার কোলে বসে ওয়াটার বোতলে মুখ লাগিয়ে জল খেতে ব্যস্ত জেহ। আরও পড়ুন: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শিজানের বোন ফালাক, ছবি শেয়ার করে জানালেন অভিনেতার মা
নেটিজেনরা ভালোলাসায় ভরিয়ে দিয়েছেন জেহ-এর ছবিতে। এক নেটিজেনের মন্তব্য, ‘খুব মিষ্টি।’ কেউ লেখেন, ‘কিউটি পাই লিটল জেহ!!!! (লাল হার্ট ইমোজি)’।
আগামী ২১ ফেব্রুয়ারি দুই বছর পূর্ণ করবে জেহ। গত ২০ ডিসেম্বর ২০২২ ছয় বছরে পা দিয়েছে সইফিনার বড় ছেলে তৈমুর। খান পরিবার তাদের বড়দিনের ছুটি কাটিয়েছে যুক্তরাজ্যে। এরপরই সুইজারল্যান্ডেও বেড়াতে গিয়েছিলেন তাঁরা।
আগামীতে ‘আদিপুরুষ’ ছবিতে দেখা যাবে সইফ আলি খানকে। প্রভাস, সানি সিং এবং কৃতি শ্যাননও রয়েছেন এই ছবিতে। ভারতীয় চলচ্চিত্রের অন্যতম ব্যয়বহুল ছবি হিসাবে উল্লেখ করা হয়েছে এই ছবির নাম। বাজেট ছাড়িয়ে যাবে নাকি বাহুবলী, কেজিএফকে।
অন্যদিকে, করিনাকে শেষবার আমির খানের সঙ্গে লাল সিং চাড্ডা ছবিতে দেখা গিয়েছিল। ছবিটি গত বছর অগস্ট মাসের ১১ তারিখ মুক্তি পেয়েছিল। কিন্তু বক্স অফিসে তেমন মোটেই সাড়া পায়নি ছবিটি। পরবর্তীকালে এটি নেটফ্লিক্সে মুক্তি পায়।
আগামীতে বেবোকে সুজয় ঘোষের নতুন ছবিতে দেখা যাবে। সম্প্রতি তিনি হংসল মেহতার সঙ্গে একটি থ্রিলার ঘরানার ছবির শ্যুটিং শেষ করলেন। একই সঙ্গে তিনি বর্তমানে ‘ক্রিউ’ ছবিটির প্রস্তুতি নিচ্ছেন। সেখানে তাঁর সঙ্গে কৃতি শ্যানন এবং টাবুকে দেখা যাবে গুরুত্বপূর্ণ ভূমিকায়।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup