নানা সময় নানা অভিনেতাকে ফেলুদার চরিত্রে দেখা গিয়েছে। কিন্তু সৌমিত্র চট্টোপাধ্যায়ের পর কেউ যদি বাঙালির মননে ফেলুদা হিসেবে দাগ কেটে থাকেন তিনি হলেন সব্যসাচী চক্রবর্তী। কেবল ফেলুদা নয়, বিভিন্ন ধরনের চরিত্র দিয়েই তিনি দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। এবার এ হেন অভিনেতা কিনা মাত্র ৬৮ বছর বয়স অবসর গ্রহণ করতে চাইছেন! কিন্তু কেন? কী জানালেন তিনি?
আরও পড়ুন: আগামী বছর উচ্চমাধ্যমিক, জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে এসে রচনার কাতর আর্তি, 'ছেলে যেন পাশ করে যায়...'
কাজ এবং অবসর নিয়ে কী জানালেন সব্যসাচী চক্রবর্তী?
এদিন আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন তিনি এখন প্রায় কোনও কাজই করছেন না। যেহেতু দেবী চৌধুরানী ২ বছর আগে শুরু হয়েছে তাই করছেন। তাও পরিচালক শুভ্রজিৎ নাকি তাঁকে জোর করেই এই ছবিতে নিয়েছেন। এদিন বর্ষীয়ান অভিনেতা জানান, 'কোনও কিছু ভালো লাগছে না। কাজ কমিয়ে দিয়েছি তাই। ফেলুদা আর করলাম না। তাই ভালো লাগার জায়গাটাও বন্ধ হয়ে গেল।'
এর আগে গুজব রটেছিল তাঁর অবসর গ্রহণের। এবার সত্যিই অবসর নিতে চাইছেন সব্যসাচী চক্রবর্তী। তাঁর কথায়, 'হ্যাঁ, আমি এখন অবসর গ্রহণ করতে চাইছি। আমার করার মতো এখন আর কোনও চরিত্র নেই।'
সব্যসাচী চক্রবর্তী জানিয়েছেন তিনি গত দুই বছরে সিনেমা এবং সিরিজ মিলিয়ে ২২ টি বলিউডের কাজ ফিরিয়ে দিয়েছেন। তাঁর মতে তিনি কাজ না করলে হিন্দি বাংলা কোথাও কাজ করবেন না। যদিও তিনি যে অবসর নিতে চাইছেন সেটা মোটেই সমর্থন করছেন না তাঁর পরিবার। বিশেষ করে তাঁর স্ত্রী মিঠু চক্রবর্তী।
মিঠু চক্রবর্তী এবং সব্যসাচী চক্রবর্তীর স্বাস্থ্যের আপডেট
মিঠু চক্রবর্তীর ক্যানসার ধরা পড়েছে। চিকিৎসা চলছে তাঁর। দীপাবলির সময় তাঁকে তাঁর পরিবারের সঙ্গে দেখা গিয়েছে। পাশে ছিলেন তাঁর স্বামীও। সব্যসাচী চক্রবর্তীরও এই বছর বুকে পেস মেকার বসেছে। তবে আপাতত তাঁরা দুজনেই সুস্থ আছেন।