বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘গলাকাটা’ হওয়ার থেকে সব্যসাচীকে রক্ষা ঐন্দ্রিলার! জানতেন নায়িকার এই বিশেষ গুণ?

‘গলাকাটা’ হওয়ার থেকে সব্যসাচীকে রক্ষা ঐন্দ্রিলার! জানতেন নায়িকার এই বিশেষ গুণ?

সব্যসাচী-ঐন্দ্রিলা

দরদাম করতে বেজায় পটু ঐন্দ্রিলা। সেই ঘটনা নেটমাধ্যমে শেয়ার করলেন অভিনেতা সব্যসাচী চৌধুরী।

প্রেমিকা ঐন্দ্রিলা শর্মাকে নিয়ে নেটমাধ্যমে মজার পোস্ট করলেন অভিনেতা সব্যসাচী চৌধুরী। কেনাকাটা করার সময়ে দরদাম করতে পটু ঐন্দ্রিলা, পোস্টে এ কথা ফাঁস করলেন তিনি। টেলি অভিনেত্রীর এই বড়সড় বিশেষ গুণের কথা অনুরাগীদের কাছে জানালেন অভিনেতা।

সব্যসাচী জানিয়েছেন, একটি মোবাইলের কভার কিনতে গিয়েছিলেন তাঁরা। বিক্রেতা কভারের দাম চেয়েছিলেন ৪৫০ টাকা। সেই মোবাইলের কভার দরদাম করে পঞ্চাশ টাকায় কিনেছেন ঐন্দ্রিলা। যা দেখে রীতিমতো অবাক সব্যসাচী। সেই ঘটনা নেটমাধ্যমে শেয়ার করলেন তিনি। কীভাবে?

সব্যসাচী লিখেছেন, ‘আমার মা বলে দরদাম করাটা একটা শিল্পের পর্যায় পরে, যে শিল্পে আমি একেবারেই সিদ্ধহস্ত নই। কলেজে পড়ার সময়ে ধর্মতলার ফুটপাথে টিশার্ট কিনতে যেতাম, আমায় দেখলেই ওরা দাম বাড়িয়ে দিতো। মা বলতো তুই একা যাস না, নিউমার্কেটে দরাদরি না করতে পারলে ওরা গলাকাটা দাম নেয়।’

ধর্মতলায় শপিং করার একটি গল্প ফাঁস করেন অভিনেতা। প্রেমিকা ঐন্দ্রিলাকে বিগ বস বলে সম্বোধন করেন সব্যসাচী। লেখেন, ‘অনেকদিন পর সেদিন ধর্মতলা গেছিলাম একটা কাজে, তবে একা যাইনি, সাথে বিগবস্ গিয়েছিলেন। মোবাইলের কভার দেখে ভাবলাম একটা কিনি, দাম জিজ্ঞাসা করায় ফক্কর ছোকরা দোকানদার জানালো সাড়ে চারশো টাকা। মিনমিন করে বলতে যাচ্ছিলাম, 'চারশোতে হবে?', হঠাৎ বাঁদিকের পাঁজরের নিচে একটা কনুইয়ের গুঁতো খেয়ে ওঁক করে উঠে চুপ করে গেলাম। গম্ভীর গলায় উনি দোকানদারকে জানালেন ‘পঁচাত্তর দেব।’ আমি মুহূর্তের মধ্যে পাঁজরের ব্যাথা ভুলে গেলাম, শুধু পঁচাত্তর শুনলাম নাকি, আগে একটা দুই-তিন বা নিদেনপক্ষে একটা এক অবধি নেই দেখছি। দোকানদার সোজা চাঁদ থেকে আছড়ে পড়লো মাটিতে, দুইবার বগল চুলকে বললো ‘অ্যাঁ’। মেঘমন্দ্র স্বর ফের জানালো ‘পঁচাত্তর দেব’। এইবার আমি ভুল শুনিনি। জীবনে নাচিনি আমি, তবু অবিকল মাইকেল জ্যাকসনের মুনওয়াক নকল করে সুরুৎ করে কয়েক পা ডাইনে সরে গেলাম। আমি আর চিনি না ভদ্রমহিলাকে, আমি তখন চৌরুঙ্গী হোটেলের ব্যালকনি দেখছি মন দিয়ে। ওদিকে তখন এক ভয়ঙ্কর তরোয়াল যুদ্ধ চলছে, মিনিট তিনেক ফেন্সিং চলার পর কানে এলো চিমড়ে দোকানদার বলছে, ‘ঠিক আছে, একশো দেবেন, ফাইনাল।’

