বাংলা নিউজ > বায়োস্কোপ > Sabyasachi Chowdhury: ঐন্দ্রিলা চলে যাওয়ার পর সেভাবে আসেন না প্রকাশ্যে, ভিডিয়ো বার্তায় কী বললেন সব্যসাচী?

Sabyasachi Chowdhury: ঐন্দ্রিলা চলে যাওয়ার পর সেভাবে আসেন না প্রকাশ্যে, ভিডিয়ো বার্তায় কী বললেন সব্যসাচী?

নতুন ধারাবাহিক নিয়ে কথা বললেন সব্যসাচী। 

সব্যসাচী আর ঐন্দ্রিলার ভালোবাসা এখনও একাধিক মানুষের হৃদয়ের খুব কাছের। ভিডিয়ো বার্তায় কী বললেন অভিনেতা সম্প্রতি?

গত বছর বড় ধাক্কা এসেছে অভিনেতা সব্যসাচী চৌধুরীর জীবনে। প্রেমিকা ঐন্দ্রিলা শর্মার মৃত্যুশোক হয়তো এখনও কাটিয়ে উঠতে পারেননি। তবে কাজে ফিরেছেন মাসখানেক আগেই। এতদিন নিজেকে দূরেই রেখেছিলেন সবকিছু থেকে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ক্যামেরা, এড়িয়ে গিয়েছেন সবকিছু।

পর্দায় এবার তিনি কালীভক্ত রামপ্রসাদ। সেই ধারাবাহিকের ফার্স্টলুক প্রকাশ্যে আসার পর থেকেই তাঁকে দেখতে পাওয়ার অপেক্ষায় দিন গুনেছে তাঁর অনুরাগীরা। এই চরিত্রের জন্য একেবারে বদলে ফেলেছেন নিজের ভোল। দাড়ি গোঁফ কেটে ফেলে একেবারে ক্লিন শেভে তিনি। দকর্শকদের জন্য শেয়ার করলেন বিশেষ বার্তাও। এই ধারাবাহিকে সব্যসাচীর বিপরীতে দেখা যাবে সুস্মিলি আচার্যকে। আরও পড়ুন: হিন্দিতে ভাষণ দিতে গিয়ে খাবি খাচ্ছেন নাইসা! কাজল-অজয় কন্যাকে নিয়ে উঠল হাসির রোল

অভিনেতাকে বলতে শোনা গেল, ‘খুব শীঘ্রই রামপ্রসাদ হয়ে পর্দায় আসছি। রামপ্রসাদের কথা অল্প বিস্তর সকলেই জানেন। ১৭১৮ সালে কুমারহট্ট গ্রামে জন্ম গ্রহণ করেন সাধক রামপ্রসাদ সেন। তাঁর জীবনের যাত্রাপথই তুলে ধরা হবে এই ধারাবাহিকে। কেমন মানুষ ছিলেন রামপ্রসাদ সেন। কেমন সংসারী ছিলেন। তাঁর স্ত্রী ছিল, পুত্র ছিল, পরিবার ছিল, তিনি একদিকে কবি ছিলেন তো অন্যদিকে গীতিকার, সুরকারও ছিলেন, তাঁর গানে মুগ্ধ হতেন সকলেই। সংসারে থেকেও তিনি যেভাবে মা কালীকে খুঁজে পাওয়ার চেষ্টা করেছেন এবং শেষ অবধি খুঁজে পেয়েছেন, সেই যাত্রাই তুলে ধরা হবে এই ধারাবাহিকে।’ আরও পড়ুন: আলিয়ার উপর ছবি শিকারিদের গোপন হামলা, হস্তক্ষেপ করে কী পদক্ষেপ নিল মুম্বই পুলিশ?

তাঁকে আরও বলতে শোনা গেল যে মূলত গল্পটি ১৭০০ সালের মাঝামাঝি সময়ের। আর সেকথা মাথায় রেখেই সেট তৈরি করা হয়েছে। সব্যসাচীর কথায়, ‘ডিসেম্বরের ঠান্ডায় মাঝরাতে শ্যুটিং করতে করতে মনে হয়েছে আমি যেনো ১০০ বছর পিছিয়ে গিয়েছি। তখন যেভাবে বিয়ে করা হত সেভাবেই সাজানো হয়েছে বিয়ের মণ্ডপ। গভীর রাতেও যেভাবে গোটা সেট প্রবল এনার্জি নিয়ে কাজ করেছে তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা মুশকিল। আমি ভাগ্যবান যে বছরের পর বছর এরকম একটা টিম ও চ্যানেলের সঙ্গে কাজ করতে পারছি।’

খুব জলদি স্টার জলসায় শুরু হবে এই ধারাবাহিক। এখন দেখার কোন মেগার জায়গা নেয় এটি আর কোন স্লটে আসে।

 

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন