বিতর্কে হার মানলেন সব্যসাচী! অন্তর্বাস পরে দেওয়া মঙ্গলসূত্র বিজ্ঞাপন মুছে ফেললেন নিজের ব্র্যান্ডের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে। শনিবারই আইনজীবী আশুতোষ জে. দুবের কাছ থেকে আইনি নোটিস পান সব্যসাচী। যেখানে ৫ দিনের মধ্যে ওই বিজ্ঞাপন সরিয়ে নেওয়ার ও ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে। তারপর রবিবার সব্যসাচীকে বিজ্ঞাপন সরিয়ে ফেলার জন্য বলেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী! তারপর বিকেলে দেখা যায় নিজের অ্যাকাউন্ট থেকে সেটি মুছে দিয়েছেন তিনি।
রবিবার সব্যসাচীকে সতর্ক করে মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র জানান, ২৪ ঘণ্টার মধ্যে যদি সব্যসাচী তাঁর মঙ্গলসূত্রর বিজ্ঞাপন সরিয়ে না নেন, তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এদিন টুইট করে একথা জানান তিনি।
বিতর্কে হার মানলেন সব্যসাচী! অন্তর্বাস পরে দেওয়া মঙ্গলসূত্র বিজ্ঞাপন মুছে ফেললেন নিজের ব্র্যান্ডের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে। শনিবারই আইনজীবী আশুতোষ জে. দুবের কাছ থেকে আইনি নোটিস পান সব্যসাচী। যেখানে ৫ দিনের মধ্যে ওই বিজ্ঞাপন সরিয়ে নেওয়ার ও ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে। তারপর রবিবার সব্যসাচীকে বিজ্ঞাপন সরিয়ে ফেলার জন্য বলেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী! তারপর বিকেলে দেখা যায় নিজের অ্যাকাউন্ট থেকে সেটি মুছে দিয়েছেন তিনি।
রবিবার সব্যসাচীকে সতর্ক করে মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র জানান, ২৪ ঘণ্টার মধ্যে যদি সব্যসাচী তাঁর মঙ্গলসূত্রর বিজ্ঞাপন সরিয়ে না নেন, তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এদিন টুইট করে একথা জানান তিনি। |#+|
‘আমি ওই বিজ্ঞাপন (মঙ্গলসূত্রর)টি দেখেছি। ওটা সত্যি যথেষ্ট আপত্তিকর। সঙ্গে ধর্মীয় বিশ্বাসেও তা আঘাত হানে। মঙ্গলসূত্রর হলুদ অংশ পার্বতীর প্রতীক, আর কালো অংশ শিবের। বৈবাহিক সুখী জীবনের জন্য পরা হয় মঙ্গলসূত্র। আমি এর আগেই আপত্তি জানিয়েছিলাম। এবার আমি সতর্ক করে দিতে চাই ডিজাইনার সব্সাচীকে ব্যক্তিগত ভাবে। ২৪ ঘণ্টা সময় দিলাম।’, ভিডয়ো বার্তায় টুইটারে একথা প্রকাশ করেন নরোত্তম।
বিজেপি-র আইনি উপদেষ্টা হিসেবে আশুতোষ জে. দুবে ‘অর্ধ উলঙ্গ মডেল’ ব্যবহার করে মঙ্গলসূত্রর বিজ্ঞাপন করায় আইনি নোটিস পাঠিয়েছেন সব্যসাচীকে।

কিছুদিন আগেই নিজের নতুন গয়নার কালেকশন নিয়ে আসেন সব্যসাচী। যার মধ্যে আছে মডার্ন লুকের মঙ্গলসূত্রও। আর সেই মঙ্গলসূত্রর একটি বিজ্ঞাপনে প্লাস সাইজ মডেল বেছে নিয়েছিলেন সব্যসাচী। যার পরনে ছিল কালো অন্তর্বাস। পুরুষ মডেলের বুকে মাথা রেখে দাঁড়িয়ে ছিলেন সেই মহিলা। যার বক্ষ বিভাজিকা ছিল স্পষ্ট দেখা যাচ্ছে ছবিতে। আর এভাবে শরীর দেখিয়ে, শুধুমাত্র অন্তর্বাস পরা মডেল ব্যবহার করাতেই রেগে গিয়েছে একটা অংশ। ধর্মীয় বিশ্বাসে আঘাত হানার দাবি তুলে সরব হয়েছেন তাঁরা। হিন্দু বিয়েতে মঙ্গলসূত্রকে যেখানে বিয়ের রীতির মধ্যে রাখা হয়, সেখানে এমন বিজ্ঞাপন মেনে নিতে পারেননি তাঁরা।
রবিবার বিকেলের দিকে দেখা যায় বিতর্কিত বিজ্ঞাপনটি সরিয়ে দিয়েছেন সব্যসাচী।