বাংলা নিউজ > বায়োস্কোপ > Sabyasachi Chakroborty: 'আমার কথা ভুল ব্যাখ্যা করা হয়েছে', অবসর প্রসঙ্গে কী বললেন সব্যসাচী

Sabyasachi Chakroborty: 'আমার কথা ভুল ব্যাখ্যা করা হয়েছে', অবসর প্রসঙ্গে কী বললেন সব্যসাচী

অবসর প্রসঙ্গে কী বললেন সব্যসাচী

Sabyasachi Chakroborty: এখনও অনেকের কাছেই ফেলুদা শব্দটা শুনলেই সৌমিত্র চট্টোপাধ্যায়ের পর যাঁর নাম মনে আসে তিনি হলেন সব্যসাচী চক্রবর্তী। কিন্তু কয়েক মাস আগেই শোনা গিয়েছিল তিনি নাকি অবসর নিতে চলেছেন। এবার নিজেই সেই বিষয়ে সত্যি প্রকাশ্যে আনলেন।

ফেলুদা (Feluda), এই নামটা শুনলেই যেমন সৌমিত্র চট্টোপাধ্যায়ের (Soumitra Chatterjee) নামটা মনে আসে, তেমনই তাঁর পর সবার যাঁর নাম সব থেকে বেশি মনে পড়ে তিনি হলেন সব্যসাচী চক্রবর্তী (Sabyasachi Chakraborty)। বাঙালির এই পছন্দের ফেলুদাকে নিয়েই কয়েক মাসে এক মিথ্যে রটনা রটে যায়। শোনা যায় তিনি নাকি অবসর নিতে চলেছেন। বেশিদিন নয়, এই বছরের জানুয়ারি মাসেরই ঘটনা। বাংলাদেশে গিয়ে এই বিষয়ে উত্তর দিয়েছিলেন সব্যসাচী নিজেই, সবাই তার ভুল অর্থ বোঝে। তারপর আর কী! তাঁর অনুরাগীদের মন খারাপ। কিন্তু এবার গোটা বিষয়ে মুখ খুললেন অভিনেতা। বললেন তিনি যা বলতে চেয়েছিলেন সেটাকে সকলে ভুল বুঝেছেন। অর্থাৎ তিনি অবসর নিচ্ছেন না? কী জানালেন সব্যসাচী?

বর্তমানে অভিনেতা খুব একটা বেশি ফোন ব্যবহার করেন না। ফলে তাঁর অবসর নিয়ে যখন নানা কল্পনা, গুজব ছড়ায় তখন তাঁর কোনও প্রতিক্রিয়াও পাওয়া যায়নি গোটা বিষয়ে। অভিনেতার বারংবার একটাই কথা বলেছেন, এবং আজকাল হামেশাই বলেন, সেটা হল তিনি নাকি বড় ক্লান্ত। তাঁর কথায়, 'আমি ক্লান্ত। দুবার করোনা হওয়ায় আমি ভীষণই কাহিল হয়ে পড়েছি।' সেই কারণেই কি তিনি অবসর নিতে চাইছেন? উত্তর দিলেন আনন্দবাজারকে।

সম্প্রতি সত্যজিৎ রায়ের জন্মদিনে তাঁর বাড়ি গিয়েছিলেন সব্যসাচী। সেখানেই তিনি একটি সাক্ষাৎকারে বলেন, 'বয়স বাড়ছে, তাই একটু বিরতি নিয়েছি। কিন্তু আমি এখনই অবসর নিচ্ছি না। আর কোনওদিন অভিনয় করব না এমনটাও নয়।'

কিন্তু কি নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল?

গত জানুয়ারি মাসে অভিনেতা বাংলাদেশ গিয়েছিলেন। তিনি সেখানে ২১ তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেন। আর সেখানেই একটি সাক্ষাৎকারে তিনি বলেন যে তিনি আর অভিনয় করতে চান না। তাঁর কথায়, 'আমার বয়স হয়েছে। এবার নতুনদের জন্য আমার জায়গা ছেড়ে দেওয়া উচিত।'

এদিন তিনি সাক্ষাৎকারে সকলের ভুল ভাঙিয়ে বলেন, 'আমাকে লাগাতার প্রশ্ন করা হচ্ছিল যে আমি আমার কবে পর্দায় ফিরব। তখন আমি বিরক্ত হয়ে জানি না বলায় সবাই যখন জিজ্ঞেস করে আমি অবসর নিচ্ছি কিনা আমি 'তাহলে তাই' বলে দিই। আসলে আমি বিরক্ত হয়ে গেলে এমনই উত্তর দিই। আমার সেই কথারই ভুল ব্যাখ্যা করা হয়েছে।' তিনি এদিন আরও বলেন, 'আমি এখন অনেক কম কাজ করি। কাজ করা অনেক কমিয়েছি এটা ঠিক, কিন্তু তার মানে এটা নয় যে আমি অবসর নিচ্ছি। ধরুন আমায় কেউ চা খেতে দিল আমি বললাম খাব না। তার মানে কি আমি চা খাওয়া ছেড়ে দিচ্ছি নাকি?'

বায়োস্কোপ খবর

Latest News

বাংলাদেশের বিরুদ্ধে ভারতের টেস্ট স্কোয়াডে ঢুকলেন আকাশ দীপ-যশ দয়াল, ফিরলেন পন্ত ‘ওঁর নতুন স্বামীই তো বলেছেন..’, সোহিনী-দীপ্সিতাকে দু'পাশে নিয়ে হাঁটতে চান কল্যাণ ভাদ্রপদের শেষ একাদশীতে পক্ষ পরিবর্তন করে শ্রীহরি, জেনে নিন তিথি ও পুজোর শুভ সময় 'ডাক্তারদের আন্দোলনের জন্য আমার ভাই চিকিৎসা পেল না, প্রাণটা গেল, জাস্টিস চাই' ১২ রানে আউট হয়েও সাঙ্গাকারার দুরন্ত রেকর্ড ভাঙলেন জো রুট, এলিট লিস্টে উঠলেন ছয়ে 'কেন ৩০ মিনিটের মধ্যে…' পলিগ্রাফ টেস্টে সঞ্জয়কে আর কী প্রশ্ন করা হয়েছিল? ‘অত্যাচারের সময় আমার মেয়েটা যখন মা-মা করে কাঁদছিল, সেই কান্নাটা রোজ কানে বাজে…’ পন্তের টেস্ট স্কোয়াডে ফেরা কার্যত পাকা, সোমবারই সুখবর পেতে পারেন বাংলার আকাশ দীপ প্রেমের বিয়েতে বাধা আসছে! রাধা অষ্টমীতে করুন এই কাজ, বাধা ঘুচবে শীঘ্র বিবাহ হবে ‘ব্রা-এর সাইজ জানতে চাওয়া’র অভিযোগ, আরজি কর কাণ্ডে পথে নেমে হুঁশিয়ারি জয়জিৎ-এর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.