পর পর মডেলিং-এর কাজ করতে দেখা যাচ্ছে সচিন কন্যা সারাকে। কবে বলিউডে পা রাখছেন সারা তেন্ডুলকর? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে নেটমহলে। তবে এরই মাঝে সারার ৬৫ হাজারি লেহেঙ্গায় ফটোশ্যুটের ছবি ফের একবার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
1/7কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর কন্যা সারা তেন্ডুলকর। গত বছর মডেলিং-এর দুনিয়ায় পা রেখেছেন তিনি। এক নামী পোশাকের ব্র্যান্ডের হাত ধরে গুটি গুটি পায়ে গ্ল্যামার জগতে প্রবেশ করেছেন। এবার একের পর এক ফটোশ্যুটে তাক লাগাচ্ছেন তিনি। (ছবি ইস্টাগ্রাম)
2/7লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতন সারা তেন্ডুলকর। বর্তমানে মুম্বইতে পরিবারের সঙ্গে থাকেন। সম্প্রতি ফ্য়াশন ডিজাইনার অনিতা ডোংরের লেহেঙ্গায় ধরা দেন সারা। ডিভার এই এথেনিক লুক নিয়ে চর্চার শেষ নেই।
3/7সবুজ লেহেঙ্গায় এক্কেবারে গ্ল্যামারাস লুকে ধরা দিয়েছেন সারা। নেটদুনিয়ায় হু হু করে ভাইরাল হয়েছে সেই ছবি। রাজস্থানের সিক্স সেন্সফোর্ট বাওরায় হয়েছে এই ফটোশ্যুট। সারার ছবি অনিতা ডোংরের পেজে জ্বলজ্বল করছে।
4/7সারার পরনে এই ঘাঘরা চোলি সেটের নাম ‘Swargam gharara set sage’। ফ্য়াশন ডিজাইনার অনিতা ডোংরের ওয়েবসাইট থেকে অনায়াসেই কেনা যাবে সারার পরনে এই পোশাক। ওয়াবসাইট বলছে, সারার পরনে এই ঘাঘরা-চোলির দাম ৬৫ হাজার টাকা।
5/7এছাড়াও অনিতা ডোংরের সঙ্গে একাধিক লেহেঙ্গা শ্যুট করেছেন সারা। গোলাপী রঙের এম্ব্রয়ডারি কাজ করা এই ঘাঘরা-চোলির ছবিও নেটদুনিয়ায় বেশ চর্চায়। প্রায়ই নিজের ফটোশ্যুটের জন্য নেটমাধ্যমে চর্চায় থেকেন সারা।
6/7সোশ্যাল মিডিয়ার অন্যতম চর্চিত স্টারকিড তিনি। ফ্যাশন আর স্টাইলের মামলায় যে কোনও বলিউড হিরোইনকে টেক্কা দিতে পারেন সারা। নেটপাড়ায় তাঁর গ্ল্যামারের চর্চা সর্বত্র।
7/7সম্প্রতি জোর গুঞ্জন, বি-টাউনে পা রাখার প্রস্তুতি নিচ্ছেন সারা। রুপোলি পর্দায় ছক্কা হাঁকাতে দেখা যেতে পারে। তাই ঘনঘন পাপারাৎজিদের ক্যামেরায় ধরা দিচ্ছেন তিনি। যদিও সবটাই সময় উত্তর দেবে।