গত ৩০শে ডিসেম্বর প্রোমোর শ্যুটিং সেরেছিলেন সব্যসাচী, আর নতুন বছরের প্রথম সপ্তাহেই সামনে এল অভিনেতার কামব্যাক শো ‘রামপ্রসাদ’ এর প্রোমো। প্রেমিকা ঐন্দ্রিলার মৃত্যুশোক কাটিয়ে খুব শীঘ্রই স্টার জলসার পর্দায় দেখা যাবে অভিনেতাকে। যেমনটা দর্শকদের আগেই জানিয়েছিলাম, এই সিরিয়ালে ‘রামপ্রসাদ’ সব্যসাচীর স্ত্রীর চরিত্রে থাকছেন অভিনেত্রী সুস্মিলি আচার্য্য মানে সবার প্রিয় ‘সৌদামিনী’।
প্রকাশ্যে 'রামপ্রসাদ'-এর প্রমো
‘সংসারে থেকেও মা কালীকে পাওয়ার গল্প’ ফুটে উঠবে স্টার জলসার এই ভক্তিমূলক শো'তে। এই সিরিয়ালে শ্যামা মায়ের চরিত্রে দেখা যাবে পায়েল দে-কে। সিরিয়ালের প্রথম ঝলকে দেখা গেল রামপ্রসাদ ও সর্বাণী (সুস্মিলি)-র বিয়ের ঝলক। ছাদনা তলায় শুভদৃষ্টি, তারপর মালাবদল, সিঁদুরদান করে নতুন জীবন শুরু দুজনের। বাসর রাতে নতুন জামাইয়ের কাছে গান শোনার আবদার করল নতুন কনের বান্ধবীরা। তাতেই মা কালী ভক্ত রামপ্রসাদ গান ধরল, ‘ডুব দে রে মন কালী বলে’। ব্যাস, ওমনি নতুন জামাইকে নিয়ে শুরু হাসি-ঠাট্টা। রামপ্রসাদ-পত্নীকে ঠেস দিয়ে একজন বলে, 'বাসর রাতেও মা কালীর গান, কী রে এমন জামাই সংসার করবে তো?' এতেই খানিক বিরক্ত হয়ে বাসর ঘর থেকে বেরিয়ে যায় রামপ্রসাদ। সেখানে মা কালীর সঙ্গে দেখা তাঁর। মায়ের কাছে তাঁর প্রশ্ন, ‘সংসারে থেকে কি মা কালীকে পাওয়া যায় না?’ মা-কালী রূপী পায়েলের মুখে এরপর শোনা যায়, ‘সংসার কী মা’কে ছাড়া হয়? রামপ্রসাদ তুমিই প্রমাণ করবে সংসারে থেকেও মা-কে পাওয়া যায়'।
এর আগে জলসারই ‘মহাপীঠ তারাপীঠ’ সিরিয়ালে ‘বামাক্ষ্যাপা’র চরিত্রে অভিনয় করে মন জিতে নিয়েছেন সব্যসাচী। ফের একবার ঐতিহাসনির্ভর চরিত্রে সব্যসাচীকে দেখতে ভীষণরকমভাবে আগ্রহী দর্শক তা বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি মা কালীর ভূমিকায় পায়েল দে-কে দেখতেও মুখিয়ে রয়েছে অনুরাগীরা।
কে সাধক রামপ্রসাদ?
‘কবিরঞ্জন’ রামপ্রসাদ সেন (১৭১৮ বা ১৭২৩ – ১৭৭৫) ছিলেন অষ্টাদশ শতাব্দীর এক বিশিষ্ট বাঙালি শাক্ত কবি ও সাধক। বাংলা ভাষায় দেবী কালীর উদ্দেশ্যে ভক্তিগীতি রচনার জন্য তিনি সমধিক পরিচিত, তার রচিত ‘রামপ্রসাদী’ গানগুলি আজও সমান জনপ্রিয়। রামপ্রসাদের জীবনকে ঘিরে নানান বাস্তব ও অলৌকিক কিংবদন্তি বহুল প্রচলিত গ্রামবাংলায়। এই চরিত্রের জন্য সব্যসাচী সেরা বাছাই তা বলতেই হচ্ছে।
পৌরাণিক ধারাবাহিকের পরিচিত মুখ
এর আগে বহুবার পৌরাণিক চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে সব্যসাচীকে। ‘ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ’ ধারাবাহিকে যুধিষ্ঠিরের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। ‘ওম নমঃ শিবায়’ সিরিয়ালে ভগবান বিষ্ণুর চরিত্রেও অভিনয় করেছেন সব্যসাচী।
কবে থেকে বা কোন স্লটে আসবে এই মেগা তা এখনও স্পষ্ট নয়। কিন্তু কানাঘুষো শোনা যাচ্ছে ‘আলতা ফড়িং’, ‘গোধূলি আলাপ’-এর মতো মেগা খুব শীঘ্রই শেষ পারে।