বাংলা নিউজ > বায়োস্কোপ > Aindrila Sharma-Sabyasachi Chowdhury: নিজের হাতে করে নিয়ে এসেছিলাম, নিজের হাতে ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবো: সব্যসাচী

Aindrila Sharma-Sabyasachi Chowdhury: নিজের হাতে করে নিয়ে এসেছিলাম, নিজের হাতে ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবো: সব্যসাচী

প্রেমিক সব্যসাচীর সঙ্গে ঐন্দ্রিলা (ছবি ফেসবুক)

Sabyasachi Chowdhury: 'মেয়েটা লড়ে যাচ্ছে, সাথে লড়ছে একটা গোটা হাসপাতাল। নিজের হাতে করে নিয়ে এসেছিলাম, নিজের হাতে ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবো। এর অন্যথা কিছু হবে না’, ঐন্দ্রিলাকে নিয়ে পোস্ট সব্যসাচীর।

কেমন আছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার? এই খবর শোনার জন্য মুখিয়ে রয়েছেন তাঁর ভক্ত এবং শুভানুধ্যায়ীরা। এখনও জ্ঞান ফেরেনি তাঁর। শুক্রবার শেষ পাওয়া খবর অনুযায়ী, হাওড়ার বেসরকারি হাসপাতালে চিকিৎসকের কড়া পর্যবেক্ষণে রয়েছেন অভিনেত্রী। এ দিন সকাল পর্যন্ত ঐন্দ্রিলার শারীরিক অবস্থা অপরিবর্তিত।

এই পরিস্থিতিতে হাসপাতালে প্রতিটা মুহূর্তে ঐন্দ্রিলার সঙ্গে রয়েছেন তাঁর প্রেমিক সব্যসাচী চৌধুরী। বৃহস্পতিবার সকালে অভিনেতা সৌরভ দাস ফেসবুক পোস্টে জানিয়েছিলেন, ‘আমি আর দিব্য সব্যসাচীর সঙ্গে শুরু থেকে রয়েছি। তবে ফোন তোলার মতো পরিস্থিতি নয় এখন। সঠিক সময় সব্য ঠিক জানিয়ে দেবে, যেমনটা ও সবসময় করে আসছে।’

আরও পড়ুন: চিকিৎসকের কড়া পর্যবেক্ষণে, কেটে গিয়েছে ৭২ ঘণ্টা, শরীর কেমন আছে ঐন্দ্রিলার

শুক্রবার দুপুরের দিকে সব্য়সাচী চৌধুরী ফেসবুক পোস্টে লেখেন, ‘ঐন্দ্রিলার বিষয়ে অযথা নেতিবাচক খবর ছড়ানো বন্ধ করুন। আমি এখনও অবধি কোনও সংবাদমাধ্যমের সাথে যোগাযোগ করিনি, সাক্ষাৎকার দিইনি, দেবও না। শুধু জেনে রাখুন মেয়েটা লড়ে যাচ্ছে, সাথে লড়ছে একটা গোটা হাসপাতাল। নিজের হাতে করে নিয়ে এসেছিলাম, নিজের হাতে ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবো। এর অন্যথা কিছু হবে না।’

ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর মাথায় রক্তজমাট বেঁধেছে ঐন্দ্রিলার। মঙ্গলবার রাতেই অস্ত্রোপচার হয় অভিনেত্রীর। সেদিন থেকে কোমায় রয়েছেন তিনি। দিনরাত চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন। মস্তিষ্কে অস্ত্রোপচারের পর নিউরো আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হয় তাঁকে। অভিনেত্রীর খবরে উদ্বিগ্ন ভক্তরা। সকলেই তাঁর দ্রুত সুস্থ হয়ে ওঠার প্রার্থনা করছেন।

বন্ধ করুন