জন্ম শতবর্ষ পালিত হচ্ছে রাজ কাপুরের। আর সেই উপলক্ষ্য হিসেবে রাজ কাপুরের স্মরণীয় সিনেমার হাতে আঁকা ছবির কোলাজ পোস্ট করলেন সচিন তেন্ডুলকর। দেখুন তো এর মধ্যে কোনগুলি চিনতে পারছেন।
রাজ কাপুরকে নিয়ে কী পোস্ট করলেন সচিন তেন্ডুলকর?
এদিন সচিন তেন্ডুলকর যে ছবিটি শেয়ার করেছেন সেখানে অনেকগুলো ক্যারিকেচার দেখা যাচ্ছে। আর বলাই বাহুল্য সেগুলো প্রতিটি রাজ কাপুরের ছবি থেকে। আর সেই ছবিগুলোর মধ্যে মেরা নাম জোকার সহ একাধিক আইকনিক ছবি আছে।
এদিন এই ছবিটি পোস্ট করে সচিন তেন্ডুলকর লেখেন, 'মেরা জুতা হ্যায় জাপানি ইয়ে পাতলুন ইংলিশতানি কিন্তু শোম্যানের গল্প কিন্তু চিরকালই হিন্দুস্তানি ছিল। রাজ কাপুরের ১০০ বছর উদযাপন করছি। শ্রী ৪২০ সেই যে আমাদের মন চুরি করেছিল সেটা আর ফেরত দেননি। এই যে ছবিটির দিকে আমি তাকিয়ে আছি সেখানে তাঁর বেশ কিছু ছবির ক্যারিকেচার দেখা যাচ্ছে। আমার মনে হয় ওঁর গোটা জীবনটাই অন্যতম দুর্দান্ত এবং বৃহৎ ক্রিয়েশন। আর আমরা তার জন্য সমৃদ্ধ।'
ছবিতে দেখা যাচ্ছে দেওয়াল জুড়ে সেই ক্যারিকেচার লাগানো। তার নিচে দাঁড়িয়ে সেটার দিকে তাকিয়ে আছেন মাস্টার ব্লাস্টার। তাঁর পরনে চেক শার্ট।
গোটা কাপুর পরিবার সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে গিয়েছিল। এদিন তাঁরা গিয়ে প্রধানমন্ত্রীকে রাজ কাপুরের ১০০ তম জন্মবার্ষিকীর উদযাপনের আমন্ত্রণ জানান। আলিয়া, রণবীর কাপুর ছাড়াও এদিন মোদীর সঙ্গে দেখা করতে করিনা কাপুর, করিশ্মা কাপুর, নিতু কাপুর, ঋদ্ধিমা কাপুর প্রমুখ গিয়েছিলেন।
আরও পড়ুন: টলিউড নিয়ে অভিমানী রাজ! কেন বললেন, 'আমায় সাপোর্ট করার কেউ নেই'?
রাজ কাপুরের জন্মশতবর্ষে ফিল্ম ফেস্টিভ্যাল
রাজ কাপুরের জন্মশতবর্ষ উপলক্ষ্যে PVR আইনক্স লিমিটেড এবং ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশন রাজ কাপুর ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজন করেছে। ৩৪ টি শহরে রাজ কাপুরের ১০১ টি ছবি দেখানো হবে। আগামী ১৩ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে এই ফিল্ম ফেস্টিভ্যাল। এই ১০১ টি ছবির মধ্যে থাকবে আওয়ারা, শ্রী ৪২০, সঙ্গম, ইত্যাদি।