বাংলা নিউজ > বায়োস্কোপ > Sabyasachi Chowdhury On Aindrila Sharma: 'যেতে দিলে তো যাবে!', আবার মিরাকেল ঐন্দ্রিলার, আশার আলোর খবর দিলেন সব্যসাচী

Sabyasachi Chowdhury On Aindrila Sharma: 'যেতে দিলে তো যাবে!', আবার মিরাকেল ঐন্দ্রিলার, আশার আলোর খবর দিলেন সব্যসাচী

ঐন্দ্রিলা যেন মিরাকেলের অপর নাম

Aindrila Sharma Health Update: মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন ঐন্দ্রিলা। সেদিন ঠিক কী হয়েছিল জানালেন তাঁর বন্ধু সব্যসাচী।

মিরাকেল হয় না কে বলেছে? ঐন্দ্রিলা শর্মা নিজের জীবন দিয়েই যেন বারবার সেটার প্রমাণ দিচ্ছেন। কয়েকদিন আগেই ঐন্দ্রিলা শর্মার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। হার্টবিট রেট নামতে শুরু করে। একটা সময় সেটা ৪০ এর নিচে নেমে যায়। মনিটরে তখন আর কোনও সংখ্যা নেই। কেবলই শূন্যতা। প্রিয়জনরা কাঁদতে শুরু করেছেন। মেয়েটা কি তবে সমস্ত লড়াই শেষ করে দিল? এত মানুষের প্রার্থনা, চিকিৎসকদের চেষ্টা বিফলে গেল? শুরুতে তাই মনে হয়েছিল। তবুও চিকিৎসকরা হার মানেননি। লড়াই চালিয়ে যান। যদি কিছু করা যায়।

এক মিনিট, দু মিনিট করে কয়েক মিনিট কাটে। তারপরেই ম্যাজিক ঘটে যায়। ম্যাজিক নয় তো কী! ঐন্দ্রিলার থমকে যাওয়া হৃদস্পন্দন ফেরত এল যে। চিকিৎসকদের চেষ্টায় সাড়া দিল লড়াকু মেয়েটা। মনিটর দেখাচ্ছে হার্টবিট রেট ১২০। কিন্তু ফের হার্টবিট কমতে শুরু করে। কমতে থাকে রক্তচাপ। হাসপাতালের নিউরো সার্জেন ডাকা হলে তিনি জানান, 'ঐন্দ্রিলা নেই। ও চলে গিয়েছে অনেকক্ষণ। এভাবে ওকে আটকিয়ে রেখো না। লেট গো হার পিসফুলি।'

সব্যসাচী, ঐন্দ্রিলার লড়াইয়ের সঙ্গী কিন্তু হাল ছাড়েননি চিকিৎসক বলার পরেও। সবাই তখন শেষের প্রহর গুনছে। ফেসবুকেও ততক্ষণে ছড়িয়ে গেছে 'খবরটা'। একা সব্যসাচী হাল ছাড়েননি, ঐন্দ্রিলার হাত ধরে মিরাকেলের অপেক্ষায় ছিলেন। আর সেটাই হল! সব্যসাচীর কথায়, 'কিন্তু রাখে বড়মা মারে কে?'

অভিনেতা তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লেখেন, ' বিকেলে ঐন্দ্রিলার শরীর ঠাণ্ডা, হাত, পা, মুখ ফুলছে। হার্টবিট রেট ৪৬, বিপি ৬০/৩০। আগেরদিন ডাক্তারের কথাটা কেবলই মাথায় ঘুরছিল, ওর শরীরটাকে আটকে রাখার জন্য নিজেকে অপরাধী মনে হচ্ছিল। থাকতে না পেরে ওর মাকে বললাম এত কষ্ট দেখতে করছি না যে। শান্তিতে যেত। কিন্তু মুখে বললেও কী মন মানে? মায়ার টান যে বড় কঠিন।' ঠিকই তো, মায়ার টান কাটানো বড়ই কঠিন।

তবে নিয়তির অন্য কিছু ইচ্ছে ছিল বোধহয়। সেদিন রাত আটটায় আরও একবার মিরাকেল ঘটল। ঐন্দ্রিলার অসাড় হয়ে যাওয়া হাত নড়ল, হার্টবিট রেট বেড়ে ৯১! ১৩০/৮০ রক্তচাপ। শরীর ক্রমশ গরম হতে থাকে। নতুন করে বাঁচার লড়াইয়ে ফিরে আসেন ঐন্দ্রিলা।

বেঁচে থাকার লড়াই কাকে বলে এই লড়াকু অভিনেত্রী যেন প্রতিপদে আমাদের সকলকে দেখিয়ে দিচ্ছে। কী অদম্য জীবন শক্তি। কী অদম্য বাঁচার চেষ্টা। সব্যসাচী জানান, বর্তমানে ঐন্দ্রিলা আগের তুলনায় ভালো আছেন। একপ্রকার কোনও সাপোর্ট ছাড়া আছেন। ভেন্টিলেশনে থেকেও বেরোনোর চেষ্টা করছেন অভিনেত্রী।

ইতিমধ্যেই গায়ক অরিজিৎ সিং তাঁর চিকিৎসার সমস্ত দায়ভার নিজের কাঁধে তুলে নিয়েছেন। এই কারণে সব্যসাচী তাঁর পোস্টে ধন্যবাদ জানান অরিজিতকে।

বায়োস্কোপ খবর

Latest News

রাগের মাথায় পুলিশকেই গাড়ি চাপা দিতে গেলেন! পাকিস্তানি মহিলার ভাইরাল কাণ্ড Mango Benefits: আম স্বাদ ও স্বাস্থ্যের ভাণ্ডার, আম খেলে কী কী উপকার পাবেন দেখুন হেলথ ফুড ক্যাটাগরি থেকে বাদ পড়ল হরলিক্স! ছোটদের জন্য আর স্বাস্থ্যকর নয় এটি? দশম শ্রেণিতে ৯৩.৫% নম্বর দেখে অজ্ঞান শিক্ষার্থী, আইসিইউতে ভর্তি সন্দেশখালির ছায়া আমতায়, রাতে মহিলাদের ডেকে নির্যাতনের অভিযোগ TMCর বিরুদ্ধে জন্মদিনে মেয়ের সামনেই শোভনের গালে আলতো চুমু, পা ছুঁয়ে প্রণামও করলেন বৈশাখী ‘‌সরি টু সে, আমায় তো ভোটটা করতে হবে’‌, কল্যাণকে এবার কড়া জবাব দিলেন কাঞ্চন ১৫ বছরের অপেক্ষা শেষ, ৮০০ জনকে প্রাথমিকে নিয়োগ দিতে নির্দেশ আদালতের টসে জিতল Pakistan , প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিল| দ্বিতীয় কিপার হিসেবে লড়াই রাহুল-সঞ্জুর, ষষ্ঠ বোলারের দৌড়ে বিষ্ণোই-অক্ষর-আবেশ

Latest IPL News

'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো ‘আমি অনুরোধ করেছিলাম,তবে ও শোনেনি’,উথাপ্পার কোন ব্যবহার এখনও মনে রয়েছে কুম্বলের? ফুটবল খেলে,বাচ্চাদের সঙ্গে কেক কেটে জন্মদিনের সপ্তাহের শুরু সচিন তেন্ডুলকরের MI-এ বেশি দিন খেললে ব্রেন ফেটে যাবে- বিস্ফোরক রায়ডু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.