জল আরও দূর গড়িয়েছে। অভিনেতা লিখেছেন, ‘কি আশ্চর্য, এমনও হয় নাকি, হাসিহাসি মুখে গুটিগুটি গিয়ে সবে পাশে দাঁড়িয়েছি, হঠাৎ উনি দোকানদারকে জানালেন 'দুটো নেবো, দেড়শো দেব।' এবারে আর মুনওয়াক করার সময় পাইনি, স্যাট করে এবাউট টার্ন নিলাম, ছেলেবেলায় পিটি ক্লাসে এমনটা করতাম। আমারই বুকটা কেমন চিনচিন করছে, দোকানদারের না স্ট্রোক হয়ে যায়। মন দিয়ে ইডেনের আলো দেখছি, খেলা আছে বোধহয়। এদিকে পেছনে রাম-রাবণের যুদ্ধ হচ্ছে। কে যে কার গলা কাটছে বোঝা দায়। খানিক পরে, প্রায় মরিয়া হয়ে দোকানদার ডেকে উঠলো, ‘স্যার, আপনি দুটো নিয়ে যান, ১৮০ দেবেন"। স্যার তখন মূক ও বধির, মন দিয়ে কেসি দাসের লাল সাইনবোর্ড দেখছেন, পেছনে ঘোরার সাহস দেখাননি। আর ঘুরেই বা কি লাভ, ওয়ালেট হারিয়ে ফেলি, তাই সেটাও ওনার ব্যাগেই আছে। স্যার এখন ড্রাইভার মাত্র।’

তবে ঐন্দ্রিলাও তাঁর বিশেষ গুণে দুটি মোবাইল কভার ১৫০ টাকায় রীতিমতো আদায় করে ছাড়লেন। সব্যসাচী মজার ছলে লিখছেন, ‘মিনিটখানেক পর, পিঠে টোকা পড়লো, অবশেষে ঘুরলাম। কান অবধি হেসে দুটো মোবাইল কভার নিয়ে উনি দাঁড়িয়ে, সগর্বে বললেন 'দেড়শো ফাইনাল'। ফুচকাওয়ালা একটা স্টিলের বাটিতে তেঁতুল চটকে মাখে, দেখেছো কখনো, ঠিক ওরকম তেঁতুল চটকানো মুখ করে সিড়িঙ্গে দোকানদার জানালেন ‘আবার আসবেন স্যার’। পাগল না পেট খারাপ, আর আসি আমি, একা পেলে হয়তো সত্যিই গলা কুপিয়ে দেবে।' (অপরিবর্তিত)

যদিও সব্যসাচীর এই পোস্টে মন্তব্য করতে ভোলেননি ঐন্দ্রিলা। তিনি লেখেন, ‘আবার যেতে হবে সময় নিয়ে।’ এ সব পড়ে হেসে কুটোপাটি নেটিজেন। 

 

 

বায়োস্কোপ খবর

Latest News

নবীনবরণকে কেন্দ্র করে মামলা গড়াল হাইকোর্টে, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় সরগরম ২২-এ পা! মায়ের হাত ধরে কেক কাটলেন সারেগামাপা খ্যাত অঙ্কিতা, পেলেন কী কী উপহার? মন্নত ছাড়াও লন্ডন, দুবাইয়ে আছে শাহরুখের বাড়ি, আর কোন কোন Kingdom-এর মালিক তিনি সিগারেট-মদে ডুবে থাকে, বাঙালিদের তোপ মোদীর উপদেষ্টার, ‘অপমান’ মৃণাল সেনকে ‘আপকে পিষে দেওয়ার চেষ্টা’, অভিযোগ কেজরিওয়ালের, ১ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজত ভিডিয়ো: RR vs DC ম্য়াচের আগে নেটের পিছন থেকে পন্তকে তাতালেন বোলার অশ্বিন Skin Care: আপনার মুখ দাগে ভর্তি হয়ে গিয়েছে! এইভাবে বেসন দিয়ে মুখের দাগ দূর করুন শুধু নেট পরীক্ষার স্কোর দিয়েই PhDতে ভর্তি, হবে না পৃথক পরীক্ষা, জানিয়ে দিল UGC ‘‌বিজেপি প্রার্থীকে ভোট না দিলে পরে ব্যবস্থা হবে’‌,‌ তদন্তে নির্বাচন কমিশন বিয়ে নয়, কেবল বাগদানই সেরেছেন অদিতি-সিদ্ধার্থ? আংটি দেখিয়ে কী লিখলেন?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.